wbclassroom.in

WB Class 5 Amader Poribesh Chapter 4

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

পঞ্চম শ্রেণী
আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায়

পরিবেশ ও সম্পদ

 

  WB Class 5 Amader Poribesh Chapter 4 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র সাজেসন আপলোড করা হয় আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের (পরিবেশ ও সম্পদ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

এক কথায় প্রশ্নোত্তর  WB Class 5 Amader Poribesh Chapter 4

 

১.কোন এলাকার জমিতে খুব ভালো ধান চাষ হয়?
উঃ যে জমিতে জল দাঁড়ায়।

২.লাল মাটি অঞ্চলের পাথর কি কাজে লাগে?
উঃ পাকা বাড়ি তৈরিতে।

৩.কোন এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয়?
উঃ পাহাড়ি ঢালু জমিতে।

৪.তাপবিদ্যুৎ তৈরি করতে কি লাগে?
উঃ কয়লা।

৫.ইট পোড়ানোর জন্য কি প্রয়োজন?
উঃ কয়লা।

৬.ইট কি দিয়ে তৈরি হয়?
উঃ মাটি ও কয়লা।

৭.মানুষ মাটির পাত্র কিভাবে শক্ত করে?
উঃ আগুনে পুড়িয়ে।

৮.মানুষের প্রধান দুটি নিজস্ব সম্পদ কি কি?
উঃ স্বাস্থ্য ও বুদ্ধি।

৯.আগেকার দিনে হাত-পা কেটে গেলে কি ওষুধ লাগানো হতো?
উঃ ঔষধি গাছের পাতার রস।

১০.কিছু পারিবারিক সম্পদের উদাহরণ?
উঃ বাড়ি, নকশা-কাটা বস্ত্র, ঝুড়ি, মাটির প্রতিমা।

১১.মানুষের কোন জ্ঞান উৎসব তৈরি করতে কাজে লাগে?
উঃ নাচ, গান, আবৃত্তি, অভিনয়।

১২.দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন?
উঃ স্বামী বিবেকানন্দ।

১২.স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
উঃ শ্রী রামকৃষ্ণদেব।

১৩.ভগিনী নিবেদিতা কার শিষ্য ছিলেন?
উঃ স্বামী বিবেকানন্দ।

১৪.সতীদাহ প্রথা নিবারণের জন্য লড়াই করেছিলেন?
উঃ রাজা রামমোহন রায়।

১৫.ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন?
উঃ রাজা রামমোহন রায়।

১৬.রামমোহন রায়কে ‘ভারত পথিক’ উপাধি কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৭.কিছু স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখ।
উঃ মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সূর্যসেন, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং।

 

WB Class 5 Amader Poribesh Chapter 4
WB Class 5 Amader Poribesh Chapter 4

১৮.অস্ত্র হাতে লড়াই করা মহিলা বিপ্লবীরা?

উঃ প্রীতিলতা ওয়, কল্পনা দত্ত।

 

১৯.ইংরেজি বিরুদ্ধে স্বাধীন ফৌজ কে তৈরি করেছিলেন?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।

২০.তাদের জন্মদিনে আমরা জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জানাই?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী।

২১.গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন?
উঃ মাতঙ্গিনী হাজরা।

২২.মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?
উঃ সূর্যসেন।

২৩.ভারতের প্রথম মহিলা শহীদ কে হন?
উঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।

২৪.বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন?
উঃ তিতুমীর।

২৫.তিতুমীর কোন জেলার বাসিন্দা ছিলেন?
উঃ উত্তর ২৪ পরগনা।

২৬.সাঁওতাল বিদ্রোহের নেতারা?
উঃ সিধু ও কানু।

২৭.কয়জন মনীষীর নাম লিখ।
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর।

২৮.কয়জন বিজ্ঞানীর নাম লিখ।
উঃ জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাথ সাহা।

২৯.শিক্ষক দিবস কখন পালন করি?
উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে।

৩০.শিশু দিবস কখন পালন করি?
উঃ জহরলাল নেহেরুর জন্মদিনে।

৩১.সাধারণতন্ত্র দিবস কখন পালন হয়?
উঃ ২৬ জানুয়ারি।

৩২.সাধারণতন্ত্র অর্থ কি?
উঃ সাধারণ মানুষ দেশ চালাবে।

৩৩.টেরাকোটার কাজ কোথায় হয়?
উঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে।

 

WB Class 5 Amader Poribesh Chapter 4
WB Class 5 Amader Poribesh Chapter 4

 

(খ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

WB Class 5 Amader Poribesh Chapter 4

১.পাহাড়ে অঞ্চলের লাল মাটিতে ভালো চাষ হয় না কেন?
উঃ পাহাড়ি ঢাল বেশি, জল জমে না; লাল মাটি জল ধরে রাখতে পারতে না।

২.বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ?
উঃ কৃষি: ধান, চা; বনজ: মধু, মোম, কাঠ; খনিজ: কয়লা, খনিজ তেল, লোহা।

৩.ঔষধি গাছ কাকে বলে?
উঃ রোগ সারাতে ব্যবহৃত গাছ। যেমন: কালোমেঘ, বাসক, ঘৃতকুমারী, তুলসী।

৪.স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে কি বলতেন?
উঃ হাতে-কলমে শিক্ষা নেওয়া ও শরীর-মনের জন্য খেলাধুলা।

৫.ভগিনী নিবেদিতা কি মহান কাজ করেছিলেন?
উঃ প্লেগ রোগীদের সেবা করেছেন, স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ।

৬.তিতুমীর তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন?
উঃ ইংরেজ ও অন্যায় জমিদারদের বিরুদ্ধে।

৭.আঞ্চলিক ঐতিহ্য কাকে বলে?
উঃ নির্দিষ্ট অঞ্চলের বিশেষ প্রখ্যাত বিষয়।

৮.কিছু আঞ্চলিক ঐতিহ্যের উদাহরণ?
উঃ টেরাকোটা (বিষ্ণুপুর), ছৌ নাচ (পুরুলিয়া), মাটির পুতুল (কৃষ্ণনগর), মোয়া (জয়নগর), মিহিদানা (বর্ধমান)।

৯.মনীষী কাদের বলা হয়?

উঃ দেশের মানুষের কল্যাণে চিন্তা ও কাজ করা মহান ব্যক্তি।

১০.মনীষীদের আমরা কিভাবে শ্রদ্ধা জানাই?
উঃ জন্ম-মৃত্যুদিনে স্মরণ ও তাদের কাজ অনুসরণ করে।

 

(গ) সংক্ষেপে উত্তর

WB Class 5 Amader Poribesh Chapter 4

১.স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন?
উঃ স্বাস্থ্য ভালো থাকলে পরিশ্রম ও নতুন সম্পদ তৈরি সম্ভব।

২.রাজা রামমোহন রায়ের স্মরণীয়তা?
উঃ নারী শিক্ষার উন্নয়ন, ইংরেজি শিক্ষা প্রচার, সতীদাহ প্রথা বন্ধে ভূমিকা।

৩.বিদ্যাসাগর স্মরণীয় কেন?
উঃ মেয়েদের শিক্ষা, শিশুদের জন্য বই লেখা, বিধবা আইন ও বহুবিবাহ রদে অবদান।

৪.গান্ধীজী স্মরণীয় কেন?
উঃ দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ, ভারতবর্ষে অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন নেতৃত্ব।

৫.নেতাজি স্মরণীয় কেন?
উঃ ফরওয়ার্ড ব্লক গঠন, আজাদ হিন্দ সরকার, ‘দিল্লি চলো’ ডাক, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ।

 

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index