wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 5

WB Class 5 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণী
আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায়

পরিবেশ ও উৎপাদন

 

WB Class 5 Amader Poribesh Chapter 5 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র সাজেসন আপলোড করা হয় আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায়ের  (পরিবেশ ও উৎপাদন) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

গুরুত্বপূর্ণ  অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর   WB Class 5 Amader Poribesh Chapter 5

আমাদের কৃষিজ সম্পদঃ ধান

 

১.জমি চষার দুটি আধুনিক যন্ত্রের নাম?
উঃ পাওয়ার টিলার, ট্র্যাক্টর।

২.পাওয়ার টিলার কি?
উঃ ছোট জমি দ্রুত চষার যন্ত্র।

৩.টিলার অর্থ?
উঃ যে চাষ করে।

৪.হারভেস্টার কি এবং এটা দিয়ে কি করা হয়?
উঃ ধান কাটার ও ঝাড়াই করার আধুনিক যন্ত্র। ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখে।

৫.হারভেস্টিং বলতে কি বোঝো?
উঃ ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা।

৬.ধান রোয়া কি?
উঃ কাদামাটিতে ধানের চারা পোঁতা।

WB Class 5 Amader Poribesh Chapter 5

মানুষে টানা লাঙল

 

১.চাষের কাজ প্রথম শুরু হয়েছিল কাদের বুদ্ধিতে?
উঃ মেয়েদের।

২.প্রথম কিসের লাঙল দিয়ে চাষ হত?
উঃ কাঠের লাঙল।

৩.প্রথমে লাঙল কীভাবে টানা হত?
উঃ একজন মানুষ ধরে, অন্যজন টেনে।

৪.কোন পশুকে লাঙল টানার কাজে ব্যবহার করত?
উঃ গোরু, মহিষ, ঘোড়া।

৫.প্রথম চাষের কাজ কীভাবে শুরু হয়েছিল?
উঃ ফল খেয়ে বীজ পড়ে তা থেকে গাছ বেরোতে দেখে শুরু।

WB Class 5 Amader Poribesh Chapter 5

সার ও কীটনাশক

 

১.একটি জৈব সারের নাম?
উঃ গোবর সার।

২.গোবর সার কীভাবে পাওয়া যায়?
উঃ গবাদি পশুর মল পচিয়ে।

৩.গোবর দিলে ফলন বাড়বে কীভাবে বুঝেছিল?
উঃ গোরুর বিশ্রামের জায়গায় লাঙল দিয়ে চাষ করলে বেশি ফলন।

৪.প্রথমে মানুষ লাঙল টানার জন্য কোনো পশু ব্যবহার করেনি কেন?
উঃ কোন পশু পোষ মানবে তা বুঝতে সময় লেগেছিল।

৫.কীটনাশক কি?
উঃ ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ বিনাশের রাসায়নিক পদার্থ।

৬.আগেকালে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হত?
উঃ নিমপাতা।

WB Class 5 Amader Poribesh Chapter 5

চালের দাম ও সবুজ বিপ্লব

 

১.রাসায়নিক সারের ব্যবহার কমতে শুরু করেছে কেন?
উঃ অতিরিক্ত ব্যবহারে জমির উর্বরতা কমে যায়।

২.জমির বন্ধু কারা?
উঃ ছোট পোকামাকড়, কেঁচো, কীটপতঙ্গ।

৩.কিছু অর্থকরী পোকার নাম?
উঃ মৌমাছি, প্রজাপতি, রেশমপোকা।

৪.১৯৬৬ সালে চালের দাম কত গুণ বেড়ে গিয়েছিল?
উঃ চার গুণ।

৫.চালের দাম বৃদ্ধি পাওয়ায় কি খেতে হত?
উঃ যব, মাইলো, ভুট্টা।

৬.সবুজ বিপ্লব কাকে বলে?
উঃ ১৯৬০ খ্রিস্টাব্দে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন।

৭.সবুজ বিপ্লবের কারণ?
উঃ

১.উচ্চফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি

২.রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার

৩.ডিপ টিউবওয়েল জলসেচ

৪.আধুনিক কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার

৮.সবুজ বিপ্লবের কুফল?
উঃ

১.জমির উর্বরতা কমে যায়

২.জমির বন্ধু পোকারা মারা যায়

৩.মাটির নীচে জলের সংকট দেখা দেয়

৯.ফসল উৎপাদন বাড়ানোর পদ্ধতি?
উঃ

১.জৈব ও অণুজীব সার ব্যবহার বৃদ্ধি

২.উচ্চফলনশীল বীজ ব্যবহার

৩.বৃষ্টির জল জমিয়ে সেচে ব্যবহার

WB Class 5 Amader Poribesh Chapter 5

 

আয়-বৃষ্টি ঝেঁপে – ঋতু অনুযায়ী ফসল

 

১.গরমকালে চাষ হওয়া কিছু উদাহরণ?
উঃ পটল, ঝিঙে, ঢ্যাঁড়শ।

২.শীতকালে চাষ হওয়া কিছু উদাহরণ?
উঃ আলু, পেঁয়াজ, বিট, গাজর, টমেটো, বাঁধাকপি, ফুলকপি।

৩.আউশ ধান কাকে বলে?
উঃ গ্রীষ্মকালে উঁচু জমিতে চাষ হওয়া ছোট গাছের ধান। চাষ হয় এপ্রিল-মে।

৪.আমন ধান কাকে বলে?
উঃ বর্ষাকালে জল দাঁড়ায় এমন নিচু জমিতে চাষ হওয়া বড় গাছের ধান। চাষ হয় জুন-জুলাই।

৫.ধান এবং খড় আলাদা করার প্রথাগত পদ্ধতি?
উঃ চেরা বাঁশের ধান ঝাড়ন।

৬.ধান ঝাড়াই কি?
উঃ খড় থেকে ধান আলাদা করা।

৭.ধান সঞ্চয় করার ঘরকে কি বলে?
উঃ ধানের গোলা।

৮.ধাপ চাষ কোন অঞ্চলে হয়?
উঃ পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে।

৯.ধাপ চাষ কি?
উঃ পাহাড়ের ঢালু জমি সিঁড়ির মতো কেটে চাষ করা।

WB Class 5 Amader Poribesh Chapter 5

ওরে বৃষ্টি দূরে যা – দার্জিলিং জেলা কৃষি

 

১.দার্জিলিং জেলার প্রধান ফসল?
উঃ চা।

২.দার্জিলিংয়ে চাষ হওয়া অন্যান্য ফসল?
উঃ চা, স্কোয়াশ, গম, ভুট্টা, আদা, সয়াবিন।

৩.স্কোয়াশ কি?
উঃ পার্বত্য অঞ্চলে চাষ হওয়া সবজি; দেখতে ঝিঙে গাছের মতো, খেতে পেঁপের মতো।

৪.পাহাড়ি অঞ্চলের অতিবৃষ্টির জল কোথায় যায়?
উঃ তিস্তা ও মহানন্দা নদীতে।

৫.দার্জিলিং জেলার ভূমি কেমন?
উঃ ঢালু ও কাঁকুরে; বৃষ্টি হলেও জল জমে না।

WB Class 5 Amader Poribesh Chapter 5

 তরাই ও মালদা – দক্ষিণ দিনাজপুর কৃষি

 

১.তরাই অঞ্চল কি?
উঃ পর্বতের পাদদেশে বিস্তীর্ণ সমতল ভূমি।

২.তরাই অঞ্চলের মাটি কেন উর্বর?
উঃ পাহাড়ি নদীর (তিস্তা, মহানন্দা) পলি জমার কারণে।

৩.তরাই অঞ্চলের কিছু ফসলের নাম?
উঃ ধান, পাট, গম, সবজি, কলা, আনারস, আম, লিচু।

৪.তরাই অঞ্চলে চা চাষ কেন ভালো হয়?
উঃ ঢালু জমি, জল জমে না, শীতল আবহাওয়া।

৫.ফজলি আমের জন্য কোন জেলা বিখ্যাত?
উঃ মালদা জেলা।

৬.মালদা দক্ষিণ দিনাজপুরে রেশমকীট পালনের জন্য কোন গাছের চাষ হয়?
উঃ তুঁত গাছ।

৭.তরাই অঞ্চলের কৃষি সম্পর্কে সংক্ষেপে জানাও।
উঃ তরাই অঞ্চলের উর্বর মাটিতে ধান, পাট, গম, সবজি ও ফল উৎপাদন হয়। ফজলি আম মালদা জেলার জন্য বিখ্যাত। রেশমকীট পালনের জন্য তুঁত গাছ চাষ হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 5

WB Class 5 Amader Poribesh Chapter 5
WB Class 5 Amader Poribesh Chapter 5

গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কৃষি

 

১.দামোদরের দুই পাশের জমিতে কোন ফসলের চাষ হয়?
উঃ আলু।

২.আলুর পাতা দিয়ে কি তৈরি হয়?
উঃ জমির সার।

৩.আলুর পাশাপাশি সাথী ফসল?
উঃ সরষে।

৪.ধান চাষের জন্য কোন জেলার মাটি ভালো?
উঃ বর্ধমান।

৫.বর্ধমান জেলা ধান চাষের জন্য উপযুক্ত কেন?
উঃ

১.গাঙ্গেয় সমভূমিতে পলিযুক্ত দোআঁশ মাটি

২.বৃষ্টিপাতের পরিমাণ ধান চাষের পক্ষে উপযুক্ত

৩.নদীগুলি থেকে প্রয়োজনীয় জল পাওয়া যায়

৬.গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অন্যান্য ফসল?
উঃ ধান, গম, পাট, আলু, ডাল।

৭.ক্ষেতে সারা বছর থাকা দুটি গাছের নাম?
উঃ পেঁপে, কলা।

৮.ডিভিসি কোন নদীর উপর তৈরি?
উঃ দামোদর নদী।

৯.ডিভিসি অর্থ কি?
উঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।

১০.ডিভিসি গঠনের উদ্দেশ্য?
উঃ বন্যা নিয়ন্ত্রণ এবং বর্ষার জল সেচের কাজে ব্যবহার।

১১.ডিভিসি সফল হয়নি কেন?
উঃ সমস্ত জলাধার তৈরি করা সম্ভব হয়নি।

১২.ডিভিসির সুবিধা অসুবিধা?
উঃ
সুবিধা:

১.দামোদর নিম্ন উপত্যকা বন্যা থেকে রক্ষা

২.জলবিদ্যুৎ উৎপাদন

৩.বৃষ্টিহীন সময়ে জলসেচ সম্ভব

অসুবিধা:

১.অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা সৃষ্টি

১৩.ডিভিসি থাকা সত্ত্বেও বন্যা কেন হয়?
উঃ প্রয়োজনীয় সমস্ত জলাধার তৈরি হয়নি। অতিরিক্ত জল ছাঁড়তে হলে বন্যা হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 5

পানের ও ফুলের চাষ

 

১.আমের বাগান বেশি কোন জেলায়?
উঃ মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা।

২.নারকেল, সুপারি বেশি কোথায়?
উঃ দক্ষিণ জেলা।

৩.ফুল চাষের জন্য বিখ্যাত জেলা?
উঃ দক্ষিণ ২৪ পরগণা।

৪.শহরের কাছে ফুলের চাষ বেশি কেন?
উঃ বাজারের চাহিদা বেশি ও যোগাযোগ সুবিধা ভালো।

WB Class 5 Amader Poribesh Chapter 5

 

পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি

 

১.পশ্চিমের পাহাড়ি অঞ্চলে কি মাটি দেখা যায়?
উঃ কাঁকুড়ে লাল মাটি।

২.জল কম লাগা ফসলের উদাহরণ?
উঃ মটর, মুসুর, বিউলি, অড়হর, বরবটি, সিম।

৩.পাহাড়ি লাল মাটিতে ধানের চাষ কেমন হয়?
উঃ উঁচু জায়গা থেকে মাটি কেটে ঢালের দিকে ফেলে ভরাট করে ছোট জমি তৈরি করে আল দিয়ে বর্ষার জল আটকে উচ্চফলনশীল ধান চাষ করা হয়।

৪.পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি পরিচয়?
উঃ বৃষ্টি কম হওয়ায় ধান কম হয়। প্রধান ফসল: মটর, মুসুর, বিউলি, অড়হর, বরবটি, সিম। ধান চাষের জন্য উঁচু জায়গা কেটে বর্ষার জল আটকে চাষ করা হয়।

WB Class 5 Amader Poribesh Chapter 5

দক্ষিণের নোনা জমি ও মাছ চাষ

 

১.বিঘা প্রতি কোন ধানের ফলন কম?
উঃ আমন ধান।

২.কোন অঞ্চলের পেয়ারা বিখ্যাত?
উঃ বারুইপুর।

৩.কাজুবাদাম কোথায় চাষ হয়?
উঃ দিঘা।

৪.ভেড়ি কি?
উঃ মানুষের তৈরি বড় জলাশয়, যেখানে জল ধরে রেখে মাছ চাষ করা হয়।

৫.ভেড়িতে চাষ হওয়া মাছ?
উঃ পারসে, ট্যাংরা, ভেটকি, পাবদা, রুই, কাতলা, মৃগেল, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি।

৬.সমুদ্রে মাছ ধরার উপায়?
উঃ নৌকা ও ট্রলার।

৭.হলদিয়া দিঘা কোথায় অবস্থিত?
উঃ বঙ্গোপসাগর উপকূলে।

৮.সমুদ্রের কাছে মাটি চাষের জন্য অযোগ্য কেন?
উঃ নুন বেশি থাকার কারণে।

৯.দক্ষিণের মাছ চাষ সংক্ষেপে?
উঃ নোনা জমি চাষের জন্য অযোগ্য, তাই মানুষ ভেড়ি বানিয়ে মাছ চাষ করে।

WB Class 5 Amader Poribesh Chapter 5

ধানক্ষেতের মাছ ও লুপ্তপ্রায় মাছ

 

১.ধানক্ষেতে পাওয়া মাছ?
উঃ কই, শিঙি, মাগুর, মৌরলা, পুঁটি, শোল, চ্যাং, ফলুই।

২.ধানক্ষেতে মাছের বাচ্চাদের শিকারি?
উঃ কোলাব্যাঙ, জলঢোঁড়া সাপ।

৩.ধানক্ষেতে বর্তমানে মাছ চাষ হয় না কেন?
উঃ জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে।

৪.লাফাতে পারা মাছের উদাহরণ?
উঃ চ্যাং মাছ।

৫.ডোবা বা পুকুরে মাছ চাষের অন্তরায়?
উঃ জিওল মাছের সংখ্যা বেশি হওয়া।

৬.জিওল মাছ কি? উদাহরণ?
উঃ কম অক্সিজেনযুক্ত, কাদাময় জলে বেঁচে থাকা মাছ; যেমন শিঙি, মাগুর।

৭.লুপ্তপ্রায় মাছ কি? উদাহরণ?
উঃ সংখ্যা কমে যাওয়া ও সংরক্ষণ না করলে বিলুপ্ত হবে এমন মাছ; যেমন ন্যাদোশ, সরপুঁটি, খলসে, খরশুলা।

৮.লুপ্তপ্রায় মাছ কমে যাওয়ার কারণ?
উঃ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, জলাশয় ধ্বংস।

৯.লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায়?

১.লুপ্তপ্রায় মাছের তালিকা তৈরি করে ধরা নিষিদ্ধ

২.বাজারে বিক্রি বন্ধ ও জরিমানার ব্যবস্থা

৩.পঞ্চায়েতের মাধ্যমে ডিম বা চারামাছ বিতরণ

WB Class 5 Amader Poribesh Chapter 5

WB Class 5 Amader Poribesh Chapter 5
WB Class 5 Amader Poribesh Chapter 5

লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ (Save Endangered Fish)

 

১.রুই কাতলার পোনা কে খেয়ে শেষ করে?
উঃ শোল, শাল, বোয়াল।

২.জলে গাছ থাকলে কোন মাছ থাকে?
উঃ কই, শিঙি, মাগুর, খলসে, ন্যাদোশ।

৩.বড় ফাঁদির জাল ব্যবহার করা কেন ভালো?
উঃ পুঁটি, মৌরলা প্রভৃতি ছোট মাছ জালে ধরা পড়ে না।

৪.ফাঁদি কি?
উঃ জালের সুতো দিয়ে তৈরি খোপ, প্রতিটি জালে অসংখ্য ফাঁদি থাকে।

WB Class 5 Amader Poribesh Chapter 5

মাছ ধরা (Fishing Techniques)

 

১.মাছ ধরার জন্য কি কি ব্যবহার হয়?
উঃ জাল, ছিপ, ঘুনি, পোলো।

২.মাছ ধরার দুটি কৌশল?
উঃ জাল ফেলা ও ছিপ ফেলা।

৩.স্রোতযুক্ত জলে মাছ ধরা কিসের সাহায্যে হয়?
উঃ ঘুনির সাহায্যে।

৪.ঘুনি কি এবং কিভাবে ব্যবহার হয়?
উঃ বর্ষার সময় স্রোতের মুখে বাঁশের শলা দিয়ে তৈরি খাঁচা। মাছ জলে ঢুকে ঘুনির মধ্যে আটকে যায়, বেরোতে পারে না।

৫.পোলো কি এবং কিভাবে ব্যবহার হয়?
উঃ অল্প কাদা জলে বাঁশের খাঁচা। মাছের চারপাশ পোলো দিয়ে ঘিরে ফেললে, হাত ঢুকিয়ে মাছ বের করা যায়।

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index