তৃতীয় শ্রেণী
আমাদের পরিবেশ
অষ্টম অধ্যায়
সাবধানতা
WB Class 3 Amader Poribesh Chapter 8 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায়ের (সাবধানতা ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।
🧩 শূন্যস্থান পূরণ করো WB Class 3 Amader Poribesh Chapter 8
১. খানিক পরে ———————– পড়া বন্ধ হলো।
২. শহরের রাস্তা পার হতে হয় ——————— দিয়ে।
৩. ———————- বাইকে চাপলে হেলমেট পরে নেয়।
৪. ———————- থাকলে তার ওপর দিয়েই হাঁটে।
৫. বন্ধুর জামা ওদের একটু —————-হলো।
৬. ব্লেড দিয়ে —————– কাটা হয়।
৭. নখগুলিকে —————– কাটা উচিত।
৮. আনাজ আগে ধুয়ে তবে ———————- উচিত।
৯. কোদাল দিয়ে বাগানে ——————— কোপানো হয়।
১০. একটা টিকটিকির ———————— কেটে গেল দরজার পাল্লার চাপে।
১১. ………………থাকলে শক লাগতে পারে।
১২. একবার একটা —————- কাজ করছিল না।
১৩. —————- কাজ না করলে টেস্টার দিয়ে দেখা উচিত।
উত্তরঃ
১. বাজ ২. জেব্রা ক্রসিং ৩. মোটর ৪. ফুটপাথ ৫. ঢিলে ৬. নখ ৭. ভিজিয়ে ৮. কাটা ৯. মাটি ১০. ল্যাজ ১১. জল ১২. প্লাগ ১৩. প্লাগ
WB Class 3 Amader Poribesh Chapter 8
সঠিক উত্তর নির্বাচন কর
১. কুমকুম সব নিয়ম মেনে (পথে/বাগানে) চলে।
উত্তরঃ পথে
২. (শহরের/গ্রামের) রাস্তা পেরোয় জেব্রা ক্রসিং দিয়ে।
উত্তরঃ শহরের
৩. চলন্ত গাড়ি থেকে (লাফিয়ে/দৌড়ে) নামে না।
উত্তরঃ লাফিয়ে
৪. কুমকুম শুনেছে উঁচু গাছে (বাজ/বোম) পড়ে।
উত্তরঃ বাজ
৫. তবু ওরা তার (থেকে/কাছে) জামা নিয়ে পড়ল।
উত্তরঃ থেকে
৬. বঁটির (ধারালো/কাঠের) দিকটা দেয়ালের দিকে করে রাখতে হয়।
উত্তরঃ ধারালো
৭. নখ (ভিজিয়ে/শুকনো) কাটা উচিত।
উত্তরঃ ভিজিয়ে
৮. নখ আর চামড়ার খানিকটা (ভেঙে/কেটে) গিয়েছিল।
উত্তরঃ কেটে
৯. টুকুনের একটি ছোট্ট (কোদাল/বাগান) আছে।
উত্তরঃ কোদাল
১০. দরজা–জানালা (বন্ধ করতে/খুলতে) সময় টুকুন খুব সাবধানী।
উত্তরঃ বন্ধ করতে
WB Class 3 Amader Poribesh Chapter 8
✅ সঠিক ও ভুল বাক্য চিহ্নিত করো (True or False)
১ আমরা নখ কাটি কোদাল দিয়ে।
২ বঁটিতে সবজি কাটার কোনো ঝুঁকি নেই।
৩ ব্লেডে চামড়া কেটে যেতে পারে।
৪ কোদাল পায়ে পড়লে ক্ষতি হয় না।
৫ দরজা–জানালা বন্ধ করতে সাবধানতা প্রয়োজন।
উত্তরঃ
১. (x) ২. (x) ৩. (√) ৪. (x) ৫. (√)
WB Class 3 Amader Poribesh Chapter 8

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১ কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে কোন দিক দিয়ে হাঁটে?
উত্তরঃ কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে ডান দিক দিয়ে হাঁটে।
২ কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে হাঁটে কেন?
উত্তরঃ যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলো তাকে সহজেই দেখতে পারে এবং দুর্ঘটনা এড়ানো যায়।
৩ ফুটপাথ থাকলে কুমকুম কী করে?
উত্তরঃ ফুটপাথ থাকলে কুমকুম রাস্তায় না নেমে ফুটপাথের ওপর দিয়েই হাঁটে।
৪ রাস্তা পার হওয়ার আগে কী করা উচিত?
উত্তরঃ রাস্তা পার হওয়ার আগে দু’দিক ভালোভাবে দেখে নিতে হয়, গাড়ি আসছে কিনা তা নিশ্চিত হতে হয়।
৫ শহরে রাস্তা কার ওপর দিয়ে পার হতে হয়?
উত্তরঃ শহরে রাস্তা জেব্রা ক্রসিং-এর ওপর দিয়েই পার হতে হয়।
৬ জেব্রা ক্রসিং বলতে কী বোঝায়?
উত্তরঃ রাস্তায় টানা সাদা দাগযুক্ত অংশ, যার ওপর দিয়ে সিগন্যাল মেনে পথচারীরা রাস্তা পার হয়, তাকে জেব্রা ক্রসিং বলে।
৭ রাস্তা পারাপারের সময় কোন সিগন্যাল দেখে পার হতে হয়?
উত্তরঃ মানুষের ছবি দেওয়া সবুজ সিগন্যাল দেখে রাস্তা পার হতে হয়।
৮ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কি ঠিক?
উত্তরঃ না, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া একদম উচিত নয়, এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
৯ মোটরবাইকে ওঠার সময় কী পরে নিতে হয়?
উত্তরঃ মোটরবাইকে ওঠার সময় হেলমেট পরে নিতে হয়।
১০ ঝড় এলে গাছতলায় যাওয়া ঠিক নয় কেন?
উত্তরঃ ঝড়ের সময় গাছের ডাল বা গাছ ভেঙে পড়তে পারে, তাই গাছতলায় যাওয়া বিপজ্জনক।
১১ ঝড়ের সময় কোথায় আশ্রয় নেওয়া উচিত?
উত্তরঃ ঝড়ের সময় বাড়ির বারান্দা বা নিরাপদ ঘরের ভেতরে আশ্রয় নেওয়া উচিত।
১২ ঝড়ের সময় ফাঁকা মাঠে থাকলে বাজ পড়া শুরু হলে কী করতে হয়?
উত্তরঃ বাজ পড়া শুরু হলে মাটিতে বসে হাত-পা জড়ো করে, মাথা নিচু করে থাকতে হয়—এতে নিরাপত্তা বাড়ে।
১৩ ভেজা জামা পরে থাকলে কী হয়?
উত্তরঃ ভেজা জামা পরে থাকলে হাঁচি, গলা খুশখুশ, নাকে জল পড়া ইত্যাদি সমস্যা হতে পারে।
১৪. আনাজ কাটার আগে কী করা উচিত?
উত্তরঃ আনাজ ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
১৫. নখ কাটার আগে কী করা উচিত?
উত্তরঃ নখ ভিজিয়ে নরম করে নেওয়া উচিত।
১৬. কোদাল দিয়ে কী করা হয়?
উত্তরঃ বাগানের মাটি কোপানো বা আলগা করা হয়।
১৭. দরজার পাল্লার চাপে কার ল্যাজ কেটে যেতে পারে?
উত্তরঃ টিকটিকির ল্যাজ কেটে যেতে পারে।
১৮. দরজা বন্ধ করার সময় কী খেয়াল রাখতে হবে?
উত্তরঃ যাতে দরজার চাপ কারও হাতে না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখা উচিত।
১৯. ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে কী করা উচিত?
উত্তরঃ হাত মুছে নেওয়া উচিত।
২০. হাতে জল থাকলে কী হতে পারে?
উত্তরঃ শক লাগতে পারে।
২১. কী করার পর ইস্ত্রি ছোঁয়া উচিত?
উত্তরঃ সুইচ অফ করার পর।
২২. ইস্ত্রি খারাপ থাকলে কী হতে পারে?
উত্তরঃ শক লাগতে পারে।
২৩. প্লাগ খারাপ হলে কী দিয়ে দেখা উচিত?
উত্তরঃ টেস্টার দিয়ে।
২৪. মোমবাতি জ্বালানোর জন্য দেশলাইয়ের শিখা কোথায় ধরতে হয়?
উত্তরঃ মোমবাতির পলতের কাছে।
২৫. মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে কী হয়?
উত্তরঃ মোম গলে গরম মোম হাতে পড়ে।
২৬. গ্যাসের উনুনের নব কখন ঘোরানো উচিত?
উত্তরঃ দেশলাই কাঠি জ্বালিয়ে নেওয়ার পর।
২৭. বাড়ির বাইরে গেলে পায়ে কী পরে যাওয়া উচিত?
উত্তরঃ চটি বা জুতো।
২৮. কুমকুম একবার খালি পায়ে বাইরে বেরোনোর ফলে কী হয়েছিল?
উত্তরঃ পায়ে জং-ধরা পেরেক ফুটেছিল।
২৯. বাইরে থেকে বাড়ি ফিরে কী করা উচিত?
উত্তরঃ ভালো করে হাত-পা ধুয়ে নেওয়া উচিত।
WB Class 3 Amader Poribesh Chapter 8
🔹 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Questions)
১. ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার জন্য কী সাবধানতার দরকার?
উত্তরঃ ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে হাত ভালোভাবে মুছে নিতে হয়। কারণ হাতে জল থাকলে শক লাগতে পারে।
২. ইস্ত্রি কীভাবে ব্যবহার করা উচিত?
উত্তরঃ ইস্ত্রি ব্যবহারের আগে বা পরে অবশ্যই সুইচ অফ করতে হবে। ইস্ত্রি খারাপ থাকলে বা ভেজা হাতে ছোঁয়া হলে শক লাগতে পারে।
৩. প্লাগের গোলমাল কীভাবে বোঝা উচিত?
উত্তরঃ প্লাগের গোলমাল বা সমস্যা টেস্টার দিয়ে দেখা উচিত। এতে শক লাগার ঝুঁকি থাকে না।
৪. মোমবাতি কীভাবে জ্বালাতে হয়?
উত্তরঃ এক হাতে মোমবাতি ধরে, অন্য হাতে জ্বলন্ত দেশলাই কাঠি মোমবাতির পলতের কাছে ধরতে হয়। মোমবাতির তলায় আগুন ধরালে গরম মোম গলে হাতে পড়তে পারে।
৫. বাড়ির বাইরে খালি পায়ে বেরোলে কী বিপদ হতে পারে?
উত্তরঃ খালি পায়ে বেরোলে পায়ে জং-ধরা পেরেক ফুটে যেতে পারে, যার ফলে সংক্রমণ বা অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে।
WB Class 3 Amader Poribesh Chapter 8
Related post
আমাদের পরিবেশ ক্লাস 3 অধ্যায়সমুহ Environmental Studies All Chapters for Success
তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর । WB Class 3 Environment Chapter 3 For Success
Class 3 Poribesh Chapter 2 : তৃতীয় শ্রেণীর পরিবেশ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর
তৃতীয় শ্রেণির পরিবেশ অধ্যায় ৩ : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | পরীক্ষা প্রস্তুতির সহায়তা“
চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীর – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা নোট)”
WB Class 3 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success Guide
WB Class 3 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success Guide
WB Class 3 Amader Poribesh Chapter 6 Question & Answar Sure Success Guide
WB Class 3 Amader Poribesh Chapter 7 Question & Answar Sure Success Guide
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


