wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 8

WB Class 5 Amader Poribesh Chapter 8 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণীর

আমাদের পরিবেশ

অষ্টম অধ্যায়

পরিবেশ পরিবহন

 

WB Class 5 Amader Poribesh Chapter 8 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায়ের  (পরিবেশ ও পরিবহন) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

 চলাফেরার সেকাল একাল WB Class 5 Amader Poribesh Chapter 8

 

১. অতীতে মানুষ কোন কোন পশুকে পরিবহনের কাজে ব্যবহার করত?
উত্তর: প্রাচীনকালে মানুষ গরু, ঘোড়া, হাতি, উট ও গাধার মতো পশু ব্যবহার করত মালপত্র ও মানুষ পরিবহনের কাজে।

২. কলকাতায় প্রথম রিকশা চালু হয় কবে?
উত্তর: কলকাতায় প্রথম রিকশা চালু হয় ১৯০০ খ্রিস্টাব্দে।

৩. কলকাতায় রিকশায় মানুষ ওঠা বা যাত্রী পরিবহন শুরু হয় কবে?
উত্তর: ১৯১৪ খ্রিস্টাব্দে কলকাতায় রিকশায় মানুষ পরিবহন শুরু হয়।

নদীর উপর ভেসে চলা

১. মানুষ প্রথমে কীভাবে নদীর জল পেরোত?
উত্তর: প্রথমে মানুষ গাছের গুঁড়ি বা বাঁশের ভেলা তৈরি করে জলের উপর দিয়ে চলাচল করত।

২. পানসি বলতে কী বোঝায়?
উত্তর: পানসি হল একধরনের হালকা, লম্বাট নৌকা যাতে পাল খাটানো থাকে। বাতাসে পাল ফুলে উঠলে পানসি নৌকা খুব দ্রুতগামী হয়।

৩. হাল কী কাজ করে?
উত্তর: হাল হল নৌকার কাঠের দণ্ড যা দিয়ে নৌকার দিক নিয়ন্ত্রণ করা হয়।

৪. পাল কীভাবে নৌকাকে সাহায্য করে?
উত্তর: নৌকার উপর লাগানো কাপড় বা পাল বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায় এবং গতি বাড়ায়।

৫. খেয়া নৌকা কীভাবে চলে?
উত্তর: খেয়া নৌকা দাঁড় টেনে চালানো হয়।

৬. দাঁড় বলতে কী বোঝায়?
উত্তর: দাঁড় হল বাঁশের মাথায় লাগানো চওড়া কাঠের দণ্ড, যা জলে টেনে দিলে নৌকা সামনে এগিয়ে যায়।

৭. পালতোলা নৌকায় হাল শক্তভাবে ধরতে হয় কেন?
উত্তর: হাল ঠিকভাবে না ধরলে নৌকা উল্টে যেতে পারে বা পথভ্রষ্ট হতে পারে, তাই হাল শক্তভাবে ধরা প্রয়োজন।

৮. ডিজেল ইঞ্জিনে চলে এমন দুটি জলযানের নাম লেখো।
উত্তর: স্টিমার ও ভুটভুটি ডিজেল ইঞ্জিনে চলে।

৯. স্টিমার বা ভুটভুটি দ্রুত চলার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: এসব জলযানে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে, যা গতি বাড়ায়।

১০. ইঞ্জিনচালিত নৌকায় পাল বা দাঁড় না থাকলেও হাল কেন থাকে?
উত্তর: নৌকা চলার সময় সঠিক দিক বজায় রাখতে হাল প্রয়োজন হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 8

WB Class 5 Amader Poribesh Chapter 8
WB Class 5 Amader Poribesh Chapter 8

তোমার এলাকার যানবাহন

 

১. পালকিতে করে একজন মানুষকে নিয়ে যেতে কয়জন লাগে?
উত্তর: পালকি বহনের জন্য ৪ জন মানুষ লাগে।

২. দুটি পরিবেশবান্ধব যানবাহনের নাম লেখো।
উত্তর: সাইকেল ও রিকশা পরিবেশবান্ধব যানবাহন।

৩. কোন ধরনের রাস্তায় সাইকেল চলতে পারে?
উত্তর: সাইকেল প্রায় সব ধরনের রাস্তা দিয়েই চলাচল করতে পারে।

৪. কোন ধরনের গাড়ি পরিবেশ দূষণ করে না?
উত্তর: বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) গাড়ি পরিবেশে দূষণ সৃষ্টি করে না।

৫. বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানবাহনের নাম লেখো।
উত্তর: ইলেকট্রিক ট্রেন ও ট্রাম বিদ্যুৎ শক্তিতে চলে।

৬. গাড়ির তেল বা মোবিল পরিবেশের কী ক্ষতি করে?
উত্তর: রাস্তায় পড়ে থাকা তেল বৃষ্টির জলে ধুয়ে মাটিতে ও জলে মিশে যায়। এতে মাটির উর্বরতা কমে ও মাছের ক্ষতি হয়।

৭. গাড়ির ধুলো গাছের কী ক্ষতি করে?
উত্তর: গাছের পাতায় ধুলো জমে গেলে পাতা কালো হয়ে যায় এবং তা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না।

৮. সাইকেলকে পরিবেশবান্ধব যানবাহন বলা হয় কেন?
উত্তর:
১. সাইকেল চালালে বায়ুদূষণ হয় না।
২. পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয় না।
৩. প্রায় সব রাস্তায় সহজে চালানো যায়।

৯. রাস্তা পারাপারের সময় কোথা দিয়ে হাঁটা উচিত?
উত্তর: সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত।

১০. জেব্রা ক্রসিং কী?
উত্তর: রাস্তায় সাদা-কালো ডোরা দাগযুক্ত অংশটি জেব্রা ক্রসিং। এটি পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের চিহ্ন।

WB Class 5 Amader Poribesh Chapter 8

১১. ফুটব্রিজ কী?
উত্তর: ব্যস্ত রাস্তায় হাঁটাচলা নিষিদ্ধ হলে রাস্তার উপর দিয়ে যে ব্রিজ তৈরি করা হয়, তাকে ফুটব্রিজ বলে।

১২. সাবওয়ে কী?
উত্তর: ব্যস্ত রাস্তায় নিরাপদ পারাপারের জন্য রাস্তার নিচে তৈরি সুড়ঙ্গপথকে সাবওয়ে বলে।

১৩. বাইক চালানোর সময় কেমন হেলমেট ব্যবহার করা উচিত?
উত্তর: বাইক চালানোর সময় ISI মার্কা হেলমেট পরা উচিত।

১৪. বাইক চালানোর নতুন আইন কী?
উত্তর: “নো হেলমেট, নো ফুয়েল” — অর্থাৎ হেলমেট না থাকলে পেট্রোল দেওয়া হবে না।

১৫. ড্রাইভিং লাইসেন্স কী?
উত্তর: গাড়ি চালানো শেখার পর পরীক্ষায় পাস করলে সরকার অনুমতি দেয়, সেই ছাড়পত্রকেই ড্রাইভিং লাইসেন্স বলে।

১৬. পথ নিরাপত্তার স্লোগান লেখো।
উত্তর: “সাবধানে চালাও, জীবন বাঁচাও” বা “Safe Drive, Save Life।”

১৭. একটানা গাড়ি চালানো ঠিক নয় কেন?
উত্তর:দীর্ঘক্ষণ গাড়ি চালালে ক্লান্তি ও ঘুম চলে আসে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই বিরতি নেওয়া জরুরি।

WB Class 5 Amader Poribesh Chapter 8

WB Class 5 Amader Poribesh Chapter 8
WB Class 5 Amader Poribesh Chapter 8

কু ঝিক ঝিক

 

১. বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হল কীসের মাধ্যমে?
উত্তর:ট্রেন চলাচলের মাধ্যমে মানুষের যোগাযোগ সহজ হয়েছে।

২. একটি ট্রেনে কতজন যাত্রী উঠতে পারে?
উত্তর:প্রায় ত্রিশ থেকে চল্লিশজন যাত্রী একটি বগিতে উঠতে পারে।

৩. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়?
উত্তর:১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়।

৪. পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর:১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।

৫. সরু লাইনের ট্রেন লাইন থেকে পড়ে যায় না কেন?
উত্তর:ট্রেনের চাকায় ভিতর দিকে খাঁজ থাকে, তাই ট্রেন লাইন থেকে সরে যায় না।

৬. স্টিম ইঞ্জিনে কীভাবে ট্রেন চলত?
উত্তর:কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হত। সেই বাষ্পের চাপ পিস্টন ঘুরিয়ে চাকা চালাত।

৭. ট্রেন চলার ফলে কী কী সুবিধা হয়েছে?
উত্তর:
১. অনেক মানুষ একসঙ্গে যাতায়াত করতে পারে।
২. মালপত্র সহজে পরিবহন করা যায়।
৩. কম খরচে দূরপথে যাওয়া যায়।
৪. নানা অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক বাড়ে।

 ৮. পথের পাঁচালীবইটির লেখক কে?
উত্তর:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

 ৯. পথের পাঁচালীসিনেমাটি কে নির্মাণ করেন?
উত্তর:সত্যজিৎ রায়।

১০. পথের পাঁচালী সিনেমার প্রধান চরিত্র কারা?
উত্তর:অপু ও দুর্গা।

১১. পৃথিবীর প্রথম সিনেমা কী নিয়ে তৈরি হয়েছিল?
উত্তর:ট্রেন নিয়ে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম সিনেমা।

WB Class 5 Amader Poribesh Chapter 8

 

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 6  Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 7 Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index