wbclassroom.in

Class 4 Amader Poribesh Chapter 9

Class 4 Amader Poribesh Chapter 9 আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ প্রশ্নোত্তর 2025 | সহজ প্রস্তুতি

চতুর্থ শ্রেণী

পরিবেশ

অধ্যায়

আধুনিক সভ্যতা পরিবেশের সংরক্ষণ

Class 4 Amader Poribesh Chapter 9 আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ প্রশ্নোত্তর 2025 পড়ুন। সহজ ভাষায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার প্রস্তুতি এখন এক জায়গায়। পরীক্ষার জন্য নির্ভরযোগ্য নোট।”

Class 4 Amader Poribesh Chapter 9

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রশ্ন : সামাজিক প্রাণী বলতে কী বোঝায়?
উত্তর: যারা দলবদ্ধভাবে মানুষের সঙ্গে বসবাস করে তাদেরকে সামাজিক প্রাণী বলা হয়।

প্রশ্ন : কে বড়সমাজ নাকি পরিবার?
উত্তর: সমাজ বড়।

প্রশ্ন : আত্মীয় বলতে কী বোঝায়?
উত্তর: একই পরিবারের শাখা-প্রশাখাকে আত্মীয় বলা হয়।

প্রশ্ন: কোন পরিবারের প্রধান বলতে শুধু মাকে বোঝানো হয়?
উত্তর: মেঘালয়ের খাসিয়াদের সমাজে।

প্রশ্ন: আমাদের আদিপুরুষ এবং খাসিয়াদের আদি কে?
উত্তর: মাতা।

প্রশ্ন: সংস্কৃতি কী কী নিয়ে গঠিত?
উত্তর: ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, নাচ, গান, উৎসব ও শিল্পকলা।

প্রশ্ন: ব্যবহারের জন্য ফসল কোথায় রাখা হত?
উত্তর: গোলায়।

প্রশ্ন: কোন জিনিস চাষের কাজে লাগে না? (কাস্তে/বেলুন/কোদাল/লাঙল)
উত্তর: বেলুন।

প্রশ্ন ২৬: কোথায় গম বাজরার চাষ বেশি হয়?
উত্তর: পাঞ্জাবে।

প্রশ্ন: নটে শাক রান্নায় কী ব্যবহার করা হত?
উত্তর: ফুলবড়ি ও আদার রস।

প্রশ্ন ১০: আগে কোন শাকের চচ্চড়ি করা হত?
উত্তর: বেথুয়া শাক।

প্রশ্ন ১১: ভারত থেকে সারা বিশ্বে কোন জিনিস বিক্রি হত?
উত্তর: মশলা, রসগোল্লা, সরভাজা ও সরপুরিয়া।

Class 4 Amader Poribesh Chapter 9

আরও পড়ুন    WestBengal Class 3 First Chapter Solution ।। পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় সত্যি সোনা সমাধান।

প্রশ্ন ১২: খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান কী?
উত্তর: বিভিন্ন ধরনের পানীয়।

প্রশ্ন ১৩: উৎসবে খাবারের অপচয় করা উচিত কি?
উত্তর: উচিত নয়।

প্রশ্ন ১৪: মাছ কারা ধরে?
উত্তর: জেলেরা।

প্রশ্ন ১৫: বাড়তি খাবার কোথায় রাখা হয়?
উত্তর: ফ্রিজ বা হিমঘরে।

প্রশ্ন ১৬: মানুষ প্রথমে কী শিখেছিলখাদ্যের বিনিময় নাকি কেনাবেচা?
উত্তর: খাদ্যের বিনিময় (দেওয়া-নেওয়া)।

প্রশ্ন ১৭: কোথায় জল পাওয়া যায় না?
উত্তর: মরুভূমিতে।

প্রশ্ন ১৮: প্রাকৃতিক দুর্যোগ হলে অনেক সময় বিনা পয়সায় খাবার পাওয়া যায়ঠিক নাকি ভুল?
উত্তর: ঠিক।

প্রশ্ন ১৯: পিঁপড়ে কোন ঋতুতে খাবার জমায়?
উত্তর: গরমকালে।

প্রশ্ন ২০: ইঁদুর কি খাবার জমিয়ে রাখতে পারে?
উত্তর: ঠিক।

প্রশ্ন ২১: মৌমাছি কোথায় খাবার জমায়?
উত্তর: মৌচাকে।

আরও পড়ুন    তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায় দেয়ালের ছবি প্রশ্ন ও উত্তর । WB Class 3 Chapter 4 Suggestions

Class 4 Amader Poribesh Chapter 9

প্রশ্ন ২২: গাছেরা কি খাদ্য জমা রাখতে পারে?
উত্তর:  ঠিক।

প্রশ্ন ২৩: আলু কোথায় রাখা হয়?
উত্তর: হিমঘরে।

প্রশ্ন ২৪: কোন খাবার দীর্ঘদিন ভালো থাকেযখন তাতে জল বেশি থাকে, নাকি কম থাকে?
উত্তর: কম থাকলে।

প্রশ্ন ২৫: শুটকি মাছের মধ্যে নুন কম থাকে নাকি বেশি থাকে?
উত্তর: বেশি থাকে।

প্রশ্ন ২৬: খাবারকে জীবাণু থেকে রক্ষা করতে কী মেশানো হয়?
উত্তর: নুন।

প্রশ্ন ২৭: ফলমূল কীভাবে ভালো রাখা যায়?
উত্তর: মধুতে ডুবিয়ে রেখে।

প্রশ্ন ২৮: জারক রসে কী মেশানো থাকে?
উত্তর: গুল্ম।

প্রশ্ন ২৯: জারক রস কেন তৈরি করা হয়েছিল?
উত্তর: খাবার শুকিয়ে রাখার জন্য।

প্রশ্ন ৩০: আচার রোদে শুকানো হয় কেন?
উত্তর: অনেকদিন ভালো রাখার জন্য।

 

Class 4 Amader Poribesh Chapter 9
Class 4 Amader Poribesh Chapter 9

প্রশ্ন ৩১: মাছের কোন অংশ প্যাকেটজাত করা হয়?
উত্তর: দেহ।

Class 4 Amader Poribesh Chapter 9

প্রশ্ন ৩২: খাবারের প্যাকেটে বাতাস ঢুকতে না দিলে কী হয়?
উত্তর: খাবার ভালো থাকে।

প্রশ্ন ৩৩: তরল খাবার বিশেষ ধরনের কাগজ বা টিনের প্যাকেটে বায়ুশূন্য অবস্থায় রাখা যায়ঠিক নাকি ভুল?
উত্তর: ঠিক।

প্রশ্ন ৩৪: প্যাকেটজাত খাবারে নানান পদার্থ কেন মেশানো হয়?
উত্তর:খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে।

প্রশ্ন৩৫.শিলং থেকে মফলং বনভূমি কত কিমি দূরে অবস্থিত?
উত্তর: ২৫ কিমি।

প্রশ্ন৩৬.আরাবারি কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিম মেদিনীপুর জেলায়।

প্রশ্ন৩৭. জামভাজি কোথাকার মানুষ ছিলেন?
উত্তর: রাজস্থানের মানুষ ছিলেন।

প্রশ্ন৩৮.বিশনয়রা জামভাজির কটি উপদেশ মেনে চলে?
উত্তর: ২৯টি উপদেশ।

প্রশ্ন৩৯.বিশনয় মানে কী?
উত্তর: উনত্রিশ।

প্রশ্ন৪০.তিন্নির অসুখ কী ছিল?
উত্তর: তিন্নির প্রচণ্ড কাশি হত এবং শ্বাসকষ্ট ছিল।

প্রশ্ন৪১.খালটা মজে গেল কীভাবে?
উত্তর: গ্রামের যাবতীয় নোংরা, প্লাস্টিক, বোতল ও প্যাকেট খালে ফেলার কারণে জলের প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খালটি মজে যায়।

প্রশ্ন৪২.পোকামারা বিষ খালের কী ক্ষতি করল?
উত্তর: চাষের জমি থেকে পোকামারা বিষ নালার মাধ্যমে খালে মিশে গিয়ে মাছেদের মেরে ফেলেছিল।

আরও পড়ুন    চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ  Class 4 Environmental Studies All Chapters

Class 4 Amader Poribesh Chapter 9

নিচের কোনগুলো ঠিক আর কোনগুলো ভুল?

  1. বাঘ শান্ত, গরু হিংস্র – ❌ ভুল
  2. তাড়াতাড়ি বড় হয় এমন পশুকেই মানুষ পোষ মানাতে চেয়েছিল – ✅ ঠিক
  3. মানুষ চাষের সুবিধার জন্য পোষ মানতে চেয়েছিল – ✅ ঠিক
  4. প্রথম পোষ মানা প্রাণী ছিল কুকুর – ✅ ঠিক
  5. উটকে মানুষ পোষ মানাতে পারেনি – ❌ ভুল
  6. বাঘ খুব সহজে পোষ মানত – ❌ ভুল
  7. তৃণভোজী প্রাণীদের খাদ্য মাংসাশী প্রাণীরা – ❌ ভুল
  8. হরিণ দৌড়ে বা লাফিয়ে পালাতে পারে – ✅ ঠিক

আরও পড়ুন     “WB Class 4 Science Chapter 1 for success : পরিবেশের উপাদান ও জীবজগৎ প্রশ্ন ও উত্তর”

Class 4 Amader Poribesh Chapter 9

Class 4 Amader Poribesh Chapter 9
Class 4 Amader Poribesh Chapter 9

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর   Class 4 Amader Poribesh Chapter 9

. পবিত্র বনভূমি সম্বন্ধে দুকথা লেখো।

উত্তর: মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে মফলং বনভূমি অবস্থিত। এই ঘন জঙ্গলে কুর্জি গাছ ও বহু ভেষজ উদ্ভিদ রয়েছে। খাসি ও জয়ন্তিয়া জনগোষ্ঠী বনভূমিকে রক্ষা করে। এখানে ফুল, ফল ও পাতা ছেঁড়া নিষিদ্ধ।

. বিশনয়ি মেয়েরা কীভাবে প্রাণ দিল?

উত্তর: রাজার লোকেরা গাছ কাটতে এলে বিশনয়ি মেয়েরা গাছ জড়িয়ে ধরে তাদের বাধা দিয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে সৈন্যরা গাছের সঙ্গে তাদেরও হত্যা করে।

. হিমালয়ের গাছকাটা কেন ভারত সরকার নিষিদ্ধ করলেন?

উত্তর: পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা মানুষকে গাছ রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। গ্রামবাসীরা গাছ বাঁচাতে গাছ জড়িয়ে ধরেছিল। এই আন্দোলনের ফলে ভারত সরকার হিমালয়ে নীচু জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করেন।

. জামভাজি কে ছিলেন?

উত্তর: প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে জামভাজি নামে এক জ্ঞানী ব্যক্তি জন্মেছিলেন। তিনি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, শান্তিতে বসবাস করতে এবং পরিবেশ ভালো রাখতে উপদেশ দিতেন।

আরও পড়ুন    চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীর – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা নোট)”

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index