wbclassroom.in

WB Class 3 Amader Poribesh Chapter 4

WB Class 3 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success Guide

তৃতীয় শ্রেণী

আমাদের পরিবেশ

চতুর্থ অধ্যায়

ঘরবাড়ি

 

WB Class 3 Amader Poribesh Chapter 4 সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের ওয়েবসাইট এ পশ্চিমবঙ্গের স্কুলের সকল শ্রেণীর সকল বিষয়ের গুরুত্ব পূর্ণ  নোট পত্র ও সাজেসন আপলোড করা হয় । আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের  (ঘরবাড়ি ) প্রশ্ন পত্র আপলোড করছি ।পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জন্য আমাদের পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানগুলি ব্যবহার করে আরও ভালো ফল করা সম্ভব।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর WB Class 3 Amader Poribesh Chapter 4

১. কেমনভাবে বৃষ্টি নেমেছিল?
👉 উত্তরঃ ঝমঝম শব্দে ভারী বৃষ্টি নেমেছিল, চারদিকে ছায়াছায়া ভিজে গিয়েছিল।

২. তিনুর বাবা কোথায় বদলি হয়েছেন?
👉 উত্তরঃ তিনুর বাবা কাজের সূত্রে পাহাড়ি অঞ্চলে বদলি হয়েছেন।

৩. তিনু এখন কোথায় থাকে?
👉 উত্তরঃ তিনু বর্তমানে তার বাবার সঙ্গে পাহাড়ি অঞ্চলে থাকে।

৪. তিনুর ঠাকুরদা কী ছবি দেখিয়েছিলেন?
👉 উত্তরঃ ঠাকুরদা তিনুকে পাহাড়ের ঢালে থাকা এক বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছবিটি দেখিয়েছিলেন।

৫. ছবিতে তিনুর পাশের দিকে কী দেখা যায়?
👉 উত্তরঃ ছবির পাশে একটি গভীর খাদ দেখা যায়, যা পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক বৈশিষ্ট্য।

৬. সেই খাদের ওপর কী রয়েছে?
👉 উত্তরঃ খাদের ওপর একটি ছোটো ব্রিজ বা সেতু নির্মিত আছে।

৭. শেফালি কীভাবে বাড়ির সব কিছু এঁকে দেখায়?
👉 উত্তরঃ শেফালি বাড়ির বিভিন্ন অংশ বোঝাতে নানা চিহ্ন ব্যবহার করে সুন্দরভাবে ছবি এঁকেছিল।

৮. সে মোট কত রকম চিহ্ন ব্যবহার করেছিল?
👉 উত্তরঃ শেফালি মোট নয় ধরনের চিহ্ন ব্যবহার করেছিল।

৯. শেফালির ছবিতে বাড়ির গেট কোন দিকে আছে বোঝা যায়?
👉 উত্তরঃ মানচিত্র দেখে বোঝা যায়, গেটটি পূর্বদিকে রয়েছে।

WB Class 3 Amader Poribesh Chapter 4

১০. চিহ্ন দিয়ে আঁকা ছবিকে কী বলা হয়?

👉 উত্তরঃ চিহ্ন দিয়ে আঁকা ছবিকে মানচিত্র বা ম্যাপ বলা হয়।

১১. মানচিত্রে জেলার অবস্থান কীভাবে বোঝানো হয়?
👉 উত্তরঃ প্রতিটি জেলাকে আলাদা আলাদা রঙ দিয়ে বোঝানো হয়, যাতে সহজে চেনা যায়।

১২. রাজ্যের মানচিত্রে গাছ, পুকুর দেখানো হয় না কেন?
👉 উত্তরঃ কারণ এই জিনিসগুলো ছোটো হওয়ায় মানচিত্রে সেগুলো দেখানো যায় না।

১৩. মানচিত্রের ওপরের দিক কোনটা?
👉 উত্তরঃ মানচিত্রের ওপরের দিককে উত্তর দিক ধরা হয়।

১৪. মানচিত্রের ডান দিক কোনটি?
👉 উত্তরঃ মানচিত্রের ডান দিকটি পূর্ব দিক হিসেবে ধরা হয়।

১৫. এখনও অনেক মানুষ কী ধরনের বাড়িতে থাকেন?
👉 উত্তরঃ অনেকেই এখনো মাটির তৈরি ঐতিহ্যবাহী বাড়িতে বসবাস করেন।

১৬. অনেক বাড়ির চারপাশে কী দিয়ে ঘেরা থাকে?
👉 উত্তরঃ দরমা বা বাঁশের বেড়া দিয়ে ঘেরা থাকে।

১৭. ছিটেবেড়ায় কী তৈরি করা হয়?
👉 উত্তরঃ ছিটেবেড়ায় মাটি ও কঞ্চি দিয়ে দেয়াল তৈরি করা হয়।

১৮. পাতা সাজিয়ে ঘরের কী তৈরি করা হয়?
👉 উত্তরঃ পাতা সাজিয়ে ঘরের চাল বা ছাউনি তৈরি করা হয়।

১৯. পাথরের বাড়ির দেয়াল কীভাবে তৈরি হয়?
👉 উত্তরঃ একটার ওপর আরেকটা পাথর সাজিয়ে দেয়াল তৈরি করা হয়।

২০. পাথরের ফাঁকগুলোয় কী বসানো হয়?

👉 উত্তরঃ সিমেন্ট ও বালি মিশিয়ে পাথরের জোড়াগুলো শক্ত করা হয়।

২১. মানুষ বাড়ি তৈরির উপকরণ কোথা থেকে পায়?
👉 উত্তরঃ প্রকৃতি থেকেই মানুষ কাঠ, মাটি, পাথর ইত্যাদি উপকরণ সংগ্রহ করে।

২২. মানুষ কীভাবে বুদ্ধি ব্যবহার করেছে বাড়ি বানাতে?
👉 উত্তরঃ প্রকৃতি থেকে পাওয়া উপাদানগুলো মানুষ নিজের বুদ্ধি ও প্রযুক্তি ব্যবহার করে বাড়ি তৈরির উপযোগী করে নিয়েছে।

WB Class 3 Amader Poribesh Chapter 4

WB Class 3 Amader Poribesh Chapter 4
WB Class 3 Amader Poribesh Chapter 4

📚 অতিরিক্ত ছোট প্রশ্নোত্তর

১. তিনু কেন পাহাড়ে চলে গিয়েছিল?
👉 উত্তরঃ কারণ তার বাবা পাহাড়ি এলাকায় বদলি হয়েছেন, তাই তিনু বাবার সঙ্গে সেখানে গেছে।

২. দাদুর ছবিতে কী দেখা গিয়েছিল?
👉 উত্তরঃ পাহাড়ের ঢালে থাকা একটি বাড়ি, পাশে গভীর খাদ ও তার ওপর একটি ছোটো ব্রিজ।

৩. যারা ছবি আঁকতে পারে না তারা কীভাবে জিনিস বোঝায়?
👉 উত্তরঃ প্রতিটি জিনিস বোঝাতে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে বোঝায়।

৪. যদি কোনো চিহ্ন বোঝা না যায়, তবে কী করা উচিত?
👉 উত্তরঃ সেই চিহ্নের পাশে জিনিসটির নাম লিখে দেওয়া উচিত।

৫. মানচিত্রে দিক বোঝানোর নিয়ম কী?
👉 উত্তরঃ মানচিত্রে উপরের দিক উত্তর, নিচে দক্ষিণ, ডান দিকে পূর্ব ও বাম দিকে পশ্চিম ধরা হয়।

৮. পাকাবাড়ি করতে কী কী লাগে?
👉 উত্তরঃ পাকাবাড়ি তৈরি করতে লাগে পাকা ইট, বালি, সিমেন্ট এবং জল।

৯. ছিটেবেড়ার দেয়াল কীভাবে তৈরি করা হয়?
👉 উত্তরঃ কঞ্চি দিয়ে বেড়া তৈরি করে তার ওপর কাদামাটি লেপে দেয়াল তৈরি করা হয়।

১০. আগে এখন বাড়ি তৈরির উপকরণে কী পরিবর্তন হয়েছে?

👉 উত্তরঃ আগে বাড়ি তৈরি হতো বাঁশ, কঞ্চি, তালগাছ, খেজুরগাছ, খড় ও পাতায়
এখন বাড়ি তৈরি হয় ইট, টালি, টিন, অ্যাসবেস্টস, লোহা, সিমেন্ট ও পাথর দিয়ে।

WB Class 3 Amader Poribesh Chapter 4

১১. মানুষ বাড়িকে সুন্দর করার জন্য কী কী ব্যবস্থা করেছে?
👉 উত্তরঃ মানুষ বাড়িকে সুন্দর ও আরামদায়ক করতে টিউবওয়েল, বেসিন, কল, বৈদ্যুতিক আলো, ফ্যান ও পাইপলাইন বসিয়েছে।

১২. বাড়ির ছাদ কত রকমের হয়?
👉 উত্তরঃ বাড়ির ছাদ হতে পারে কড়ি-বরগার পেটাই ছাদ, ঢালাই ছাদ, টালি ছাওয়া ছাদ বা খড়ের ছাদ।

১৩. বাড়ি তৈরির জন্য কী কী দরকার তা বোঝার জন্য দিদিমণি কী বললেন?
👉 উত্তরঃ দিদিমণি বললেন, মাটির বাড়ি, দরমার বাড়ি ও পাকাবাড়ি দেখে বুঝতে, কোন উপকরণ সবচেয়ে দরকার তা চিন্তা করতে।

১৪. কোথায় বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে?
👉 উত্তরঃ

  • নদীর পাড়ে: ভাঙনে বাড়ি ভেসে যেতে পারে।
  • বড়ো রাস্তায়: লরি–বাসের শব্দ ও ধুলোয় কষ্ট হয়।
  • বাজারের পাশে: দুর্গন্ধ ও শব্দ দূষণ হয়।

১৫. পাথরের খাদানের পাশে বাড়ি করলে কী অসুবিধা হয়?
👉 উত্তরঃ পাথরের গুঁড়ো বাতাসে উড়ে শ্বাসকষ্ট ও ধুলো দূষণ ঘটায়, এবং লরি চলাচলে সমস্যা হয়।

১৬. পিকু খাঁ খাঁ মাঠে বাড়ি করতে মুশকিল বলল কেন?
👉 উত্তরঃ মাঠে কোনো গাছপালা বা ছায়া না থাকায় গরমে থাকা কষ্টকর, তাই বাড়ির পাশে গাছ থাকা দরকার।

১৭. নদীর পাড়ে বাড়ি করলে কী সতর্কতা প্রয়োজন?
👉 উত্তরঃ নদীর ভাঙা পাড়ে বাড়ি না করা উচিত এবং পাড় ধস রোধে বাঁধ তৈরি করা দরকার।

১৮. কয়লাখনি অঞ্চলে বাড়ি করার সময় কী বিষয়ে সতর্ক থাকা উচিত?
👉 উত্তরঃ কয়লা তোলার ফলে মাটিতে ফাঁপা জায়গা হয়, ফলে মাটি ধসে পড়ার ভয় থাকে. তাই জায়গা বাছাইয়ে সতর্ক হতে হবে।

১৯. বন্যাপ্রবণ অঞ্চলে বাড়ি কেমন হওয়া উচিত?
👉 উত্তরঃ বন্যাপ্রবণ এলাকায় বাড়ির মেঝে উঁচু ও পিলারের ওপর দোতলা পাকাবাড়ি হওয়া উচিত।

২০. যাযাবর জীবন বলতে কী বোঝায়?

👉 উত্তরঃ যাযাবর জীবন মানে এক জায়গায় না থেকে ঘুরে ঘুরে থাকা. মানুষ যখন খাবার বা জল শেষ হয়ে যেত, তখন তারা অন্য জায়গায় যেত।

WB Class 3 Amader Poribesh Chapter 4

২১. যাযাবর মানুষেরা কোথায় থাকত?
👉 উত্তরঃ তারা গাছতলায়, খোলা আকাশের নিচে, ছোট গুহায় বা তাঁবুতে থাকত।

২২. তাঁবু কীভাবে তৈরি হতো?
উত্তরঃ তাঁবু পশুর চামড়া জুড়ে তৈরি করা হতো, যেখানে পরিবার ও শিশুরা থাকত।

২৩. যাযাবররা পাহারা দিত কেন?
👉 উত্তরঃ যাতে অন্য দল তাদের পশু চুরি না করে বা বন্য প্রাণী আক্রমণ না করে।

WB Class 3 Amader Poribesh Chapter 4

WB Class 3 Amader Poribesh Chapter 4
WB Class 3 Amader Poribesh Chapter 4

শূন্য স্থান পূরণ কর 

১. ভূমিকম্পে বাড়ি ………………যায়।
২. নদীর যে পাড় …………..সেই পাড়ে বাড়ি না করাই ভালো।
৩. কয়লা তুলে কয়লার ……………বালি দিয়ে বুজিয়ে দিতে হয়।
৪. মরিয়মদের গ্রামে ……………হয়।
৫. খুব জোরে ঝড় হয় …………….।

৬. বাড়ি করতে তো …………..লাগে।
৭. কাছেই ………………..।
৮. খাওয়ার …………..আনতেই দিন কেটে যাবে।
৯. আমার দাদুদের বাড়িতে …………..খুব উৎপাত।
১০. দুপুরের পর …………..গন্ধও আসবে।

উত্তরঃ

১. ফেটে  ২. ভাঙছে ৩. খাদ  ৪. বন্যা  ৫. সাগরে ৬. উঁচু জমি  ৭. পাথরের খাদান ৮. জল  ৯. হাতির  ১০. বার্জে

Related Post

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 5 Amader Poribesh Chapter 1: Human Body – Complete Question-Answer Guide

Class 5 amader poribesh chapter 2 Quition and Answar ভৌত পরিবেশ

WB Class 5 Amader Poribesh Chapter 3 Question & Answar Sure Success

WB Class 5 Amader Poribesh Chapter 4 Question & Answar Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index