ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ
অধ্যায় ১২
বর্জ্য পদার্থ
WB Class 6 Amader Poribesh Chapter 12 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বাদশ অধ্যায় (বর্জ্য পদার্থ ) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
ঠিক উত্তর নির্বাচন করো: WB Class 6 Amader Poribesh Chapter 12
১. কম্পোস্ট হলো—
(A) তেজস্ক্রিয় পদার্থ
(B) রাসায়নিক কীটনাশক
(C) জৈবসার ✔
(D) ওষুধ
২. আবর্জনা প্রক্রিয়াকরণের উপায়—
(A) মূলত একটি
(B) সাধারণত দুটি
(C) সাধারণত তিনটি
(D) বিভিন্ন ✔
৩. ঘরবাড়ি, স্কুল ও বাজারে তৈরি হয় প্রচুর—
(A) খেলার পুতুল
(B) সোনার গহনা
(C) আবর্জনা ✔
(D) লোহার সামগ্রী
৪. প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা—এটি 4R পদ্ধতির কোন অংশ?
(A) Reduce
(B) Reuse
(C) Recycle
(D) Refuse ✔
৫. জৈব-অভঙ্গুর বর্জ্যের উদাহরণ—
(A) ইনজেকশনের সিরিঞ্জ ✔
(B) ফলের খোসা
(C) পুরোনো কাগজ
(D) খড়
৬. বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে উদ্ধার করা হয়—
A) সম্পদ ✔
(B) জৈবগ্যাস
(C) খনিজ লবণ
(D) তেল
৭. নিচের যে বর্জ্যটি সবচেয়ে ক্ষতিকর—
(A) মাছের আঁশ
(B) প্লাস্টিক ✔
(C) নারকেল ছোবড়া
(D) ডিমের খোসা
৮. কলকারখানা ও হাসপাতালের বর্জ্য আমাদের—
(A) ক্ষতি করে না
(B) অল্প ক্ষতি করে
(C) অনেক বেশি ক্ষতি করে ✔
(D) কোনোটিই নয়
৯. জৈব-ভঙ্গুর বর্জ্য হলো—
(A) সবজির খোসা ✔
(B) পলিথিন
(C) প্লাস্টিক বোতল
(D) কাচ
১০. কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্যে থাকে—
(A) সোনা
(B) লোহা
(C) ক্যাডমিয়াম ✔
(D) অ্যালুমিনিয়াম
WB Class 6 Amader Poribesh Chapter 12
১১. প্লাস্টিকের ঠোঙার বর্জ্যের প্রকৃতি—
(A) তরল
(B) কঠিন ✔
(C) গ্যাসীয়
(D) কোনোটিই নয়
১২. বাড়ির আবর্জনা সংগ্রহ করে পৌরসংস্থার গাড়িতে দেওয়া দায়িত্ব—
(A) গৃহস্থের ✔
(B) পৌরকর্মীর
(C) পঞ্চায়েতের
(D) সমাজসেবকদের
১৩. নিচের কোন বর্জ্য সহজে পচে মাটিতে মেশে?
(A) কম্পিউটারের কেবিনেট
(B) পটলের খোসা ✔
(C) প্লাস্টিক পাইপ
(D) কাচের টুকরো
১৪. কোনটি বিপজ্জনক নয়?
(A) গৃহস্থালির আবর্জনা ✔
(B) হাসপাতালের আবর্জনা
(C) রং কারখানার বর্জ্য
(D) বিস্ফোরক পদার্থ
১৫. DDT মাটির সাথে—
(A) সম্পূর্ণ ভেঙে যায়
(B) আংশিক ভাঙে
(C) ভেঙে যায় না ✔
(D) বলা যায় না
১৬. গৃহস্থালি জৈব বর্জ্য কম্পোস্টে পরিণত হয়—
(A) বিদ্যুৎ দিয়ে
(B) যন্ত্র দিয়ে
(C) পচনের মাধ্যমে ✔
(D) তাপে
১৭. থার্মোকল বর্জ্যের ধরন—
(A) কঠিন বর্জ্য ✔
(B) তরল
(C) গ্যাসীয়
(D) অর্ধতরল
১৮. পরিবেশে আবর্জনা আমাদের—
(A) উপকার করে
(B) অপকার করে ✔
(C) উভয়ই
(D) কোনোটিই নয়
WB Class 6 Amader Poribesh Chapter 12

সঠিক (✓) বা ভুল (✗) দাগ দাও:
| ১. পরমাণু বিস্ফোরণে তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয় না। | |
| ২. বাতিল ব্যাটারি জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ। | |
| ৩. বিস্কুটের প্যাকেট পরিবেশের ক্ষতি করে না। | |
| ৪. কলকারখানার চিমনি থেকে কার্বন মনোক্সাইড বের হয়। | |
| ৫. পুরোনো লোহা পুনর্ব্যবহার করা সম্ভব। | |
| ৬. দূষিত জল পান করলে ম্যালেরিয়া হয়।
উত্তরঃ |
১.✗ ২.✓ ৩.✗ ৪.✓ ৫.✓ ৬.✗
WB Class 6 Amader Poribesh Chapter 12
একটি বাক্যে উত্তর দাও:
১. যে পদার্থ ব্যবহারযোগ্য নয় এবং ফেলে দেওয়া হয়, তাকে কী বলে?
উত্তরঃ তাকে বর্জ্য পদার্থ বলে।
২. পুরোনো লোহা থেকে নতুন লোহার জিনিস তৈরি করাকে কী বলে?
উত্তরঃ একে পুনর্ব্যবহার বলে।
৩. কোন বর্জ্যকে ‘নিঃশব্দ ঘাতক’ বলা হয়?
উত্তরঃ তেজস্ক্রিয় বর্জ্যকে।
৪. ডিডিটি (DDT)-এর সম্পূর্ণ নাম কী?
উত্তরঃ ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন।
৫. দীর্ঘদিন জমে থাকা আবর্জনা থেকে কোন গ্যাস বের হয়?
উত্তরঃ মিথেন গ্যাস।
৬. দূষিত জল পান করলে কোন রোগ হতে পারে?
উত্তরঃ কলেরা ও টাইফয়েড।
৭. গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস কী?
উত্তরঃ শিল্পকারখানা ও কলকারখানা।
৮. কম্পোস্ট কী?
উত্তরঃ জৈব পদার্থ পচে তৈরি হওয়া সারকে কম্পোস্ট বলে।
৯. বায়োগ্যাস কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ মিথেন ও কার্বন ডাইঅক্সাইড দিয়ে।
১০. একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ লেখো।
উত্তরঃ কার্বন মনোক্সাইড।
১১. ব্যবসাক্ষেত্রে পাওয়া বর্জ্যের একটি উদাহরণ লেখো।
উত্তরঃ কাগজ, প্লাস্টিক, কাঠের গুঁড়ো ইত্যাদি।
WB Class 6 Amader Poribesh Chapter 12

দু–একটি বাক্যে উত্তর দাও
১. বর্জ্য পদার্থ বলতে কী বোঝো?
উত্তরঃ বর্জ্য পদার্থ হলো এমন সব কঠিন, তরল বা গ্যাসীয় উপাদান যেগুলো ব্যবহারের পর আর কোনো কাজে লাগে না। যেমন— ভাঙা কাচ বা সবজির খোসা।
২. দুটি ইলেকট্রনিক বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ ইলেকট্রনিক বর্জ্যের উদাহরণ হলো— পুরোনো ব্যাটারি এবং নষ্ট রেডিও।
৩. কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ ব্যবহারের পর যেসব বস্তু অব্যবহারযোগ্য কঠিন অবস্থায় থাকে, তাদের কঠিন বর্জ্য বলে। উদাহরণ— প্লাস্টিক, কাগজ, ভাঙা কাচ।
৪. তরল বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব অব্যবহৃত তরল পদার্থ পরিবেশে দূষণ সৃষ্টি করে, তাদের তরল বর্জ্য বলা হয়। যেমন— নর্দমার জল, প্রস্রাব।
৫. গ্যাসীয় বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ পরিবেশে নিঃসৃত হয়ে দূষণ তৈরি করে এমন ক্ষতিকর গ্যাসকে গ্যাসীয় বর্জ্য বলা হয়। উদাহরণ— কার্বন মনোক্সাইড, ধোঁয়া।
WB Class 6 Amader Poribesh Chapter 12
৬. জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব বর্জ্য অণুজীব দ্বারা সহজেই পচে মাটির সঙ্গে মিশে যায়, তাদের জৈবভঙ্গুর বর্জ্য বলে। যেমন— ফল ও সবজির খোসা।
৭. জৈব–অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব বর্জ্য অণুজীব দ্বারা পচে না এবং দীর্ঘদিন পরিবেশে থেকে যায়, তাদের জৈব-অভঙ্গুর বর্জ্য বলে। যেমন— প্লাস্টিক, রাবার।
৮. ল্যান্ডফিল কী?
উত্তরঃ বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে জমা করে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পদ্ধতিকে ল্যান্ডফিল বলা হয়। এটি বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রচলিত পদ্ধতি।
৯. প্লাস্টিককে কেন জৈব–অবিয়োজনশীল বর্জ্য বলা হয়?
উত্তরঃ প্লাস্টিক অণুজীব দ্বারা পচে না এবং বহু বছর পরিবেশে রয়ে যায়, তাই এটি জৈব-অবিয়োজনশীল বর্জ্য হিসেবে পরিচিত।
১০. বর্জ্যের পুনর্ব্যবহার কী?
উত্তরঃ বর্জ্য পদার্থকে আবার নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়াকে পুনর্ব্যবহার বলা হয়। উদাহরণ— জৈব বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করা।
WB Class 6 Amader Poribesh Chapter 12
Related Post
WB Class 6 Amader Poribesh Chapter 11 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 10 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 9 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 8 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 7 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 6 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 5 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success
WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


