wbclassroom.in

WB Class 6 Amader Poribesh Chapter 6

WB Class 6 Amader Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ

অধ্যায়

বল ও শক্তির প্রাথমিক ধারণা

 

WB Class 6 Amader Poribesh Chapter 6 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের ষষ্ঠ অধ্যায় (বল ও শক্তির প্রাথমিক ধারণা) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

সঠিক উত্তরটি নির্বাচন করো  WB Class 6 Amader Poribesh Chapter 6

১. যে-বস্তু সময়ের সঙ্গে অবস্থান বদলায় না, তাকে বলা হয়—
ক) গতিশীল বস্তু
খ) স্থির বস্তু
গ) আপেক্ষিক বস্তু
ঘ) উদ্বায়ী বস্তু

উত্তর: স্থির বস্তু

২. বলের আন্তর্জাতিক (SI) একক হল—
ক) ডাইন
খ) আর্গ
গ) নিউটন
ঘ) অ্যামপিয়ার

উত্তর: নিউটন

৩. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
ক) তামা
খ) নিকেল
গ) কোবাল্ট
ঘ) লোহা

উত্তর: তামা

৪. নিচের কোনটি স্পর্শহীন বল?
ক) অভিকর্ষ বল
খ) ধাক্কা বল
গ) টানা বল
ঘ) ঘর্ষণ বল

উত্তর: অভিকর্ষ বল

৫. ঝড়ের তীব্র গতিতে মূলত কোন শক্তি তৈরি হয়?
ক) স্থিতিশক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) গতিশক্তি
ঘ) তড়িৎশক্তি

উত্তর: গতিশক্তি

৬. তবলা বাজালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক) যান্ত্রিক শক্তি → শব্দশক্তি
খ) শব্দশক্তি → যান্ত্রিক শক্তি
গ) যান্ত্রিক শক্তি → তাপশক্তি
ঘ) শব্দশক্তি → তড়িৎশক্তি

উত্তর: যান্ত্রিক শক্তি → শব্দশক্তি

৭. কোন শক্তি তৈরিতে সূর্যের ভূমিকা নেই?
ক) রাসায়নিক শক্তি
খ) তাপশক্তি
গ) পারমাণবিক শক্তি
ঘ) তড়িৎশক্তি

উত্তর: পারমাণবিক শক্তি

৮. সৌরকোশ সূর্যের শক্তিকে রূপান্তরিত করে—
ক) আলোকশক্তিতে
খ) তড়িৎশক্তিতে
গ) তাপশক্তিতে
ঘ) রাসায়নিক শক্তিতে

উত্তর: তড়িৎশক্তিতে

৯. শক্তিশৃঙ্খলের প্রধান শক্তির উৎস হল—
ক) সূর্য
খ) চন্দ্র
গ) গাছপালা
ঘ) পাহাড়

উত্তর: সূর্য

১০. এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের যে অংশ হারিয়ে যায় তা—
ক) 10%
খ) 20%
গ) 90%
ঘ) 40%

উত্তর: 10%

১১. বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত শক্তি—
ক) সৌরশক্তি
খ) বায়ুশক্তি
গ) জীবাশ্ম জ্বালানি
ঘ) জোয়ারভাটা শক্তি

উত্তর: জীবাশ্ম জ্বালানি

১২. ঘর্ষণ বল সর্বদা ক্রিয়া করে প্রযুক্ত বলের—
ক) দিকে
খ) কোনো দিকে নয়
গ) বিপরীত দিকে
ঘ) লম্বভাবে

উত্তর: বিপরীত দিকে

১৩. ঘর্ষণের ফলে উৎপন্ন হয়—
ক) আলো
খ) শব্দ
গ) তাপ
ঘ) কোনোটিই নয়
WB Class 6 Amader Poribesh Chapter 6

উত্তর: তাপ

১৪. ভর ভার পরস্পরের—
ক) সমানানুপাতিক
খ) ব্যস্তানুপাতিক
গ) বর্গমূল
ঘ) কোনোটিই নয়

উত্তর: সমানানুপাতিক

WB Class 6 Amader Poribesh Chapter 6

বাক্যের পাশে সঠিক হলে এবং ভুল হলে চিহ্ন দাও

১. কোনো স্থির বস্তু গতিশীল করতে শক্তি প্রয়োজন।

২. সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করলে বস্তু গতিশীল বলে।

৩. অবস্থান বা আকৃতি বদলালে বস্তুতে স্থিতিশক্তি জমা হয়।

৪. পরভোজীরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না।

৫. গাছ থেকে ফুল তোলা এক ধরনের টানা বল।

৬. অভিকর্ষ হলো স্পর্শহীন বল।

৭. কাজ করার সামর্থ্যই বল। (সঠিক: কাজ করার সামর্থ্যই শক্তি)

৮. তির ছোড়ার সময় ধনুকের গতিশক্তি তিরে স্থিতিশক্তি হয়।

৯. পৃথিবীর সব প্রাণীর খাদ্যের মূল উৎস সবুজ উদ্ভিদ।

১০. জলবিদ্যুৎ উৎপাদনে সূর্যের কোনো ভূমিকা নেই।

১১. ঘর্ষণের কারণে শক্তির অপচয় ঘটে।

উত্তর:

১.২.৩. ৪.৫.৬.৭.৮.৯.১০.১১.

WB Class 6 Amader Poribesh Chapter 6

WB Class 6 Amader Poribesh Chapter 6
WB Class 6 Amader Poribesh Chapter 6

একবাক্যের প্রশ্নোত্তর

. তুমি চলন্ত ট্রেন বা বাসে জানালার ধারে বসে বাইরে তাকালে বাইরের জিনিসগুলো কেমন দেখায়? স্থির নাকি চলমান?

উত্তর: চলন্ত যান থেকে বাইরে তাকালে মনে হয় সব জিনিস দ্রুত পেছনে সরে যাচ্ছে।

. তুমি যদি ট্রেনের বাইরে মাঠে দাঁড়িয়ে দেখতে, তাহলে সেই জিনিসগুলো কেমন দেখাতে?

উত্তর: বাইরে দাঁড়িয়ে দেখলে সব বস্তু স্থিরই মনে হবে।

. ট্রেন বা বাসের ভেতরের বসার সিট, মেঝে বা ছাদ কেমন দেখায়স্থির নাকি সচল?

উত্তর: যানবাহনের ভেতরের জিনিসগুলো স্থির বলে দেখা যায়।

. বাইরে দাঁড়িয়ে ট্রেনের ভেতরের জিনিস দেখলে সেগুলো কেমন মনে হয়?

উত্তর: বাইরে থেকে দেখলে সেগুলো চলমান মনে হয়।

. এক তল অন্য তলের গতিকে বাধা দেয় যে বলের কারণে, তাকে কী বলা হয়?

উত্তর: সেই প্রতিরোধী বলকে ঘর্ষণ বল বলা হয়।

. ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করে?

উত্তর: ঘর্ষণ বল সবসময় প্রয়োগ করা বলের বিপরীত দিকে থাকে।

. অমসৃণ তলে ঘর্ষণ বল কেমন হয়?

উত্তর: অমসৃণ পৃষ্ঠে ঘর্ষণ তুলনামূলকভাবে বেশি হয়।

. দুহাত একসঙ্গে ঘষলে কী পাওয়া যায়?

উত্তর: হাত ঘষলে তাপ উৎপন্ন হয়।

. ঘর্ষণ না থাকলে কী ঘটত?

উত্তর: ঘর্ষণ না থাকলে চলন্ত কোনো বস্তু কখনও থামত না।

১০. দেশলাই কাঠি অমসৃণ তলে ঘষলে কী ঘটে?

উত্তর: অমসৃণ তলে ঘষলে দেশলাই কাঠিতে আগুন ধরে যায়।

১১. ঘর্ষণের কারণে কোন জিনিসের অপচয় হয়?

উত্তর: ঘর্ষণের জন্য শক্তির অপচয় ঘটে।

১২. রোলার ঠেলতে না টানতে কোন অবস্থায় বেশি বল লাগে?

উত্তর: রোলার ঠেলতে টানার তুলনায় বেশি বল লাগে।

১৩. সব ধরনের শক্তি শেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: সব শক্তি শেষ পর্যন্ত তাপশক্তিতে বদলে যায়।

১৪. পৃথিবীতে কোন শক্তির ভান্ডার সীমিত?

উত্তর: অনবীকরণযোগ্য শক্তির ভান্ডার সীমিত।

১৫. খাদ্যে শক্তি কোন রূপে থাকে?

উত্তর: খাদ্যে শক্তি রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে।

WB Class 6 Amader Poribesh Chapter 6

১৬. ভারতসহ বিশ্বের বহু দেশ কোন শক্তির উৎস নিয়ে গবেষণা করছে?

উত্তর: নবীকরণযোগ্য শক্তির উৎস নিয়ে গবেষণা চলছে।

১৭. খাদ্য শৃঙ্খলে উৎপাদক কাদের বলা হয়?

উত্তর: সবুজ উদ্ভিদই খাদ্য তৈরি করে বলে তাদের উৎপাদক বলা হয়।

১৮. যারা সরাসরি উদ্ভিদ খায় তারা কী নামে পরিচিত?

উত্তর: তারা প্রথম শ্রেণির খাদক নামে পরিচিত।

১৯. প্রথম শ্রেণির খাদকদের দুটি উদাহরণ দাও।

উত্তর: ফড়িং এবং হরিণ প্রথম শ্রেণির খাদক।

২০. দুটি সর্বভুক প্রাণীর উদাহরণ লেখো।

উত্তর: মানুষ ও কাক সর্বভুক প্রাণী।

২১. খাদ্যশৃঙ্খলে কী এক জীব থেকে অন্য জীবে প্রবাহিত হয়?

উত্তর: খাদ্যশৃঙ্খলে শক্তি স্থানান্তরিত হয়।

২২. খাদ্য পিরামিডের ভিত্তি কে গঠন করে?

উত্তর: সবুজ উদ্ভিদ খাদ্য পিরামিডের ভিত্তি স্তর তৈরি করে।

২৩. খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলা হয়?

উত্তর: প্রতিটি ধাপকে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে।

২৪. প্রতিটি পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি ব্যবহার হয়?

উত্তর: প্রায় নব্বই শতাংশ শক্তি জীবদেহের কাজে খরচ হয়।

২৫. কোন প্রক্রিয়ায় সূর্যালোক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।

২৬. পাহাড়ি নদীর জল কী শক্তির সাহায্যে বড় পাথর সরাতে পারে?

উত্তর: যান্ত্রিক শক্তির ফলে।

২৭. কাজ করার ক্ষমতাকে কী বলা হয়?

উত্তর: তাকে শক্তি বলা হয়।

২৮. স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টিকে কী বলা হয়?

উত্তর: যান্ত্রিক শক্তি বলা হয়।

২৯. হাত ঘষলে কোন শক্তি থেকে কোন শক্তি হয়?

উত্তর: যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপ নেয়।

৩০. কয়লায় শক্তি কোন রূপে থাকে?

উত্তর: কয়লায় শক্তি রাসায়নিক আকারে থাকে।

WB Class 6 Amader Poribesh Chapter 6

৩১. ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে বদলে যায়।

৩২. স্রোতস্বিনী নদীতে কোন যন্ত্র বসিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়?

উত্তর: টারবাইন ব্যবহার করা হয়।

৩৩. জলবিদ্যুৎ তৈরির মূল উৎস কে?

উত্তর: সূর্য বা সৌরশক্তি।

৩৪. সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ কীভাবে পাওয়া যায়?

উত্তর: সৌরকোষ ব্যবহার করে।

৩৫. জোয়ারভাটার শক্তি সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়?

উত্তর: বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে।

৩৬. সমবেগে চলা বস্তু কোন কারণে থেমে যায়?

উত্তর: বিপরীত দিকে বল প্রয়োগ করলে।

৩৭. ডাইন কোন রাশির একক?

উত্তর: ডাইন হলো বলের একক।

৩৮. ঘর্ষণ বল কেমন ধরনের বল?

উত্তর: এটি স্পর্শজনিত ও অপ্রতিমিত বল।

৩৯. টানা বা ঠেলা কী ধরনের বল?

উত্তর: টানা বা ঠেলা স্পর্শজনিত বল।

৪০. ওজন বা ভার কোন ধরনের বল?

উত্তর: এটি স্পর্শহীন বল।

৪১. রবিন বাড়ি থেকে বেরিয়ে কোন বস্তুগুলোকে স্থির হিসেবে দেখল?

উত্তর: বটগাছ, ঘাস ও বিভিন্ন বাড়ি।

৪২. এরা কি সময়ের সঙ্গে স্থান বদলায়?

উত্তর: না, স্থির থাকে।

৪৩. তোমার চারপাশের বস্তুগুলোর নাম লেখো।

উত্তর: নিজে দেখে তালিকা প্রস্তুত করবে।

৪৪. রবিনের দেখা চলমান বস্তুগুলো কী কী?

উত্তর: গোরু, অটোরিকশা, বাইক, সাইকেল, পাখি, ছাত্রছাত্রী।

৪৫. এদের কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হয়?

উত্তর: হ্যাঁ, এরা সবাই চলমান।

৪৬. তোমার চারপাশে এখন কোন কোন বস্তু গতিশীল?

উত্তর: গোরু, বাইক, অটোরিকশা, সাইকেল, পাখি ও ছাত্রছাত্রী।

WB Class 6 Amader Poribesh Chapter 6

শূন্যস্থান পূরণ করো

১. কার্য করার সামর্থ্যকে …………………….বলে।

২. শক্তির অপর একটি রূপ হল …………………।

৩. কৃত্রিম উপগ্রহে 10 kg ভরের একটি বস্তুর ওজন ……………….হয়।

৪. কয়লা, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস হল …………………….।

৫. পোড়াচুনে জল দিলে তার ………………………….. রূপান্তরিত হয়।

৬. পৃথিবীতে শক্তির প্রধান উৎস …………………….।

৭. বাঁধে জমে থাকা জলের মধ্যে …………………..সঞ্চিত থাকে।

৮. আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে ………………….জমা হয়।

৯. যেসব বস্তুর অবস্থান ………………..-এর সঙ্গে বদলায়, তাদের ……………….বলে।

১০. গাড়িতে চাকা লাগানো হয় ঘর্ষণ ……………..জন্য।

১১. গাড়ির টায়ার খাঁজকাটা থাকে ঘর্ষণ …………………জন্য।

১২. বেশি মসৃণ কাগজে লেখা ……………হয়।

১৩. হাতে হাত ঘষলে তাপ তৈরি হয় …………….জন্য।

১৪. ঘর্ষণ বলের কারণে অপচয় হয়।

উত্তর:

১.শক্তি  ২.ভর ৩.শূন্য  ৪.অনবীকরণযোগ্য শক্তির উৎস ৫.রাসায়নিক শক্তিতাপশক্তিতে ৬.সূর্য ৭.স্থিতিশক্তি ৮.স্থিতিশক্তি  ৯.সময়,গতিশীল বস্তু  ১০.কমানোর  ১১.বাড়ানোর  ১২.কঠিন  ১৩.ঘর্ষণের  ১৪.শক্তির

WB Class 6 Amader Poribesh Chapter 6

WB Class 6 Amader Poribesh Chapter 6
WB Class 6 Amader Poribesh Chapter 6

. দুএকটি বাক্যে উত্তর দাও

. স্থিতি কাকে বলে?

উত্তর: যে অবস্থায় কোনো বস্তুর স্থান তার চারপাশের বস্তুর তুলনায় সময়ের সঙ্গে বদলায় না, সেই অবস্থাকে স্থিতি বলে।

. পরম স্থিতি পরম গতি কী?

উত্তর:

পরম স্থিতি: পরম স্থির বস্তু সম্পর্কে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি বলা হয়।

পরম গতি: পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু চললে সেটাই পরম গতি।

. বল কাকে বলে?

উত্তর: বল হলো এমন একটি ভৌত রাশি যা কোনো বস্তুকে স্থির বা গতিশীল অবস্থায় বদলাতে পারে এবং তার আকৃতি বা গতির দিক পরিবর্তন করে।

. বল কী ধরনের রাশি?

উত্তর: বল একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক দুই-ই রয়েছে।

. অভিকর্ষ কাকে বলে?

উত্তর: পৃথিবী তার নিকটবর্তী প্রতিটি বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে—এই আকর্ষণ বলই অভিকর্ষ।

. শক্তি কাকে বলে? শক্তি কীভাবে মাপা হয়?

উত্তর: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু যে পরিমাণ কাজ করতে পারে, তা দিয়েই তার শক্তি মাপা হয়। শক্তির SI একক জুল (J)

. গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে।
উদাহরণ: দৌড়ে এসে লাফ দিলে দৌড়ানোর ফলে যে বাড়তি শক্তি পাওয়া যায় সেটাই গতিশক্তি।

. বাঁধের জলে কী শক্তি থাকে? প্রবাহিত হলে কী হয়?

উত্তর: বাঁধে জলে স্থিতিশক্তি জমে থাকে। নিচে নামার সময় সেই স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়।

. আকৃতির পরিবর্তনে স্থিতিশক্তি জমা হয়উদাহরণ দাও।

উত্তর: ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোটো হলে তার ভেতর স্থিতিশক্তি সঞ্চিত হয়।

১০. শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তাকে শক্তির রূপান্তর বলে।

WB Class 6 Amader Poribesh Chapter 6

১১. শক্তির নিত্যতা সূত্র।

উত্তর: বিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না; কেবল রূপ বদলায়।

১২. তাপশক্তি কী?

উত্তর: যে শক্তি কোনো বস্তু গ্রহণ করলে গরম এবং বর্জন করলে ঠান্ডা হয় তাকে তাপশক্তি বলে। তাপশক্তি কাজও করাতে পারে।
উদাহরণ: তাপে জল বাষ্পে রূপান্তরিত হয়ে ইঞ্জিন চালায়।

১৩. আলোকশক্তি কাকে বলে?

উত্তর: যে শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে ছড়িয়ে বস্তু দেখা যায় তাকে আলোকশক্তি বলে।
উদাহরণ: সূর্যের আলোয় বস্তুকে দেখা যায়।

১৪. তড়িৎশক্তি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: আবেশিত কণার চলাচলে যে শক্তি পাওয়া যায় তা তড়িৎশক্তি।
উদাহরণ: তড়িৎশক্তিতে বাল্ব জ্বলে, মোটর চলে।

১৫. পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: ভারী মৌলের বিভাজন বা হালকা পরমাণুর সংযোজনে যেই প্রচুর শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক শক্তি বলে।
উদাহরণ: সূর্যের শক্তির উৎস হল পরমাণুর সংযোজন প্রক্রিয়া।

WB Class 6 Amader Poribesh Chapter 6

 

Related Post

WB Class 6 Amader Poribesh Chapter 5 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ

চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters for Sure Success

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters for Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index