wbclassroom.in

WB Class 3 Amader Poribesh Chapter 6

WB Class 3 Amader Poribesh Chapter 6 Question & Answar Sure Success Guide

তৃতীয় শ্রেণী

আমাদের পরিবেশ

ষষ্ঠ অধ্যায়

আকাশ

 

WB Class 3 Amader Poribesh Chapter 6 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের  (আকাশ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর WB Class 3 Amader Poribesh Chapter 6

১. সাদা মেঘের পেছনে আকাশের রঙ কেমন হয়?
উত্তরঃ সাদা মেঘের পেছনে আকাশ নীল রঙের দেখা যায়।

২. মেঘ কখন কালো দেখায়?
উত্তরঃ মেঘের মধ্যে অনেক ছোট ছোট জলকণা জমে থাকলে সেটি কালো দেখায়।

৩. কখন মেঘ ছাই ছাই রঙের দেখায়?
উত্তরঃ যখন জলকণাগুলি বড়ো হয়ে যায়, তখন মেঘ ছাই ছাই রঙের দেখায়।

৪. রাতের আকাশ কেমন দেখতে হয়?
উত্তরঃ রাতের আকাশ কালো রঙের হয় এবং তাতে অসংখ্য তারা ঝিকমিক করে।

৫. রাতের আকাশে কী ঝিকমিক করে?
উত্তরঃ রাতের আকাশে তারাগুলি ঝিকমিক করে।

৬. চাঁদের আশেপাশে মাঝে মাঝে কী দেখা যায়?
উত্তরঃ চাঁদের কাছাকাছি জায়গায় হালকা আলোর দীপ্তি দেখা যায়।

৭. সূর্য থেকে দূরের আকাশ কেমন দেখায়?
উত্তরঃ সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়।

৮. সূর্যের কাছের আকাশ কেমন রঙের হয়?
উত্তরঃ সূর্যের কাছের আকাশ পুরোপুরি নীল নয়, কিছুটা সাদা দেখায়।

৯. সূর্যের দিকে সরাসরি তাকালে কী হয়?
উত্তরঃ সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে।

১০. সূর্যের দিক নির্ধারণের উপায় কী?
উত্তরঃ নিজের ছায়া দেখে বোঝা যায়— সূর্য সবসময় ছায়ার উলটো দিকে থাকে।

WB Class 3 Amader Poribesh Chapter 6

১১. বিকেলে সূর্য কোন দিকে থাকে?
উত্তরঃ বিকেলের সময় সূর্য পশ্চিম দিকে থাকে।

১২. সূর্য পশ্চিমে থাকলে ছায়া কোন দিকে পড়ে?
উত্তরঃ সূর্য পশ্চিমে থাকলে ছায়া পূর্বদিকে পড়ে।

১৩. আকাশের রঙ কি সবসময় একই থাকে?
উত্তরঃ না, দিনের সময় ও সূর্যালোকের পরিবর্তনের কারণে আকাশের রঙ বদলায়।

১৪. আকাশের রঙ বদলানোর কারণ কী?
উত্তরঃ বাতাসে থাকা ধূলিকণা ও সূর্যালোকের বিকিরণের কারণে আকাশের রঙের তারতম্য হয়।

১৫. আকাশে আমরা যে রঙ দেখি তার কারণ কী?
উত্তরঃ সূর্যের আলো বাতাসের ধূলিকণার ওপর পড়লে নানা রঙের ছটা বেরিয়ে আসে, তাই আকাশ রঙিন দেখায়।

১৬. রাতে কোন আলো দেখা যায়?
উত্তরঃ রাতে চাঁদের আলো দেখা যায়।

১৭. চাঁদের আলোয় কত দূর পর্যন্ত দেখা যায়?
উত্তরঃ চাঁদের আলোয় প্রায় আট থেকে দশ মিটার দূরের কোনো বস্তু চিনে নেওয়া যায়।

১৮. অমাবস্যার রাতে কিছু দেখা যায় কি?
উত্তরঃ না, অমাবস্যার রাতে আলো না থাকায় খুব কাছের জিনিসও দেখা যায় না।

১৯. পূর্ণিমার রাতে তিনতলা বাড়ি থেকে নিচের মানুষ দেখা যায় কেন?
উত্তরঃ পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চারপাশ উজ্জ্বল থাকে, তাই ওপর থেকে নিচের লোককে দেখা যায়।

২০. দিনের কোন সময়ে আলো কমে যায়?
উত্তরঃ বিকেলের দিকে সূর্য ডোবার সময় আলো কমে যায়।

২১. বিকেলে আলো কমলে গরমও কি কমে যায়?
উত্তরঃ হ্যাঁ, বিকেলে আলো কমলে তাপমাত্রাও কিছুটা কমে যায়।

২২. দিনের বেলায় সূর্যের আলো কখন কমে যেতে পারে?
উত্তরঃ আকাশে ঘন মেঘ জমলে সূর্যের আলো কমে যেতে পারে।

২৩. সূর্যের আলো কমে গেলে কি গরমও কমে যায়?
উত্তরঃ সবসময় নয়, অনেক সময় মেঘ থাকলেও গরম কমে না।

WB Class 3 Amader Poribesh Chapter 6

 WB Class 3 Amader Poribesh Chapter 6
WB Class 3 Amader Poribesh Chapter 6

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. মেঘ কখন কালো এবং কখন ছাই রঙের দেখায়?
উত্তরঃ
যখন মেঘে অসংখ্য ছোটো ছোটো জলকণা ভাসতে থাকে, তখন সেটি কালো দেখায়। কিন্তু জলকণাগুলি বড়ো হয়ে গেলে সূর্যের আলো ছড়িয়ে পড়ে এবং মেঘ ছাই রঙের বা ধূসর দেখায়।

২. রাতের আকাশ কেমন দেখতে হয়?
উত্তরঃ
রাতের আকাশ কালো রঙের হয়। আকাশে অসংখ্য তারা ঝিকমিক করে, যা আকাশকে উজ্জ্বল করে তোলে। আবার চাঁদের কাছাকাছি জায়গায় অনেক সময় হালকা আলোর বলয় দেখা যায়।

৩. দিনের বেলায় সূর্যের কাছের দূরের আকাশের রঙ কেমন হয়?
উত্তরঃ
দিনের বেলায় সূর্যের একদম কাছের আকাশ কিছুটা সাদা বা উজ্জ্বল রঙের দেখায়, কারণ সেখানে সূর্যের আলো তীব্র। কিন্তু সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়, কারণ আলো ছড়িয়ে পড়ার প্রভাব সেখানে বেশি।

৪. সূর্য পশ্চিমে থাকলে ছায়া কোন দিকে পড়ে এবং দিকগুলো কীভাবে চেনা যায়?
উত্তরঃ
যখন সূর্য পশ্চিম দিকে থাকে, তখন ছায়া পড়ে পূর্ব দিকে। ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে—

পিছনের দিক হবে পশ্চিম,

ডান দিক হবে দক্ষিণ,

আর বাম দিক হবে উত্তর।

৫. জলীয় বাষ্পকে বোঝার উপায় কী?
উত্তরঃ
জলীয় বাষ্প চোখে দেখা না গেলেও তাকে বোঝার দুটি সহজ উপায় আছে—
(ক) হাঁড়িতে জল ফোটালে দেখা যায় ধোঁয়ার মতো কিছু ওপরের দিকে উঠছে, সেটি আসলে জলীয় বাষ্প।
(খ) শীতকালে সকালে পুকুরের জলের ওপরে হালকা ধোঁয়ার মতো স্তর দেখা যায়, সেটিও জলীয় বাষ্প।

৬. মেঘ কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ
নদী, সাগর ও হ্রদের জল গরমে বাষ্পে পরিণত হয়ে বাতাসে উঠে যায়। এই জলীয় বাষ্প ঠান্ডা হলে বাতাসে ভেসে থাকা ধূলিকণার সঙ্গে মিশে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি একত্রে ভেসে থাকলে মেঘ তৈরি হয়। মেঘ সূর্যের আলোকে আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয়, ফলে আকাশের রঙ ও আলো বদলে যায়।

WB Class 3 Amader Poribesh Chapter 6

 WB Class 3 Amader Poribesh Chapter 6
WB Class 3 Amader Poribesh Chapter 6

শূন্যস্থান পূরণ করো (Fill in the Blanks)

১. তারাগুলি পূর্ব থেকে ……………সরে যায়।
২. জলের বাষ্প স্বাভাবিকভাবে বাতাসে ……… যায় না।
৩. শীতকালে জলাশয়ের ওপরে যে ধোঁয়া দেখা যায় তা হল …………… ।
৪. ধুলোকণার সঙ্গে …………… জমে।
৫. মেঘে ……………আটকে পড়ে।

উত্তরঃ

১.  পশ্চিমে  ২. দেখা  ৩. জলীয় বাষ্প ৪. জলকণা  ৫. সূর্যের আলো

🌞 সঠিক উত্তরটি বেছে নাও WB Class 3 Amader Poribesh Chapter 6

১. (বিকেলে/সকালে/দুপুরে) ➜ সূর্য পশ্চিম দিকে থাকে।
উত্তরঃ বিকেলে।

২. সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে ছায়া ➜ (সামনের/পিছনের/ডানদিকে) দিকে পড়ে।
উত্তরঃ পিছনের।

৩. ছুটির দিনে ➜ (কয়েক/এক) ঘণ্টা অন্তর নিজের ছায়াটি দেখবে।
উত্তরঃ কয়েক।

৪. চাঁদের ➜ (নিকটবর্তী/দূরবর্তী) জায়গাটায় মাঝে মাঝে আলো দেখা যায়।
উত্তরঃ কাছাকাছি।

৫. সোজাসুজি সূর্যের দিকে তাকালে ➜ (চোখের/কানের) ক্ষতি হয়।
উত্তরঃ চোখের।

WB Class 3 Amader Poribesh Chapter 6

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ  Environmental Studies All Chapters for Success

তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর । WB Class 3 Environment Chapter 3 For Success

Class 3 Poribesh Chapter 2 : তৃতীয় শ্রেণীর পরিবেশ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর

তৃতীয় শ্রেণির পরিবেশ অধ্যায় ৩ : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | পরীক্ষা প্রস্তুতির সহায়তা”

চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীর – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা নোট)”

WB Class 3 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success Guide

WB Class 3 Amader Poribesh Chapter 5 Question & Answar Sure Success Guide

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index