wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 9

WB Class 5 Amader Poribesh Chapter 9 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণীর পরিবেশ

নবম অধ্যায়

জনবসতি পরিবেশ 

 

WB Class 5 Amader Poribesh Chapter 9 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের নবম অধ্যায়ের  (জনবসতি ও পরিবেশ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

সামাজিক পরিবেশ WB Class 5 Amader Poribesh Chapter 9

 

. দেশের প্রকৃত সম্পদ কারা?
উত্তর:  সত্যিকারের শিক্ষিত, নৈতিক ও সচেতন মানুষই দেশের প্রকৃত সম্পদ।

. জনসংখ্যা বৃদ্ধির দুটি সমস্যা লেখো।
উত্তর:

১. পরিবেশ দূষণ বেড়ে যায়।

২. বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পায়।

. কীভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা যায়?
উত্তর:

১. মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত হতে হবে।

২. গাছ লাগাতে ও পরিবেশ রক্ষা করতে হবে।

৩. পশুপাখি ও পতঙ্গ সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে।

৪. প্রাকৃতিক সম্পদ নষ্ট করা চলবে না এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

WB Class 5 Amader Poribesh Chapter 9

WB Class 5 Amader Poribesh Chapter 9
WB Class 5 Amader Poribesh Chapter 9

জল স্বাস্থ্য রক্ষা

 

১. পুকুরের জল বিশুদ্ধ রাখতে কী ব্যবহার করা হয়?
উত্তর: পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়।

২.  সুস্থ শরীর বজায় রাখতে আমাদের কী করা উচিত?
উত্তর:

১. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা উচিত।

২. সুষম খাদ্য ও পর্যাপ্ত জল পান করা দরকার।

৩. শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

৪. মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

WB Class 5 Amader Poribesh Chapter 9

পড়া আর শেখা

 

১.  “Paper” শব্দটির উৎস কী?
উত্তর: “Paper” শব্দটি এসেছে “Papyrus” শব্দ থেকে।

২. প্যাপিরাস কী?
উত্তর: প্রাচীন যুগে গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার ওপর লেখা হত। সেই শুকনো ছিলাকে প্যাপিরাস বলা হয়।

৩. পৃথিবীতে প্রথম কাগজ তৈরি হয়েছিল কোথায়?
উত্তর: প্রথম কাগজ তৈরি হয়েছিল চীনে।

৪. পুথি বলতে কী বোঝায়?
উত্তর: প্রাচীন ভারতে তালপাতায় হাতে লেখা বইকে পুথি বলা হত।

৫. বই না থাকার সময়ে মানুষ কীভাবে জ্ঞান অর্জন করত?
উত্তর: সেই সময় মানুষ মুখে মুখে শুনে শুনে শিক্ষা গ্রহণ করত এবং তা মনে রাখত।

WB Class 5 Amader Poribesh Chapter 9

প্রাকৃতিক দুর্যোগঃ সুনামি, আয়লা

 

১. ঝড় কোন অঞ্চলে বেশি ভয়ংকর হয়?
উত্তর: সমুদ্রতীরবর্তী অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি হয়।

২. পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল?
উত্তর: ২০০৯ সালে।

৩. আয়লায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়।

৪. সুনামি কী?
উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট বিশালাকার জলোচ্ছ্বাসকে সুনামি বলা হয়।

৫. সুনামি কবে হয়েছিল?
উত্তর: ২০০৪ সালে ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি হয়েছিল।

৬. সুনামিতে ভারতের কোন রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: তামিলনাড়ু রাজ্য।

৭. সুনামির সময় তামিলনাড়ু উপকূলে জলের উচ্চতা কত ছিল?
উত্তর: প্রায় ১২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছিল।

৮. “Tsunami” শব্দের আক্ষরিক অর্থ কী?
উত্তর: জাপানি ভাষায় “Tsu” মানে বন্দর এবং “nami” মানে ঢেউ।

WB Class 5 Amader Poribesh Chapter 9

WB Class 5 Amader Poribesh Chapter 9
WB Class 5 Amader Poribesh Chapter 9

সংক্ষিপ্ত টীকা

 

১. টীকাসুনামি
উত্তর: “সুনামি” জাপানি শব্দ, যার অর্থ “বন্দরের ঢেউ”। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে বিশাল ঢেউ সৃষ্টি হয়, সেটিকেই সুনামি বলা হয়। ২০০৪ সালে ভারত মহাসাগরের ভয়াবহ সুনামিতে তামিলনাড়ু ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

২.  টীকাআয়লা
উত্তর: ২০০৯ সালের ২৫ মে বঙ্গোপসাগর থেকে উৎপন্ন ভয়াবহ ঘূর্ণিঝড় “আয়লা” পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে তাণ্ডব চালায়। এতে বহু ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 9

প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হড়পা বান

 

১. ভূমিকম্পের ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে?
উত্তর:
ভূমিকম্পের সময় অনেক ভবন ও বাড়িঘর ভেঙে পড়ে, ফলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়।
রাস্তাঘাটে ফাটল ধরে ধস নামতে পারে।
এছাড়াও, সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে যা উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ক্ষতি ঘটায়।

২. ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মানুষ সাধারণত কেমন বাড়িতে থাকেন?
উত্তর: তারা সাধারণত কাঠের তৈরি হালকা ও নমনীয় বাড়িতে বসবাস করেন।

৪. কেন ভূমিকম্পপ্রবণ অঞ্চলে কাঠের বাড়ি তৈরি করা হয়?
উত্তর:

১. কাঠের বাড়ি কম ক্ষতিগ্রস্ত হয়।

২. ভাঙলেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা কম থাকে।

৩. কাঠ হালকা ও নমনীয় হওয়ায় কম্পনে সহজে টিকে যায়।

৫.ভূমিকম্পের দেশকাকে বলা হয়?
উত্তর: জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়, কারণ সেখানে ঘন ঘন ভূমিকম্প ঘটে।

৬. ভূমিকম্পের সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত?
উত্তর:

১. ঘরের ভিতর থেকে খোলা জায়গায় চলে আসা উচিত।

২. বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে।

৩. লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে।

৪. গ্যাস, মোমবাতি বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে।

৭. হড়পা বান সাধারণত কোথায় বেশি দেখা যায়?
উত্তর: পার্বত্য অঞ্চলের নদীগুলিতে হড়পা বান বেশি দেখা যায়।

৮. ভারতের কোন কোন জায়গায় হড়পা বান ঘটে?
উত্তর: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জলপাইগুড়ি ও পুরুলিয়া প্রভৃতি জায়গায় হড়পা বান হয়।

৯. হড়পা বান কী?
উত্তর: পাহাড়ি অঞ্চলের নদীগুলির তলদেশে পাথর ও নুড়ি জমে নদী অগভীর হয়ে যায়। ফলে বৃষ্টি হলে নদী অতিরিক্ত জল ধারণ করতে না পেরে দুকূল ছাপিয়ে দ্রুত নেমে আসে। এই আকস্মিক প্রবল জলোচ্ছ্বাসকেই হড়পা বান বলা হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 9

পূর্বাভাস

 

১. আবহাওয়া বলতে কী বোঝায়?
উত্তর: কোনো স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্নতার সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলা হয়।

২. আবহাওয়ার পূর্বাভাস কী?
উত্তর: কোনো স্থানের ঝড়, বৃষ্টি, আর্দ্রতা, তাপমাত্রা বা বায়ুর গতিবেগ সম্পর্কিত আগাম তথ্য প্রদানকেই আবহাওয়ার পূর্বাভাস বলে।

৩. আবহাওয়া বিজ্ঞান কী?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন ও তার কারণ নিয়ে গবেষণা করা হয়, তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 9

বিজ্ঞান প্রজেক্ট কিট

 

১. কে প্রায় ৫০০ বছর আগে টেলিস্কোপ আবিষ্কার করেন?
উত্তর: ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রায় ৫০০ বছর আগে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন।

২. চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে।

৩. পরিবেশ দূষণের কারণে সূর্য বা চাঁদের গ্রহণের দিন বদলায় না কেন?
উত্তর: সূর্য ও চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে। তাই পৃথিবীর পরিবেশ দূষণের কোনো প্রভাব তাদের ওপর পড়ে না, ফলে গ্রহণের দিনও অপরিবর্তিত থাকে।

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 6  Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 7 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 8 Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index