wbclassroom.in

WB Class 6 Amader Poribesh Chapter 11

WB Class 6 Amader Poribesh Chapter 11 Questions and Answars Sure Success

ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ

অধ্যায় ১১

কতকগুলি বিশেষ প্রাণীর

বাসস্থান ও আচার-আচরণ

 

WB Class 6 Amader Poribesh Chapter 11 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের নবম অধ্যায়  (কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

জীবজগৎ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  WB Class 6 Amader Poribesh Chapter 11

 

১. সিহর্স কি একধরনের মাছ?

উত্তরঃ হ্যাঁ, সি-হর্স একধরনের মাছ।

২. সাপের কি কান থাকে?

উত্তরঃ না, সাপের বাহ্যিক কান থাকে না।

৩. শিম্পাঞ্জি কি আফ্রিকা ছাড়া অন্যত্র পাওয়া যায়?

উত্তরঃ না, শিম্পাঞ্জির প্রাকৃতিক আবাস কেবল আফ্রিকার জঙ্গল।

৪. পিঁপড়েদের দাসী, সৈন্য শ্রমিকসবাই কার মেয়ে?

উত্তরঃ রানির মেয়ে।

৫. মৌচাক কোন পদার্থ দিয়ে তৈরি?

উত্তরঃ মোম দিয়ে।

WB Class 6 Amader Poribesh Chapter 11

৬. তিমি কোন ধরনের প্রাণী?

উত্তরঃ তিমি একধরনের স্তন্যপায়ী প্রাণী।

৭. ছত্রাক চাষ করে কোন পিঁপড়ে?

উত্তরঃ চাষি পিঁপড়ে।

৮. কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে?

উত্তরঃ চন্দ্রবোড়া।

৯. আচরণ বিজ্ঞান কাকে বলে?

উত্তরঃ জীবজন্তু বা পোকামাকড়ের আচরণ নিয়ে গবেষণাকে আচরণ বিজ্ঞান বলে।

১০. চার্লস ডারউইনের বিখ্যাত বই কোনটি?

উত্তরঃ অরিজিন অব স্পিসিস।

WB Class 6 Amader Poribesh Chapter 11
WB Class 6 Amader Poribesh Chapter 11

১১. ডারউইনের ভ্রমণজাহাজের নাম কী?

উত্তরঃ এইচ এম এস বিগল।

১২. কোন বিজ্ঞানী পোকামাকড়দের মহাকাব্য লিখেছেন?

উত্তরঃ জাঁ আঁরি ফ্যাবা।

১৩. বন্য শিম্পাঞ্জিদের আচরণ প্রথম তুলে ধরেন কে?

উত্তরঃ জেন গুডাল।

১৪. একজন বিখ্যাত ভারতীয় অরনিথোলজিস্টের নাম লেখো।

উত্তরঃ সালিম আলি।

১৫. ‘বাংলার কীটপতঙ্গবইটির লেখক কে?

উত্তরঃ গোপালচন্দ্র ভট্টাচার্য।

WB Class 6 Amader Poribesh Chapter 11

১৬. নালসো কাদের বলা হয়?

উত্তরঃ লাল পিঁপড়েদের।

১৭. উইপোকা কোন খাবার হজম করতে পারে?

উত্তরঃ সেলুলোজ জাতীয় খাবার।

১৮. মৌমাছির কয়টি ডানা থাকে?

উত্তরঃ চারটি।

১৯. পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী কোনটি?

উত্তরঃ হাতি।

২০. মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে কোন প্রাণীর?

উত্তরঃ শিম্পাঞ্জির।

২১. শিম্পাঞ্জি কোথায় পাওয়া যায়?

উত্তরঃ আফ্রিকার গভীর জঙ্গলে।

২২. হাতির দাঁত সাধারণত কত লম্বা হয়?

উত্তরঃ প্রায় ৬–৭ ফুট।

২৩. শিম্পাঞ্জির মতোই বুদ্ধিমান একটি প্রাণীর নাম বলো।

উত্তরঃ কাক।

২৪. স্ত্রী মশা রক্তপান করে কেন?

উত্তরঃ ডিম পাড়ার জন্য।

WB Class 6 Amader Poribesh Chapter 11

২৫. কোন মশা উড়তে গিয়ে শব্দ করে?

উত্তরঃ অ্যানোফিলিস মশা।

২৬.মাছকে সামনে এগোতে কোন পাখনা সাহায্য করে?

উত্তরঃ বক্ষপাখনা।

২৭. মাছের শ্বাস নেওয়ার অঙ্গ কী?

উত্তরঃ ফুলকা।

২৮. কোন মাছের বাবাই তার বাচ্চা বড় করে?

উত্তরঃ সি-হর্স।

২৯. বাঘের প্রিয় খাদ্য কী?

উত্তরঃ হরিণ ও বন্য শূকর।

৩০. বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে কেন?

উত্তরঃ জঙ্গলে আত্মগোপন করার জন্য।

৩১. সদ্যোজাত নীল তিমির ওজন কত?

উত্তরঃ প্রায় ২৫০০ কেজি।

৩২. সদ্যোজাত নীল তিমির দৈর্ঘ্য কত?

উত্তরঃ প্রায় ৭ মিটার।

৩৩. কোন প্রাণী কখনোই পুরোপুরি ঘুমায় না?

উত্তরঃ তিমি।

WB Class 6 Amader Poribesh Chapter 11

WB Class 6 Amader Poribesh Chapter 11
WB Class 6 Amader Poribesh Chapter 11

দুএকটি বাক্যে উত্তর দাও

১. আচরণ বিজ্ঞান কাকে বলে? একজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো।

উত্তরঃ জীবজন্তু ও পোকামাকড়ের আচরণ, চলন, অভ্যাস ও সামাজিক আচরণ নিয়ে যে জীববিজ্ঞানের শাখা আলোচনা করে তাকে আচরণ বিজ্ঞান বলা হয়। এ বিষয়ে বিখ্যাত আচরণ বিজ্ঞানী হলেন জাঁ আঁরি ফ্যাবা

২. কালো পিঁপড়েরা কীভাবে লাল পিঁপড়ের সেবক হয়?

উত্তরঃ যুদ্ধবাজ লাল পিঁপড়ে কালো পিঁপড়েদের আক্রমণ করে তাদের ডিম ছিনিয়ে নিজেদের বাসায় নিয়ে যায়। সেই ডিম থেকে জন্মানো কালো পিঁপড়ে বড় হলে সারা জীবন লাল পিঁপড়ের দাসত্ব করে।

৩. উইপোকা রোদে থাকতে পারে না কেন?

উত্তরঃ উইপোকার শরীরে শক্ত বহিঃকঙ্কাল না থাকার কারণে রোদে তাদের দেহের জল দ্রুত বাষ্পীভূত হয়। ফলে শরীর শুকিয়ে গিয়ে তারা মারা যায়।

৪. দুটি সামাজিক পতঙ্গের নাম লেখো।

উত্তরঃ দুটি সামাজিক পতঙ্গ হল পিঁপড়ে এবং মৌমাছি

৫. একটি উইঢিবি কতটা উঁচু হতে পারে? উইঢিবি কোন উপাদানে তৈরি?

উত্তরঃ উইঢিবি কখনো কখনো ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। উইপোকারা মাটি ও তাদের মুখ থেকে নিঃসৃত লালা মিশিয়ে শক্ত কাঠামোর এই ঢিবি তৈরি করে।

WB Class 6 Amader Poribesh Chapter 11

৬. শত্রুকে আক্রমণ করলে শ্রমিক মৌমাছি মারা যায় কেন?

উত্তরঃ শ্রমিক মৌমাছির খাঁজকাটা হুল শত্রুর দেহে ঢুকলে তা মৌমাছির পেটের সঙ্গে আটকে যায়। হুলটি ছিঁড়ে গেলে মৌমাছির অভ্যন্তরীণ অঙ্গক্ষতি হয় এবং সে মারা যায়।

৭. সিহর্স কীভাবে বংশবৃদ্ধি করে?

উত্তরঃ পুরুষ সি-হর্সের লেজের কাছে একটি বিশেষ থলি থাকে যেখানে স্ত্রী সি-হর্স ডিম রাখে। পুরুষ সি-হর্স সেই ডিম পাহারা দেয় এবং ডিম ফুটে ছানা বের হলে থলির ভিতরেই তাদের লালন-পালন করে।

৮. বাঘের দৃষ্টিশক্তি প্রখর কেন?

উত্তরঃ বাঘের চোখে ট্যাপেটাম লুসিডাম নামক একটি প্রতিবিম্বিত স্তর রয়েছে, যা অল্প আলোতেও আলো প্রতিফলিত করে। তাই মানুষের তুলনায় বাঘ ছয় গুণ বেশি ভালো দেখতে পায়।

৯. তিমি কীভাবে শ্বাস নেয়?

উত্তরঃ তিমির ফুলকা নেই; তারা ফুসফুস দিয়ে শ্বাস নেয়। জলের ওপরে উঠে ব্রিহোল দিয়ে প্রচণ্ড জোরে নিশ্বাস ছাড়ে, যার ফলে উষ্ণ বায়ু ও জলীয়বাষ্প উপরে উঠে সাদা স্তম্ভের মতো দেখা যায়।

১০. কোন মশার ওড়ার সময় শব্দ হয় এবং কেন?

উত্তরঃ  অ্যানোফিলিস মশা ওড়ার সময় শব্দ করে। তাদের ডানার দ্রুত কম্পনের ফলে বায়ুতে ধারাবাহিক শব্দতরঙ্গ সৃষ্টি হয়।

১১. সাপের বিষ কত প্রকার কী কী?

উত্তরঃ সাপের বিষ প্রধানত দুই প্রকার:

১. নিউরোটক্সিক বিষ, যা স্নায়ুতন্ত্রকে পক্ষাঘাতগ্রস্ত করে—যেমন গোখরো ও কেউটের বিষ।

২. হিমোটক্সিক বিষ, যা রক্তকণিকা ভেঙে দেয়—যেমন চন্দ্রবোড়ার বিষ।

WB Class 6 Amader Poribesh Chapter 11

Related Post

WB Class 6 Amader Poribesh Chapter 10 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 9 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 8 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 7 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 5 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index