wbclassroom.in

WB Class 3 Amader Poribesh Chapter 7

WB Class 3 Amader Poribesh Chapter 7 Question & Answar Sure Success Guide

তৃতীয় শ্রেণী

আমাদের পরিবেশ

সপ্তম অধ্যায়

সম্পদ

 

WB Class 3 Amader Poribesh Chapter 7 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায়ের  (সম্পদ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

শূন্যস্থান পূরণ করো WB Class 3 Amader Poribesh Chapter 7

১. সুন্দর ………………জন্য কাকার অনেক সুবিধা।
২. ………..কাটাও খুব দরকার।
৩. সাঁতার কাটলে শরীর আর ………..ভালো হয়।
৪. ………….ভালো থাকলে সব কাজই আনন্দের।
৫. সুস্থ শরীরই আমাদের সবচেয়ে বড় ………..হতে পারে।

৬. মিঠাই খুব ………ছিল।
৭. পাহাড়ে ………ছিল খুব আনন্দের।
৮. রিমঝিম ও ………..ধীরে ধীরে নিচে নামল।
৯. পরের বার আর কেউ ……….না।

উত্তরঃ

১. স্বাস্থ্যের  ২. সাঁতার  ৩. স্বাস্থ্য ৪. শরীর  ৫. সম্পদ  ৬. মোটা  ৭. চড়া  ৮. মিঠাই  ৯.হাঁপাবে

WB Class 3 Amader Poribesh Chapter 7

🟡 সঠিক উত্তরটি নির্বাচন করো

১ আমাদের শ্রেষ্ঠ সম্পদ — (স্বাস্থ্য / বস্ত্র)
➡️ উত্তরঃ স্বাস্থ্য

২ শরীর ভালো থাকলে সব — (কাজই / সমস্যাই) আনন্দের।
➡️ উত্তরঃ কাজই

৩ শরীর খারাপ হলে কাজের — (ইচ্ছায় / উদ্যমে) ঘাটতি হয়।
➡️ উত্তরঃ উদ্যমে

৪ সুস্থ শরীর আমাদের — (আনন্দের / সম্পদ) হতে পারে।
➡️ উত্তরঃ সম্পদ

WB Class 3 Amader Poribesh Chapter 7

WB Class 3 Amader Poribesh Chapter 7
WB Class 3 Amader Poribesh Chapter 7

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. পুকুরের জল নোংরা হলে কী করতে ভালো লাগে না?
উত্তরঃ পুকুরের জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না।

২. জলে দুর্গন্ধ থাকলে খাওয়ার সময় কী হয়?
উত্তরঃ জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় বমি পায়।

৩. কোন্ জল আমাদের সম্পদ?
উত্তরঃ পরিষ্কার জল আমাদের সম্পদ।

৪. বাতাসে ধোঁয়া থাকলে কী হয়?
উত্তরঃ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে।

৫. বাতাসে ধুলো থাকলে কী হয়?
উত্তরঃ বাতাসে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয়।

৬. ঠান্ডা বাতাস কী করে?
উত্তরঃ ঠান্ডা বাতাস শরীরকে শীতল ও আরামদায়ক করে।

৭. পরিষ্কার বায়ু কি আমাদের সম্পদ?
উত্তরঃ হ্যাঁ, পরিষ্কার বায়ু আমাদের সম্পদ।

৮. মাটি নোংরা হলে কী অসুবিধা হয়?
উত্তরঃ মাটি নোংরা হলে চলাফেরায় ও কাজকর্মে অসুবিধা হয়।

৯. মাটিতে পলিথিন জমা হলে তলার মাটি কী পায় না?
উত্তরঃ মাটিতে পলিথিন থাকলে নিচের মাটি রোদ, জল ও বাতাস পায় না।

১০. কোন মাটিতে গাছপালা দ্রুত বেড়ে ওঠে?
উত্তরঃ উর্বর মাটিতে গাছপালা দ্রুত বেড়ে ওঠে।

১১. মাটি কি আমাদের সম্পদ?
উত্তরঃ হ্যাঁ, মাটিও আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

১২. প্রকৃতির প্রধান সম্পদ কী কী?
উত্তরঃ প্রকৃতির প্রধান সম্পদ হলো জল, মাটি ও বায়ু।

১৩. জন্মের পরই আমরা প্রকৃতি থেকে কী পাই?
উত্তরঃ জন্মের পরই আমরা প্রকৃতি থেকে জল, মাটি ও বায়ু পাই।

১৪. বনের গাছপালা কি প্রকৃতির সম্পদ?
উত্তরঃ হ্যাঁ, বনের গাছপালা প্রকৃতির অন্যতম সম্পদ।

১৫. দিদিমণি সুযোগ পেলে কী করতে বলেছিলেন?
উত্তরঃ দিদিমণি বলেছিলেন, সুযোগ পেলে সবাই গাছ লাগাবে।

১৬. কোন ধরনের গাছ লাগানো ভালো?
উত্তরঃ ফলের গাছ লাগানো সবচেয়ে ভালো।

১৭. কার আলো ছাড়া গাছ জন্মাতে পারে না?
উত্তরঃ সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না।

১৮. সুস্থ শরীর আমাদের কী দেয়?
উত্তরঃ সুস্থ শরীর আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ দেয় — শক্তি ও আনন্দ।

১৯. শরীরকে সম্পদ করে তুলতে কী করতে হয়?
উত্তরঃ নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্য ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হয়।

২০. সাঁতার কাটা দরকার কেন?
উত্তরঃ সাঁতার কাটা শরীরচর্চার একটি চমৎকার উপায়, এতে শরীর মজবুত হয় ও মন সতেজ থাকে।

২১. ঘুম ভালো হওয়ার উপায় কী?
উত্তরঃ নিয়মিত শরীরচর্চা ও সাঁতার কাটলে ঘুম গভীর ও আরামদায়ক হয়।

২২. কখন কাজ করতে আনন্দ লাগে?
উত্তরঃ যখন শরীর সুস্থ থাকে, তখন সব কাজেই আনন্দ লাগে।

২৩. শরীর খারাপ হলে কী হয়?
উত্তরঃ শরীর খারাপ হলে মন খারাপ হয়, কাজ করার আগ্রহ কমে যায় ও ক্লান্তি অনুভূত হয়।

WB Class 3 Amader Poribesh Chapter 7

WB Class 3 Amader Poribesh Chapter 7
WB Class 3 Amader Poribesh Chapter 7

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা কীভাবে আনন্দ করল?
উত্তরঃ পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা দৌড়ঝাঁপ, লুকোচুরি ও নানা খেলাধুলায় মেতে উঠেছিল। কেউ পাহাড়ে চড়ছিল, কেউ ঝোপের আড়ালে লুকাচ্ছিল, আবার কেউ হাঁপিয়ে বিশ্রাম নিচ্ছিল। এইভাবে তারা প্রায় এক ঘণ্টা ধরে হাসি-খুশিতে সময় কাটায়।

২. রিমঝিম মিঠাই পাহাড়ে বেড়াতে গিয়ে কী উপলব্ধি করল?
উত্তরঃ রিমঝিম বুঝল তার শরীরচর্চার অভাব আছে, কারণ সে পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিল। মিঠাইও বুঝল অতিরিক্ত ওজনের কারণে সে দ্রুত হাঁটতে পারছে না। তাই দু’জনেই ঠিক করল, তারা শরীরচর্চা করবে ও স্বাস্থ্যকর খাবার খাবে যাতে পরের বার সহজেই উঠতে পারে।

৩. দিদিমণি ছেলেমেয়েদের কী পরামর্শ দিলেন?
উত্তরঃ দিদিমণি বললেন, “এখন তোমরা জেনে গেছ নিজের শরীরের দুর্বলতা কোথায়। তাই নিয়মিত ব্যায়াম করবে, পুষ্টিকর খাবার খাবে এবং শরীরের যত্ন নেবে। মনে রেখো—সুস্থ শরীরই তোমাদের সবচেয়ে বড় সম্পদ।”

৪. সুন্দর স্বাস্থ্যের জন্য জেমসের কাকার কী কী সুবিধা ছিল?
উত্তরঃ জেমসের কাকা সুন্দর ও শক্তিশালী শরীরের অধিকারী ছিলেন। তাই তিনি সহজেই অনেক কাজ করতে পারতেন, হাঁপাতেন না, দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিততেন। সুন্দর স্বাস্থ্য তাঁকে কর্মক্ষম ও আনন্দময় রেখেছিল।

৫. সুস্থ শরীর গড়তে জেমসের কাকা কী পরামর্শ দিলেন?
উত্তরঃ জেমসের কাকা বলেছিলেন, নিয়ম মেনে শরীরচর্চা করতে হবে। ঠিক সময়ে খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করতে হবে। এই অভ্যাসগুলো শরীরকে সুস্থ ও সুন্দর রাখে।

৬. সাঁতার কাটলে কী কী উপকার পাওয়া যায়?
উত্তরঃ সাঁতার শরীরের অন্যতম ভালো ব্যায়াম। এতে শরীরের সব অঙ্গ সচল থাকে, শক্তি বাড়ে, রক্তসঞ্চালন ভালো হয়, ঘুম গভীর হয় এবং মন সতেজ থাকে।

৭. চিত্তর ঠাকুরদা কী বলতেন?
উত্তরঃ চিত্তর ঠাকুরদা বলতেন, “সাঁতার কাটার অভ্যাস করো, ব্যায়াম করো—তাহলেই শরীর তোমার প্রকৃত সম্পদ হবে।” অর্থাৎ নিয়মিত চর্চায় স্বাস্থ্যকে নিজের সম্পদে পরিণত করা যায়।

WB Class 3 Amader Poribesh Chapter 7

Related post

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ  Environmental Studies All Chapters for Success

তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর WB Class 3 Environment Chapter 3 For Success

Class 3 Poribesh Chapter 2 : তৃতীয় শ্রেণীর পরিবেশ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণির পরিবেশ অধ্যায় : গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | পরীক্ষা প্রস্তুতির সহায়তা

চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীরগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (বাংলা নোট)”

WB Class 3 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success Guide

WB Class 3 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success Guide

WB Class 3 Amader Poribesh Chapter 6 Question & Answar Sure Success Guide

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index