ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
প্রথম অধ্যায়
পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা
WB Class 6 Amader Poribesh Chapter 1 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর WB Class 6 Amader Poribesh Chapter 1
১. খাবারের জন্য মানুষ উদ্ভিদের উপর কিভাবে নির্ভরশীল?
উত্তর: মানুষ প্রতিদিনের খাদ্যের জন্য সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। যেমন— ধান থেকে চাল, মুড়ি, চিঁড়ে, ভাত, খই ইত্যাদি তৈরি হয়। গম গাছ থেকে আটা, ময়দা ও সুজি পাওয়া যায়। মটর, কলাই, মুসুরির মতো ডালও উদ্ভিদজাত। আবার শাকসবজি ও ফলমূলও বিভিন্ন উদ্ভিদ থেকেই আসে।
২. তন্তু কাকে বলে?
উত্তর: প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি সূক্ষ্ম সুতোসদৃশ অংশ, যার দ্বারা জামাকাপড় ও অন্যান্য সামগ্রী তৈরি হয়, তাকে তন্তু বা ফাইবার বলা হয়।
৩. ম্যালেরিয়া রোগের ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন নামের ওষুধ তৈরি হয়, যা ম্যালেরিয়া নিরাময়ে ব্যবহৃত হয়।
৪. কোন গাছ থেকে রবার পাওয়া যায় ও এর ব্যবহার কী?
উত্তর: রবার গাছ বা Hevea brasiliensis গাছের কাণ্ড থেকে নিঃসৃত তরুক্ষীর থেকে রবার তৈরি হয়। রবার দিয়ে টায়ার, টিউব, বৈদ্যুতিক তারের আবরণ, পেন্সিল রবারসহ নানা সামগ্রী তৈরি করা হয়।
৫. শামুক দ্বারা পরাগ মিলন ঘটে এমন উদ্ভিদের নাম লেখো।
উত্তর: ওল ও কচু জাতীয় গাছের পরাগায়ণে শামুক সাহায্য করে।
৬. কোন ফুলের পরাগ মিলনে হাতি সাহায্য করে?
উত্তর: পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্যাফ্লেসিয়ার পরাগ মিলনে হাতি সাহায্য করে।
৭. গো-বক ও গরুর মধ্যে মিথোজীবী সম্পর্ক কেমন?
উত্তর: গো-বক গরুর গা থেকে উকুন জাতীয় পোকা খেয়ে গরুকে স্বস্তি দেয়। আবার গরু ঘাসের মধ্যে চলাফেরা করলে লুকিয়ে থাকা পোকা উড়ে যায়, যা গো-বকের খাদ্য হিসেবে কাজ করে।
৮. পিঁপড়ে ও জাব পোকার মধ্যে মিথোজীবিতা কেমন?
উত্তর: জাব পোকা মিষ্টি হানিডিউ নির্গত করে যা পিঁপড়ের প্রিয় খাদ্য। ফলে পিঁপড়েরা জাব পোকাদের রক্ষা করে ও অন্য গাছে নিয়ে গিয়ে বসবাস করায়।
৯. সাগরকুসুম ও ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক কেমন?
উত্তর: ক্লাউন মাছ সাগরকুসুমের শত্রুদের তাড়ায়, বিনিময়ে সাগরকুসুমের অবশিষ্ট খাদ্য খেয়ে বেঁচে থাকে। সাগরকুসুমও তার কর্ষিকা দিয়ে মাছটিকে আশ্রয় দেয়।
১০. সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে সম্পর্ক কেমন?
উত্তর: সাগরকুসুম কাঁকড়ার খোলের উপর বাস করে এবং তার বিষাক্ত কোষ দ্বারা শত্রু তাড়ায়। বিনিময়ে, কাঁকড়ার অবশিষ্ট খাদ্য খেয়ে বেঁচে থাকে।
WB Class 6 Amader Poribesh Chapter 1
১১. ধানের জমিতে কোন মিথোজীবিতা দেখা যায়?
উত্তর: ধানের জমিতে অ্যাজোলা ও অ্যানাবিনা নামক জীবের মধ্যে মিথোজীবিতা দেখা যায়।
১২. অ্যাজোলা ও অ্যানাবিনার মধ্যে সম্পর্ক কেমন?
উত্তর: অ্যানাবিনা অ্যাজোলার পাতার গহ্বরে বাস করে ও বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে উদ্ভিদকে দেয়। পরিবর্তে, অ্যানাবিনা পুষ্টি ও আশ্রয় পায়।
১৩. অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে হয় না কেন?
উত্তর: অ্যাজোলার পাতায় থাকা অ্যানাবিনা নাইট্রোজেন আবদ্ধ করে জমিকে প্রাকৃতিকভাবে উর্বর করে তোলে। ফলে জমিতে আলাদা করে সার দেওয়ার প্রয়োজন হয় না।
১৪. মহাকাশযানে বাতাস পরিষ্কারের জন্য কোন উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তর: মহাকাশযানে বাতাস পরিশোধনের জন্য অ্যাজোলা উদ্ভিদ ব্যবহার করা হয়।
১৫. যক্ষার জীবাণু মানুষের শরীরে কোথায় বাস করে?
উত্তর: যক্ষার জীবাণু মূলত ফুসফুস, হাড় ও শরীরের অন্যান্য অঙ্গে বাসা বাঁধে।
১৬. ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরে কোথায় থাকে?
উত্তর: ম্যালেরিয়ার জীবাণু মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় অবস্থান করে।
১৭. উপকারী প্রাণী কাকে বলে? পাঁচটি উপকারী প্রাণীর নাম লেখো।
উত্তর: যেসব প্রাণী বা তাদের উৎপাদিত পদার্থ মানুষকে উপকার দেয়, তাদের উপকারী প্রাণী বলে। যেমন— মৌমাছি, গরু, ছাগল, হাঁস ও রুই মাছ।
১৮. কড লিভার অয়েল থেকে কী পাওয়া যায়?
উত্তর: কড লিভার অয়েল থেকে প্রচুর ভিটামিন A ও D পাওয়া যায়।
১৯. মধুতে কোন ভিটামিন ও উপাদান থাকে?
উত্তর: মধুতে ভিটামিন A, B কমপ্লেক্স, C, ফলিক অ্যাসিড ও খনিজ পদার্থ থাকে।
২০. মধুর উপকারিতা লেখো।
উত্তর: মধু রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে, কাশি, জ্বর ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এটি শীতকালে দেহ উষ্ণ রাখে এবং পাউরুটি, কেক, বিস্কুট ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
WB Class 6 Amader Poribesh Chapter 1

২১. পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর: পরিবেশ পরিষ্কার রাখতে কাক, শকুন ও শিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পচা-গলা মৃতদেহ ও বর্জ্য খেয়ে প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখে।
২২. সবুজ সার তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
উত্তর: সবুজ সার প্রস্তুতির জন্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়।
২৩. পাউরুটি তৈরিতে কোন অনুজীব ব্যবহার করা হয়?
উত্তর: পাউরুটি তৈরিতে ইস্ট নামক অনুজীব ব্যবহৃত হয়।
২৪. দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়?
উত্তর: দই তৈরিতে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে।
২৫. পনির ও চিজ তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
উত্তর: পনির ও চিজ তৈরিতেও ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়।
২৬. গাছ কীভাবে পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে?
উত্তর: প্রাণীরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। ফলে, বাতাসে O₂ ও CO₂-এর ভারসাম্য বজায় থাকে।
২৭. হানিডিউ কাকে বলে?
উত্তর: জাব পোকার নিঃসৃত শর্করাযুক্ত বর্জ্য পদার্থকে হানিডিউ বলে, যা পিঁপড়ের খাদ্য হিসেবে কাজ করে।
২৮. একটি বহি-পরজীবীর উদাহরণ দাও।
উত্তর: উকুন একটি বহি-পরজীবী।
২৯. একটি অন্ত-পরজীবীর নাম লেখ।
উত্তর: ফিতাকৃমি একটি অন্ত-পরজীবী।
৩০. আমাশয় সৃষ্টিকারী অনুজীবের নাম কী? এটি কী ধরনের জীব?
উত্তর: আমাশয় সৃষ্টিকারী জীব হলো এন্টামিবা হিস্টোলাইটিকা, এটি একটি প্রোটোজোয়া।
WB Class 6 Amader Poribesh Chapter 1
৩১. যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তর: যক্ষা রোগের জীবাণু হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।
৩২. ম্যালেরিয়া রোগের বাহক কে?
উত্তর: ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা।
৩৩. কোন ব্যাকটেরিয়া প্রজাতি থেকে ৫০টিরও বেশি অ্যান্টিবায়োটিক পাওয়া যায়?
উত্তর: স্ট্রেপটোমাইসেস ব্যাকটেরিয়া থেকে ৫০টিরও বেশি অ্যান্টিবায়োটিক তৈরি হয়।
৩৫.স্বভোজী ও পরভোজীর মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:
| স্বভোজী | পরভোজী |
| ১. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। | ১. অন্য জীবের উপর নির্ভর করে। |
| ২. ক্লোরোফিল থাকে। | ২. ক্লোরোফিল থাকে না। |
| ৩. সরল খাদ্য গ্রহণ করে। | ৩. জটিল খাদ্য গ্রহণ করে। |
| ৪. উদ্ভিদ এদের মধ্যে পড়ে। | ৪. প্রাণীরা পরভোজী। |

৩৪. গদ কী এবং এর ব্যবহার কী?
উত্তর: বাবলা, শিরীষ বা সজনে গাছের বাকল থেকে নিঃসৃত আঠালো পদার্থকে গদ বলে। এটি বই বা খাতা বাঁধাইয়ের কাজে ব্যবহৃত হয়।
৩৬. কাঠ পালিশ করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: কাঠ পালিশের জন্য রজন ব্যবহৃত হয়।
৩৭. কোন ফুলের পরাগ মিলনে পাখি সাহায্য করে?
উত্তর: কল্কে ফুলের পরাগ মিলনে মৌটুসী পাখি সাহায্য করে।
৩৮. ঝাড়ুদার পাখি কাকে বলে?
উত্তর: কাক ও শকুনের মতো পাখি মৃত প্রাণী ও আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। এদের ঝাড়ুদার পাখি বলা হয়।
৩৯. কুমড়ো গাছের কোন অংশ আমরা খাই না?
উত্তর: মূল অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না।
৪০. সজিনা ডাটা উদ্ভিদের কোন অংশ?
উত্তর: এটি উদ্ভিদের ফল।
WB Class 6 Amader Poribesh Chapter 1
৪১. কোন গাছ থেকে রজন পাওয়া যায়?
উত্তর: পাইন গাছ থেকে রজন পাওয়া যায়।
৪২. কোন গাছ থেকে উচ্চমানের রবার পাওয়া যায়?
উত্তর: হিভিয়া ব্রাসিলিয়েনসিস গাছ থেকে উৎকৃষ্ট মানের রবার পাওয়া যায়।
৪৩. গাছেরা খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে?
উত্তর: গাছেরা খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
৪৪. গাছেরা খাদ্য তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে?
উত্তর: গাছেরা অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
৪৫. বন্ধুর ম্যালেরিয়া হলে কোন ওষুধ খেতে বলবে?
উত্তর: কুইনাইন ওষুধ খেতে পরামর্শ দেওয়া উচিত।
৪৬. যখন দুটি জীব পারস্পরিক সাহায্যে বাঁচে, তাকে কী বলে?
উত্তর: তাকে মিথোজীবিতা বলে।
৪৭. এরিথ্রোমাইসিন ওষুধ কোথা থেকে পাওয়া যায়?
উত্তর: এটি এক প্রকার ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
৪৮. কোন ভিটামিন চোখের জন্য উপকারী?
উত্তর: ভিটামিন A চোখের জন্য উপকারী।
৪৯. কোন ভিটামিন দাঁত ও হাড় মজবুত করে?
উত্তর: ভিটামিন D দাঁত ও হাড় মজবুত করে।
৫০. চালতার কোন অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: চালতার বৃতি আমরা খাই।
WB Class 6 Amader Poribesh Chapter 1
৫১. বেদানার কোন অংশ খাওয়া হয়?
উত্তর: রসালো বীজতক অংশ খাওয়া হয়।
৫২. গাজরের কোন অংশ খাওয়া হয়?
উত্তর: গাজরের মূল অংশ খাওয়া হয়।
৫৩. দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখ।
উত্তর: পাট ও কার্পাস।
৫৪. কোন গাছের কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়?
উত্তর: পাট গাছের কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়।
৫৫. একটি পরজীবী উদ্ভিদের নাম লেখ।
উত্তর: স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ।
৫৬. দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে?
উত্তর: ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে।
৫৭. একটি উপকারী পতঙ্গের নাম লেখ।
উত্তর: মৌমাছি একটি উপকারী পতঙ্গ।
৫৮. মধুতে কোন কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন A, B কমপ্লেক্স ও C মধুতে থাকে।
৫৯. বৈজ্ঞানিকভাবে রেশম পালনের নাম কী?
উত্তর: একে সেরিকালচার বলা হয়।
৬০. একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখ।
উত্তর: ল্যাকটোব্যাসিলাস একটি উপকারী ব্যাকটেরিয়া।
WB Class 6 Amader Poribesh Chapter 1
Related Post
WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success
আমাদের পরিবেশ ক্লাস 3 অধ্যায়সমুহ
WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download
পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters for Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


