wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 7

WB Class 5 Amader Poribesh Chapter 7 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণী

আমাদের পরিবেশ

সপ্তম অধ্যায়

পরিবেশ, খনিজ ও শক্তিসম্পদ

 

WB Class 5 Amader Poribesh Chapter 7 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায়ের  (পরিবেশ, খনিজ ও শক্তিসম্পদ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

এক কথায় উত্তর লেখ  WB Class 5 Amader Poribesh Chapter 7

১.পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম লেখ।
উত্তর: কয়লা।

২.কয়লার বেশিরভাগ অংশকে কী বলা হয়?
উত্তর: কার্বন।

৩.কয়লা কিভাবে তৈরি হয়?
উত্তর: গাছপালা বহু হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে কয়লায় পরিণত হয়।

৪.পশুপাখি, গাছপালা সবকিছুর প্রধান উপাদান কী?
উত্তর: কার্বন।

৫.একটি বিষাক্ত গ্যাসের নাম লেখ।
উত্তর: কার্বন মনোক্সাইড।

৬.অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের জন্য হয়ে থাকে?
উত্তর: কার্বন অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের জন্য।

৭.কোন কয়লার আগুন রান্নার কাজে লাগে?
উত্তর: কম কার্বনযুক্ত কয়লা।

৮.পেট্রোলিয়াম থেকে কী তৈরি হয়?
উত্তর: পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি।

৯.কয়লাকে কী বলা হয়?
উত্তর: জীবাশ্ম জ্বালানি।

 ১০.পেট্রোলিয়াম কোথা থেকে পাওয়া যায়?
উত্তর: প্রাণীর দেহ থেকে।

১২.ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত?
উত্তর: ঝালং।

১২.সোলার প্যানেল দিয়ে কী তৈরি করা হয়?
উত্তর: বিদ্যুৎ শক্তি।

১৩.কয়েকটি প্রচলিত শক্তির উদাহরণ লেখ।
উত্তর: জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম ও কয়লা।

১৪.অপ্রচলিত শক্তির একটি উদাহরণ লেখ।
উত্তর: সৌর শক্তি।

১৫.রোদের ব্যবহার করে রান্না করার যন্ত্র কী নামে পরিচিত?
উত্তর: সোলার কুকার।

১৬. জৈব গ্যাস কীভাবে তৈরি হয়?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর পচা বর্জ্য থেকে জৈব গ্যাস তৈরি হয়।

১৭.একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখ।
উত্তর: রানীগঞ্জ।

১৮.আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে অবস্থিত?
উত্তর: প্রায় ১০০ মিটার উঁচুতে।

১৯. জলন্ত কাঠ জল দিয়ে নেভালে কী তৈরি হয়?
উত্তর: কাঠ কয়লা।

২০.কাঠ কয়লা দিয়ে কী বানানো হয়?
উত্তর: তুবড়ি।

WB Class 5 Amader Poribesh Chapter 7

২১.কালো হীরে কাকে বলে?
উত্তর: কয়লাকে।

২২.কয়লার ধোঁয়ায় শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: চোখ।

২৩.খনি অঞ্চলে প্রায় কী ধরনের দুর্যোগ দেখা যায়?
উত্তর: ধস।

২৪.কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলি কী দিয়ে ভরাট করা হয়?
উত্তর: বাড়ি (মাটি বা পাথর দিয়ে)।

২৫.গুল কিভাবে তৈরি করা হয়?
উত্তর: কয়লার গুড়োর সঙ্গে মাটি মিশিয়ে।

২৬. পেট্রোলিয়ামের বাংলা অর্থ কী?
উত্তর: খনিজ তেল।

২৭.কয়লার চারটি উপজাত দ্রব্যের নাম লেখ।
উত্তর: আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন, পিচ।

২৮.পেট্রোলিয়াম কেমন দেখতে হয়?
উত্তর: থকথকে কাদার মতো।

২৯.সাদা কয়লা কাকে বলে?
উত্তর: জলবিদ্যুৎকে।

৩০.বিদ্যুৎকেন্দ্রের মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কী?
উত্তর: টারবাইন।

WB Class 5 Amader Poribesh Chapter 7

৩১.পৃথিবীর সকল শক্তির উৎস কী?
উত্তর: সূর্য।

৩২.সোলার লাইট কী?
উত্তর: সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বলে, তাকে সোলার লাইট বলে।

৩৩.সোলার কুকার কাকে বলে?
উত্তর: সূর্যের তাপ ধরে রেখে রান্না করার যন্ত্রকে সোলার কুকার বলে।

৩৪.জৈব গ্যাস শক্তি কী?
উত্তর: পচা জৈব পদার্থ থেকে উৎপাদিত গ্যাস শক্তিকে জৈব গ্যাস শক্তি বলে।

৩৫.পেট্রোলিয়ামের চারটি উপজাত দ্রব্যের নাম লেখ।
উত্তর: পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভ্যাসলিন।

WB Class 5 Amader Poribesh Chapter 7
WB Class 5 Amader Poribesh Chapter 7

 অতি সংক্ষেপে উত্তর লেখ 

১. কয়লা খনির মধ্যে আলোর যদি কম হয় কেন?
উত্তর: কয়লা কালো রঙের হওয়ায় আলোকে শোষণ করে নেয়। খনির মেঝে, দেওয়াল ও ছাদে সব দিকেই কালো কয়লা থাকায় ইলেকট্রিক আলোর রশ্মি শোষিত হয়ে যায়, ফলে আলো কম দেখায়।

২. খনি অঞ্চলে ধস নামার কারণ কী?
উত্তর: খনি থেকে অতিরিক্ত খনিজ সম্পদ তোলা হলে নিচের অংশ ফাঁকা হয়ে যায়। ফলে উপরের মাটি কোনো অবলম্বন না পেয়ে ধসে পড়ে।

৩.খনি অঞ্চলে গাছ লাগানো উচিত কেন?
উত্তর: গাছের শিকড় মাটির নিচে জালের মতো ছড়িয়ে পড়ে এবং মাটিকে শক্তভাবে ধরে রাখে। এতে ভূমিধস রোধ হয় ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

৪. কয়লার দুটি ব্যবহার লেখো।
উত্তর:
(ক) রান্নার কাজে ব্যবহার হয়।
(খ) লৌহ-ইস্পাত শিল্পে লোহা গলানোর কাজে ব্যবহৃত হয়।

৫.জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়?
উত্তর: পাহাড়ি নদীর প্রবল স্রোতে টারবাইন ঘোরানো হয়। টারবাইনের ঘূর্ণনের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।

৬.সৌর বিদ্যুৎ কাকে বলে?
উত্তর: সূর্যের আলো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে তাকে সৌর বিদ্যুৎ বলে।

৭.সৌর বিদ্যুৎ কী কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর:
(ক) সোলার লাইট জ্বালাতে।
(খ) সোলার কুকারে রান্না করতে।
(গ) শীতকালে ঘর গরম রাখতে সোলার হিটার চালাতে।

৮.প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ লেখ।
উত্তর: যে সব শক্তির উৎস মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, সেগুলিকে প্রচলিত শক্তি বলে। যেমন — কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস।

৯.প্রচলিত শক্তির দুটি সুবিধা লেখ।
উত্তর:
(ক) প্রচলিত শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি।
(খ) এর প্রাথমিক উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম।

১০.অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ লেখ।
উত্তর: যেসব শক্তির উৎস আগে ব্যবহৃত হয়নি বা অল্প ব্যবহৃত হয়, সেগুলিকে অপ্রচলিত শক্তি বলে। যেমন — সৌর শক্তি, বায়ু শক্তি।

WB Class 5 Amader Poribesh Chapter 7

WB Class 5 Amader Poribesh Chapter 7
WB Class 5 Amader Poribesh Chapter 7

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কয়লা বা পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়?
উত্তর: প্রাচীন কালে ভূমিকম্পে অনেক উদ্ভিদ ও প্রাণী মাটির নিচে চাপা পড়ে। বহু বছর তাপ ও চাপে তাদের দেহ পরিবর্তিত হয়ে কয়লা ও পেট্রোলিয়ামে পরিণত হয়।

২. কয়লার ধোঁয়া থেকে কীভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়?
উত্তর: কয়লার ধোঁয়ায় সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড থাকে। এই গ্যাসগুলি বাতাসের জলের বাষ্পের সাথে মিশে অ্যাসিড তৈরি করে যা বৃষ্টির সাথে নেমে আসে।

৩. জলচক্র কাকে বলে?
উত্তর: সূর্যের তাপে জল বাষ্পে রূপান্তরিত হয়ে মেঘ হয়, তারপর বৃষ্টি হয়ে আবার নদী-সমুদ্রে ফিরে যায়। এইভাবে জল পৃথিবীতে এক চক্রে ঘুরে বেড়ায়, একে জলচক্র বলে।

৪. প্রচলিত শক্তির তিনটি অসুবিধা লেখ।
উত্তর:
(ক) পরিবেশ দূষণ ঘটে।
(খ) উৎপাদন ব্যয় বেশি।
(গ) এটি সীমিত, তাই একদিন ফুরিয়ে যাবে।

৫. অপ্রচলিত শক্তির তিনটি অসুবিধা লেখ।
উত্তর:
(ক) উন্নত প্রযুক্তির প্রয়োজন।
(খ) উৎপাদন ক্ষমতা কম।
(গ) প্রাথমিক ব্যয় অনেক বেশি।

WB Class 5 Amader Poribesh Chapter 7

 

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 6  Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index