wbclassroom.in

West Bengal Class 4 Poribesh Chapter 4

West Bengal Class 4 Poribesh Chapter 4 Questions & Answers for Success

অধ্যায় ৪

আবাহাওয়া ও বাসস্থান

 

West Bengal Class 4 Poribesh Chapter 4 পরিবেশ বিজ্ঞান বা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে বাতাস, জলীয় বাষ্প, মেঘ গঠন এবং বিভিন্ন প্রাণীর বাসস্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্কুল পরীক্ষায় প্রায়শই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণ, এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসে। নিচে সহজ ভাষায় সাজানো নোট দেওয়া হলো।

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Very Short Questions with Answers)

১। ভিজে কাপড় শুকিয়ে গেলে তার জলটা কোথায় যায়?

উত্তর: তার জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়।

২। কোন সময়ে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়?

উত্তর: গরমকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।

৩। মেঘ সৃষ্টিতে ধূলিকণার গায়ে কী জমে?

উত্তর: জলের ফোঁটা জমে।

৪। বাতাসে জলীয় বাষ্প কমে গেলে মাটির কণার অবস্থা কী হয়?

উত্তর: শুষ্ক হয়ে ধুলোতে পরিণত হয়।

৫। বাতাসে ধুলো রয়েছে কীভাবে বুঝব?

উত্তর: আলোয় ধূলিকণাগুলো ভাসতে দেখা যায়।

৬। বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর: নাইট্রোজেন।

৭। বাতাসের কয়েকটি অবাঞ্ছিত উপাদান কী?

উত্তর: ধুলো, ধোঁয়া, ধাতব কণা।

৮। উটপাখি কোথায় থাকে?

উত্তর: মরুভূমি ও শুষ্ক তৃণভূমিতে।

৯। সাপ কোথায় থাকে?

উত্তর: গর্তে।

১০। বাঘ সিংহ কোথায় থাকে?

উত্তর: জঙ্গলে, তবে ভিন্ন ভিন্ন জঙ্গলে।

West Bengal Class 4 Poribesh Chapter 4

১১। রেড পাণ্ডা কোথায় দেখা যায়?

উত্তর: দার্জিলিং-এ।

১২। কলমি শাক কোথায় জন্মায়?

উত্তর: পুকুরের ধারে।

১৩। জীবেরা কোন কোন পরিবেশে বাস করে?

উত্তর: জল, জঙ্গল, মরুভূমি, বরফাচ্ছন্ন অঞ্চল ইত্যাদিতে।

১৪। প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়?

উত্তর: সমুদ্রের তলায়।

১৫। ভারতীয় সিংহ কোথায় দেখা যায়?

উত্তর: গুজরাটের গির অরণ্যে।

আরও পড়ুন     “WB Class 4 Science Chapter 1 for success : পরিবেশের উপাদান ও জীবজগৎ প্রশ্ন ও উত্তর”

শূন্যস্থান পূরণ করো (Fill in the blanks) West Bengal Class 4 Poribesh Chapter 4

১। বাতাসের মধ্যেই ………. বাষ্প মিশে আছে।
২। বাতাসের একটি প্রধান উপাদান হল ………….।
৩। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ………….।
৪। রোদে ভিজে কাপড়ের জল ……… পরিণত হয়।
৫। লেপ-তোষক বানানোর সময় তার ……… বাতাসে মিশে যায়।

উত্তর:     জলীয়     নাইট্রোজেন      সবচেয়ে কম        বাষ্পে        রোঁয়া

West Bengal Class 4 Poribesh Chapter 4

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 

১। কীভাবে বোঝা যায় যে বাতাসে জলীয় বাষ্প আছে?

উত্তর: বরফভর্তি গ্লাস বাইরে রাখলে তার গায়ে ফোঁটা ফোঁটা জল জমে, এতে বোঝা যায় বাতাসে জলীয় বাষ্প আছে।

২। মেঘ কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: জল বাষ্পীভূত হয়ে ধুলিকণার ওপর জমে মেঘ তৈরি হয়।

৩। মানুষ কীসের ওপর নির্ভর করে বেঁচে থাকে?

উত্তর: উদ্ভিদ ও প্রাণীর ওপর।

West Bengal Class 4 Poribesh Chapter 4

আরও পড়ুন    চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীর – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা নোট)”

✅ শূন্যস্থান পূরণ করো (Fill in the Blanks)

১। বাতাসের মধ্যেই — জলীয় — বাষ্প মিশে আছে।
উত্তর: জলীয়

২। বাতাসের একটি প্রধান উপাদান হল — নাইট্রোজেন
উত্তর: নাইট্রোজেন

৩। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ — সবচেয়ে — কম।
উত্তর: সবচেয়ে

৪। রোদে ভিজে কাপড়ের জল — বাষ্পে — পরিণত হয়।
উত্তর: বাষ্পে

৫। লেপ-তোষক বানানোর সময় তার — রোঁয়া — বাতাসে মিশে যায়।
উত্তর: রোঁয়া

আরও পড়ুন    চতুর্থ শ্রেণী বিজ্ঞান: দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান – জড়বস্তুর জগৎ প্রশ্ন ও উত্তর

West Bengal Class 4 Poribesh Chapter 4
West Bengal Class 4 Poribesh Chapter 4

West Bengal Class 4 Poribesh Chapter 4

✅ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (Short Answer Questions) West Bengal Class 4 Poribesh Chapter 4

১। কীভাবে বোঝা যায় যে বাতাসে জলীয় বাষ্প আছে?

উত্তর: একটা খালি গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমে। কারণ বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের ছোঁয়ায় তরল জলে পরিণত হয়। এতে বোঝা যায় বাতাসে জলীয় বাষ্প আছে।

২। বাতাসে ধূলিকণা আসে কোথা থেকে?

উত্তর: পাথর ভাঙা, গাড়ি চলা, ঝড়ো হাওয়া, কয়লা ভাঙা ইত্যাদির ফলে ধূলিকণা বাতাসে আসে এবং ভেসে বেড়ায়।

৩। মেঘ কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: জলাশয়ের জল রোদে বাষ্প হয়ে বাতাসে উঠে ধুলিকণার ওপর জমে মেঘ তৈরি করে।

৪। বাতাসে কী কী গ্যাস থাকে?

উত্তর: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও কিছু নিষ্ক্রিয় গ্যাস।

৫। স্যার কোন লেখা ছাত্রছাত্রীদের পড়ে শুনিয়েছিলেন?

উত্তর: ‘বিপন্ন বাসভূমি’ নামক লেখা খবরের কাগজ থেকে।

৬। বিভিন্ন প্রাণীর থাকার জায়গা হারিয়ে যাওয়ার কারণ কী?

উত্তর: শহর তৈরি, জলাভূমি বুজিয়ে ফেলা, গাছ কাটা, ঝোপঝাড় নষ্ট করা, ঘাসজমি ধ্বংস করা ইত্যাদি।

৭। আকাশ থেকে সুন্দরবনকে দেখলে কেমন লাগে এবং কেন?

উত্তর: মাথার টাকের মতো লাগে, কারণ বনভূমি ধ্বংস হয়ে অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে।

৮। মানুষ কীসের ওপর নির্ভর করে বেঁচে থাকে?

উত্তর: উদ্ভিদ ও প্রাণীর ওপর। যেমন – দুধের জন্য গরু, খাবারের জন্য উদ্ভিদ।

আরও পড়ুন    চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ  Class 4 Environmental Studies All Chapters

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index