wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 6

WB Class 5 Amader Poribesh Chapter 6 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণী

আমাদের পরিবেশ

ষষ্ঠ অধ্যায়

পরিবেশ বনভূমি

 

WB Class 5 Amader Poribesh Chapter 6 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের  (পরিবেশ ও বনভূমি) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

বনে থাকে বাঘ  WB Class 5 Amader Poribesh Chapter 6

 

. বনে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর: বাঘ, চিতাবাঘ, হাতি, শেয়াল, খরগোশ, কালো ভাল্লুক, লাল পাণ্ডা, বুনো শুয়োর, হরিণ, মেছো বিড়াল, বনবিড়াল, কাঠবিড়ালি প্রভৃতি। বন সংলগ্ন নদীতে কুমির ও কামটও দেখা যায়।

. বন থেকে পাওয়া যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর: শাল, সেগুন, পলাশ, রডোডেনড্রন, ইউক্যালিপটাস, রাধাচূড়া, ফার, ওক, সুন্দরী, গরান, হেতাল, চাঁপ, চিলোনি, লালি প্রভৃতি।

. বন থেকে কোন প্রাণী মানুষের ঘরবাড়ি ফসল নষ্ট করে দেয়?
উত্তর: হাতি।

. বনে কোন কোন পতঙ্গ দেখা যায়?
উত্তর: প্রজাপতি, মৌমাছি।

. পাইন রডোডেনড্রন গাছ কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: পাহাড়ি বা পার্বত্য অঞ্চলের বনে।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 

বন থেকে কি কি পাই

 

. বন থেকে আমরা কি কি পাই?
উত্তর: অক্সিজেন, আসবাবপত্রের কাঠ, জ্বালানির কাঠ, মশলা, মধু, মোম, কাগজ, রবার, দড়ি, ভেষজ ওষুধ প্রভৃতি।

. ওষুধ তৈরির গাছের নাম লেখো।
উত্তর: সিঙ্কোনা, সর্পগন্ধা, বাসক, কালমেঘ।

. দুটি লম্বা গাছের নাম লেখো।
উত্তর: তাল, নারকেল।

. দুটি গাছের নাম লেখো যারা চারদিকে ছড়িয়ে বড় হয়।
উত্তর: বট, অশ্বত্থ।

. দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো।
উত্তর: কলা, পেঁপে।

. কয়েকটি লতানো গাছের নাম লেখো।
উত্তর: শাঁকালু, কুমড়ো, শিম।

. গাছের ছাল থেকে কী পাওয়া যায়?
উত্তর: মশলা, ওষুধ, দড়ির আঁশ।

. গাছের কোন অংশ দিয়ে থালাবাটি তৈরি হয়?
উত্তর: পাতা দিয়ে।

. দড়ি তৈরিতে ব্যবহৃত দুটি গাছের নাম লেখো।
উত্তর: নারকেল, পাট।

১০. আসবাবপত্র তৈরির কাঠ পাওয়া যায় এমন গাছের নাম লেখো।
উত্তর: শাল, সেগুন।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 

হারিয়ে যাওয়া বন আর নতুন বন

 

. আগেকার দিনে কোন বন রাজারা নিজেদের দখলে রাখত?
উত্তর: হাতিবন।

. হাতি বনগুলিকে গুরুত্ব দেওয়া হত কেন?
উত্তর: রাজারা যুদ্ধ ও সেনাবাহিনীর কাজে হাতি ব্যবহার করতেন, তাই হাতিবনগুলিকে গুরুত্ব দিতেন।

. রাজারা বনের উপর কড়া নজর রাখত কেন?
উত্তর: বনে মূল্যবান কাঠ ও হাতি পাওয়া যেত, তাই রাজারা নজর রাখতেন।

. বন্যপশুরা লোকালয়ে আসে কেন?
উত্তর: গাছ কাটার ফলে বনের পরিমাণ কমে খাদ্যের অভাব হয়, তাই তারা লোকালয়ে আসে।

. বন্যপ্রাণীরা কখন আক্রমণ করে?
উত্তর: খাদ্যের অভাব হলে বা আত্মরক্ষার জন্য।

. অরণ্য সপ্তাহ কেন পালন করা উচিত?
উত্তর: গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা ও সচেতনতা বাড়ানোর জন্য।

. বন হারিয়ে যাওয়ার কারণ লেখো।
উত্তর:
• ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণ
• চাষবাসের জন্য জমি তৈরি
• নির্বিচারে গাছ কাটা

. বন কমে গেলে কী অসুবিধা হয়?
উত্তর: অক্সিজেন কমে, মাটির ক্ষয় হয়, বৃষ্টি কমে, প্রাণীরা বাসস্থান হারায়, দূষণ বাড়ে।

. বন পরিবেশের ভারসাম্য কীভাবে রাখে?
উত্তর: গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে ভারসাম্য রক্ষা করে।

১০. বনভূমি কীভাবে রক্ষা করা যায়?
উত্তর: গাছ কাটা বন্ধ করতে হবে, নতুন গাছ লাগাতে হবে।

১১. সমাজভিত্তিক বন কাকে বলে?
উত্তর:  পতিত জমিতে সমাজকল্যাণের জন্য গাছ লাগানো হলে তাকে সমাজভিত্তিক বন বলে।

১২. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ জুন।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 

বেড়াতে গিয়ে বন দেখা

 

. বিশালাক্ষীর আমবাগানে কতগুলি আমগাছ আছে?
উত্তর: প্রায় ২ হাজার আমগাছ আছে।

. বিশালাক্ষী আমবাগানের গাছগুলি কত বছরের পুরানো?
উত্তর: প্রায় তিন-চারশো বছরের পুরানো।

. আমের ব্যাপারীরা কার কাছ থেকে গাছ জমা নেয়?
উত্তর: পঞ্চায়েতের কাছ থেকে।

. মাজার মানে কী?
উত্তর: পিরসাহেবের কবরস্থান।

. দৌলত মাজারের বনে কী কী গাছ আছে?
উত্তর:  শাল, শিশু, গামার প্রভৃতি গাছ।

. দৌলত মাজারের বনে গাছ কাটা নিষিদ্ধ কেন?
উত্তর: কারণ সেখানে মাজার আছে।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 

নিজের দেখা বনখণ্ড

 

. সামাজিক বনসৃজন কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট বনসীমার বাইরে পতিত বা অব্যবহৃত জমিতে গাছ লাগিয়ে বন তৈরি করাকে সামাজিক বনসৃজন বলে।

. সামাজিক বনসৃজনে লাগানো হয় এমন কয়েকটি গাছের নাম লেখো।
উত্তর: শাল, সেগুন, মেহগনি, ইউক্যালিপটাস, দেবদারু।

. সামাজিক বনসৃজনের ক্ষেত্রে কোন কোন জায়গার জমি ব্যবহার করা হয়?
উত্তর: রাস্তা ও রেললাইনের পাশের জমি, পুকুর বা নদীর ধার, বিদ্যালয় বা কারখানার সংলগ্ন জমি।

 

বন্যপ্রাণী সুরক্ষা

 

. ‘বনে থাকে বাঘকবিতাটি কে লিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

. বর্তমানে দেশে বাঘের সংখ্যা কত?
উত্তর: দুই হাজারের কম।

. কোন বাঘের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: ডোরাকাটা বাঘের।

. মানুষ বাঘ মারত কেন? অথবা বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কী?
উত্তর:
• আত্মরক্ষার জন্য ও বীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে মানুষ বাঘ মারত।
• কেউ কেউ বাঘের চামড়া ও দাঁতের জন্যও বাঘ মারত।
• বনভূমি ধ্বংসের ফলে বাঘের খাদ্য ও বাসস্থানের অভাবে সংখ্যাও কমে গেছে।

. বাঘ বিলুপ্ত হলে পরিবেশের কী ক্ষতি হবে?
উত্তর: বাঘ না থাকলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যাবে, গাছপালা কমে যাবে, বনবাস্তুতন্ত্র নষ্ট হবে এবং মানুষ নির্বিচারে গাছ কাটবে।

. দুটি অবলুপ্ত পাখির নাম লেখো।
উত্তর:  ডোডো পাখি, হুইয়া পাখি।

. পালকের জন্য মানুষ কোন পাখিকে মেরেছে?
উত্তর:  হুইয়া পাখি।

. মানুষ গণ্ডার মারে কেন?
উত্তর:  গণ্ডারের খড়গের জন্য।

. মানুষ হাতি মারে কেন?
উত্তর:  হাতির মূল্যবান দাঁতের জন্য।

১০. বন্যপ্রাণ সপ্তাহ কখন পালিত হয়?
উত্তর:  প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।

১১. অরণ্য সপ্তাহ কখন পালিত হয়?
উত্তর:  প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে।

১২. বন্যপ্রাণীদের অবলুপ্তির কারণ কী?
উত্তর:

  • বনভূমি ধ্বংসে বাসস্থান হারানো।
    • খাদ্যের অভাব।
    • চোরা শিকার।

১৩. বন্যপ্রাণীদের রক্ষা করার উপায় কী?
উত্তর:
• অভয়ারণ্য ও জাতীয় উদ্যান স্থাপন করা।
• চোরা শিকার রোধে কঠোর আইন করা।
• লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করা।

WB Class 5 Amader Poribesh Chapter 6

পরিবেশ, খনিজ ও শক্তিসম্পদ — তা সে যতই কালো হোক

 

. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি?
উত্তর:  কয়লা।

. কয়লাখনির দুটি অঞ্চল কোথায়?
উত্তর: বর্ধমান জেলার রাণীগঞ্জ ও আসানসোল।

. আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে?
উত্তর: প্রায় ১০০ মিটার।

. কয়লাখনিতে আলোর জ্যোতি কম হয় কেন?
উত্তর: কয়লার কালো রং আলো শোষণ করে নেয়, তাই আলোর উজ্জ্বলতা কম হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 6

কেমন করে হল কালো

 

. আসানসোলরাণীগঞ্জ কয়লাখনি অঞ্চলের আয়তন কত?
উত্তর: প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার।

. জ্বলন্ত কাঠ জল দিয়ে নেভালে কী তৈরি হয়?
উত্তর: কাঠকয়লা।

. কাঠকয়লা দিয়ে কী বানানো যায়?
উত্তর: তুবড়ি।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 

কালো হিরে কয়লা

 

. কালো হিরে কাকে বলা হয়?
উত্তর: কয়লাকে কালো হিরে বলা হয়।

. কয়লার বেশিরভাগ অংশে কী থাকে?
উত্তর: কার্বন থাকে।

. কোন ধরণের কয়লা পোড়ালে ছাই বেশি হয়?
উত্তর: যে কয়লায় কার্বনের পরিমাণ কম, সেই কয়লা পোড়ালে ছাই বেশি হয়।

. কয়লায় কার্বনের পরিমাণ কমবেশি হয় কেন?
উত্তর: গভীর মাটির নিচে বেশি তাপ ও চাপে দীর্ঘ সময় ধরে যে কয়লা তৈরি হয়, তাতে কার্বনের পরিমাণ বেশি থাকে।
কম গভীরে কম সময় ধরে তৈরি কয়লায় কার্বন কম থাকে।

. কয়লা পুড়লে কী সৃষ্টি হয়?
উত্তর:  প্রচণ্ড তাপের সঙ্গে সামান্য ধোঁয়া ও ছাই উৎপন্ন হয়।

. কয়লা বা পেট্রোলিয়াম কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: ভূমিকম্পের ফলে মাটির তলায় চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দীর্ঘকাল চাপ ও তাপে পরিবর্তিত হয়ে কয়লা ও পেট্রোলিয়ামে পরিণত হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 6

কয়লার ধোঁয়া : দূষণ

 

. কয়লার ধোঁয়ায় থাকা চারটি গ্যাসের নাম লেখো।
উত্তর: সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড।

. কয়লার ধোঁয়ায় সবচেয়ে বিপজ্জনক গ্যাস কোনটি?
উত্তর: কার্বন মনোঅক্সাইড।

. শরীরের কোন অঙ্গ  কয়লার ধোঁয়াতে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর:  চোখ।

. কয়লার ধোঁয়া থেকে অ্যাসিড বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: কয়লার ধোঁয়ার বিষাক্ত গ্যাস বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে বিভিন্ন অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বলে।

. অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো।
উত্তর:
• চুনাপাথর ও মার্বেল সৌধ ক্ষয়প্রাপ্ত হয়।
• ত্বকের রোগ ও স্টোন ক্যানসার দেখা দেয়।
• গাছের পাতা নষ্ট হয় ও মাটির উর্বরতা কমে যায়।

WB Class 5 Amader Poribesh Chapter 6

ধস না নামে যেন

 

. খনি অঞ্চলে প্রায়ই কী দুর্যোগ দেখা যায়?
উত্তর: ধস।

. কয়লা তোলার পর খনির ফাঁকা জায়গা কী দিয়ে ভরাট করতে হয়?
উত্তর: বালি দিয়ে।

. খনি অঞ্চলে ধস নামার কারণ কী?
উত্তর: অতিরিক্ত খনিজ উত্তোলনে নিচের অংশ ফাঁকা হয়ে গেলে উপরের মাটি ধসে পড়ে।

. খনি অঞ্চলে গাছ লাগানো উচিত কেন?
উত্তর: গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রেখে ভূমিধস রোধ করে।

. কয়লাখনি অঞ্চলের ধসের মোকাবিলা কীভাবে সম্ভব?
উত্তর:

  • ফাঁকা জায়গা বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে।
    • খনি সংলগ্ন এলাকায় প্রচুর গাছ লাগাতে হবে।
    • সীমিত পরিমাণ কয়লা উত্তোলন করতে হবে।

WB Class 5 Amader Poribesh Chapter 6

কম-গরম আগুন, বেশি-গরম আগুন

 

. গুল কীভাবে তৈরি হয়?
উত্তর: কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে।

. কোন কয়লার আগুনে গরম বেশি হয়?
উত্তর:  যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে।

. বেশি গরম আগুনের একটি ব্যবহার লেখো।
উত্তর: লৌহ ইস্পাত কারখানায় লোহা গলাতে।

. কম গরম আগুনের একটি ব্যবহার লেখো।
উত্তর: রান্নার কাজে।

WB Class 5 Amader Poribesh Chapter 6

WB Class 5 Amader Poribesh Chapter 6
WB Class 5 Amader Poribesh Chapter 6

পেট্রোলিয়াম কয়লার উপজাত দ্রব্য

 

. পেট্রোলিয়ামের বাংলা অর্থ কী?
উত্তর: খনিজ তেল।

. পেট্রোলিয়াম কেমন দেখতে?
উত্তর: থকথকে কাদার মতো।

. পেট্রোলিয়ামের চারটি উপজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভেসলিন।

. কয়লার চারটি উপজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন, পিচ।

. কয়লার কয়েকটি ব্যবহার লেখো।
উত্তর:
• রান্নার কাজে ব্যবহৃত হয়।
• লৌহ ইস্পাত শিল্পে কাজে লাগে।
• তাপবিদ্যুৎ তৈরিতে ব্যবহার হয়।

. দুটি জ্বালানি খনিজের নাম লেখো।
উত্তর: কয়লা ও খনিজ তেল।

WB Class 5 Amader Poribesh Chapter 6

বেড়াতে গিয়ে বন দেখা

 

১.বিশালাক্ষীর আমবাগানে কতটি আমগাছ রয়েছে?
উত্তর: প্রায় দুই হাজার আমগাছ রয়েছে।

২. গাছগুলির বয়স কত বছরের পুরোনো?
উত্তর: প্রায় তিন থেকে চার শতাব্দী পুরোনো।

৩. আমের ব্যবসায়ীরা গাছের মালিকানা কার কাছ থেকে নেন?
উত্তর: তারা পঞ্চায়েতের কাছ থেকে গাছের জমা নেন।

৪. ‘মাজারবলতে কী বোঝায়?
উত্তর: পিরসাহেবের সমাধিস্থল বা কবরস্থানকে মাজার বলা হয়।

৫. দৌলত মাজারের বনে কোন কোন গাছ পাওয়া যায়?
উত্তর:  শাল, শিশু ও গামার প্রভৃতি গাছ দেখা যায়।

৬. সেখানে গাছ কাটা নিষিদ্ধ কেন?
উত্তর:  কারণ মাজার এলাকার গাছ কাটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 নিজের দেখা বনখণ্ড

 

১. সামাজিক বনসৃজন কাকে বলে?
উত্তর:  নির্দিষ্ট বনভূমির বাইরে পতিত বা অব্যবহৃত জমিতে গাছ লাগিয়ে বনভূমি তৈরির প্রচেষ্টাকে সামাজিক বনসৃজন বলা হয়।

২. সামাজিক বনসৃজনে লাগানো কিছু গাছের নাম লেখো।
উত্তর: শাল, সেগুন, মেহগনি, ইউক্যালিপটাস ও দেবদারু।

৩. কোন কোন জায়গায় সামাজিক বনসৃজন করা হয়?
উত্তর: রাস্তা, রেললাইন, পুকুরের ধারে, বিদ্যালয় বা কারখানার আশেপাশের খালি জমিতে।

 

বন্যপ্রাণী সুরক্ষা

 

১. ‘বনে থাকে বাঘকবিতাটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

২. বর্তমানে দেশে বাঘের সংখ্যা কত?
উত্তর: প্রায় দুই হাজারেরও কম।

৩. কোন বাঘের প্রজাতি সবচেয়ে বেশি দেখা যায়?
উত্তর: ডোরাকাটা বাঘের সংখ্যা সবচেয়ে বেশি।

৪. বাঘের সংখ্যা কেন কমে যাচ্ছে?
উত্তর: মানুষের শিকার, বনভূমি ধ্বংস, খাদ্যের অভাব ও আবাসস্থল নষ্ট হওয়ার কারণে।

৫. বাঘ বিলুপ্ত হলে পরিবেশের কী ক্ষতি হবে?
উত্তর: তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গিয়ে বনের গাছপালা কমে যাবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।

৬. দুটি অবলুপ্ত পাখির নাম লেখো।
উত্তর: ডোডো ও হুইয়া পাখি।

৭. কোন পাখিকে পালকের জন্য মানুষ মেরেছে?
উত্তর: হুইয়া পাখিকে।

৮. মানুষ গণ্ডার হাতি মারে কেন?
উত্তর: গণ্ডারের খড়গ এবং হাতির দাঁতের জন্য।

৯. বন্যপ্রাণ সপ্তাহ কবে পালিত হয়?
উত্তর: অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।

১০. অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়?
উত্তর: জুলাই মাসের প্রথম সপ্তাহে।

১১. বন্যপ্রাণীদের সংরক্ষণের উপায় কী?
উত্তর: অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন তৈরি ও চোরা শিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন।

WB Class 5 Amader Poribesh Chapter 6

পরিবেশ, খনিজ শক্তিসম্পদ

 

১. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তর: কয়লা।

২. কয়লাখনি অঞ্চল কোথায়?
উত্তর: বর্ধমান জেলার রাণীগঞ্জ ও আসানসোলে।

৩. কয়লা খনিতে আলো কম কেন?
উত্তর: কয়লার কালো রং আলো শোষণ করে নেয়।

৪. কয়লা কীভাবে তৈরি হয়?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘকাল চাপ ও তাপে পরিবর্তিত হয়ে কয়লা ও পেট্রোলিয়ামে পরিণত হয়।

৫. কয়লার ধোঁয়ায় কোন কোন গ্যাস থাকে?
উত্তর: সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড।

৬. অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়?
উত্তর: কয়লার ধোঁয়ায় থাকা গ্যাসগুলো বৃষ্টির জলে মিশে অ্যাসিড সৃষ্টি করে।

৭. অ্যাসিড বৃষ্টির প্রভাব কী?
উত্তর: গাছের পাতা নষ্ট হয়, মাটির উর্বরতা কমে এবং স্থাপত্য ক্ষয় হয়।

৮. খনি অঞ্চলে ধস কেন নামে?
উত্তর: খনিজ উত্তোলনের পর ফাঁকা জায়গা থেকে মাটি নেমে গিয়ে ধস নামে।

৯. ধস প্রতিরোধের উপায় কী?
উত্তর: খনির গর্ত বালি দিয়ে ভরাট ও প্রচুর গাছ লাগানো উচিত।

WB Class 5 Amader Poribesh Chapter 6

 কয়লা খনিজ তেল

 

১. কয়লার উপজাত দ্রব্য কী কী?
উত্তর: আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন ও পিচ।

২. পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য কী কী?
উত্তর: পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভেসলিন।

৩. কয়লার ব্যবহার কোথায় হয়?
উত্তর: রান্না, ইস্পাত শিল্প ও তাপবিদ্যুৎ উৎপাদনে।

WB Class 5 Amader Poribesh Chapter 6

নানাভাবে বিদ্যুৎ

 

১. সাদা কয়লা কাকে বলে?
উত্তর: জলবিদ্যুৎকে।

২. জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়?
উত্তর: পাহাড়ি নদীর জলের স্রোত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে।

৩. সৌরবিদ্যুৎ কীভাবে তৈরি হয়?
উত্তর: সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

৪. সৌরবিদ্যুতের ব্যবহার কী কী?
উত্তর: আলো জ্বালানো, রান্না, ঘর গরম রাখা, জল গরম ও শস্য শুকানো।

৫. প্রচলিত শক্তির উদাহরণ দাও।
উত্তর: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস।

৬. অপ্রচলিত শক্তির উদাহরণ দাও।
উত্তর: সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস শক্তি।

৭. জৈব গ্যাস কীভাবে তৈরি হয়?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর পচা বর্জ্য থেকে।

 

 

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index