ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ
অধ্যায় ১০
জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ
WB Class 6 Amader Poribesh Chapter 10 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের নবম অধ্যায় (জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
✅ এক বাক্যে প্রশ্ন–উত্তর WB Class 6 Amader Poribesh Chapter 10
১. একই বৈশিষ্ট্যযুক্ত জীবসমূহকে কী বলা হয়?
উত্তরঃ তাদের প্রজাতি বলা হয়।
২. জীবের দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ চালু করেন।
৩. ‘জীববৈচিত্র্য’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ ডব্লিউ জি রোসেন জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রণয়ন করেন।
৪. আমের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ আমের বৈজ্ঞানিক নাম Mangifera indica।
৫. ম্যালেরিয়ার পরজীবী কোন রাজ্যের অন্তর্গত?
উত্তরঃ এটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত।
৬. কোন পর্বের প্রাণীদের মুখ ও পায়ুছিদ্র একই?
উত্তরঃ নিডারিয়া পর্বের প্রাণীদের মুখ ও পায়ুছিদ্র এক।
৭. একটি বীরুৎজাতীয় উদ্ভিদের উদাহরণ কী?
উত্তরঃ ধান গাছ বীরুৎজাতীয় উদ্ভিদের উদাহরণ।
৮. শ্যাওলা কোন উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত?
উত্তরঃ শ্যাওলা থ্যালোফাইটা গোষ্ঠীর উদ্ভিদ।
৯. ব্যক্তবীজী উদ্ভিদে কত প্রকার পাতা দেখা যায়?
উত্তরঃ এতে বাদামি শল্কপত্র ও সবুজ পর্ণপত্র—এই দুই ধরনের পাতা থাকে।
১০. অ্যানিলিডা পর্বের গমনাঙ্গ কী?
উত্তরঃ অ্যানিলিডার গমনাঙ্গ হলো সিটা।
WB Class 6 Amader Poribesh Chapter 10
১১. মাছি কোন পর্বের প্রাণী?
উত্তরঃ মাছি আর্থ্রোপোডা পর্বভুক্ত।
১২. একাইনোডারমাটা পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তরঃ তারামাছের বৈজ্ঞানিক নাম অ্যাস্টেরিয়াস রুবেন্স।
১৩. সমাঙ্গদেহী ব্রায়োফাইটের উদাহরণ কী?
উত্তরঃ রিকসিয়া একটি সমাঙ্গদেহী ব্রায়োফাইট।
১৪. গমনে অক্ষম প্রাণীর উদাহরণ কী?
উত্তরঃ স্পঞ্জ গমনে অক্ষম প্রাণী।
১৫. ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম কী?
উত্তরঃ প্লাটিপাস হলো ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী।
১৬. একটি বহুকোশী ছত্রাকের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ Penicillium notatum একটি বহুকোশী ছত্রাক।
১৭. সবচেয়ে বড় জলজ স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তরঃ তিমি সবচেয়ে বৃহৎ জলজ স্তন্যপায়ী।
১৮. কোন পর্বের প্রাণীদের দেহ লোমে আবৃত থাকে?
উত্তরঃ ম্যামেলিয়া পর্বের প্রাণীদের দেহ লোমে ঢাকা।
১৯. কানকোবিহীন মাছের উদাহরণ কী?
উত্তরঃ হাঙর কানকোবিহীন মাছের উদাহরণ।
২০. অক্টোপাস কোন পর্বের প্রাণী?
উত্তরঃ অক্টোপাস মোলাস্কা পর্বভুক্ত।
WB Class 6 Amader Poribesh Chapter 10
২১. শ্যাওলা কোন উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত?
উত্তরঃ শ্যাওলা থ্যালোফাইটা গোষ্ঠীর অন্তর্গত।
২২. ‘জলের রেশম’ বলতে কী বোঝায়?
উত্তরঃ স্পাইরোগাইরা শৈবালকে ‘জলের রেশম’ বলা হয়।
২৩. সুসনির বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ সুসনির বৈজ্ঞানিক নাম Marsilea minuta।
২৪. বুইমাছ, তারামাছ, টিকটিকি ও শালিকের মধ্যে কোনটি অমেরুদণ্ডী?
উত্তরঃ তারামাছ অমেরুদণ্ডী, বাকি সব মেরুদণ্ডী।
WB Class 6 Amader Poribesh Chapter 10

✅ দুই–একটি বাক্যের প্রশ্ন–উত্তর
১. প্রজাতি বা স্পিসিস কাকে বলা হয়?
উত্তরঃ প্রজাতি হলো এমন জীবগোষ্ঠী যারা একই বৈশিষ্ট্য বহন করে এবং নিজেদের মধ্যেই প্রজনন করে একই ধরনের সন্তান উৎপাদন করতে সক্ষম।
২. বীরুৎজাতীয় উদ্ভিদ কী? উদাহরণ দাও।
উত্তরঃ নরম, সরস ও কাঠবিহীন কান্ডবিশিষ্ট উদ্ভিদকে বীরুৎজাতীয় উদ্ভিদ বলা হয়; যেমন—ধান (Oryza sativa)।
৩. গুল্মজাতীয় উদ্ভিদ কী? উদাহরণ দাও।
উত্তরঃ ছোট কাষ্ঠল গুঁড়িযুক্ত এবং শাখা-প্রশাখাযুক্ত ঝোপাকৃতি উদ্ভিদকে গুল্ম বলা হয়; যেমন জবা, টগর।
৪. বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ বড়, শক্ত কাষ্ঠল গুঁড়িযুক্ত দীর্ঘ আকৃতির উদ্ভিদকে বৃক্ষ বলা হয়; যেমন—আম গাছ।
৫. ফিতাকৃমি ও গোলকৃমির পর্ব ও বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ ফিতাকৃমি প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত ও এর নাম টিনিয়া সোলিয়াম; গোলকৃমি অ্যাস্কহেলমিনথিস পর্বভুক্ত ও এর নাম অ্যাসকারিস লুম্বিকয়ডিস।
৬. মোলাস্কা ও একাইনোডারমাটা পর্বের উদাহরণ কী?
উত্তরঃ মোলাস্কা পর্বে পাইলা গ্লোবোসা এবং একাইনোডারমাটা পর্বে অ্যাস্টেরিয়াস রুবেন্স উদাহরণ।
৭. খাদ্যযোগ্য শৈবাল ও ছত্রাকের উদাহরণ কী?
উত্তরঃ ল্যামিনারিয়া হলো খাদ্যযোগ্য শৈবাল এবং অ্যাগারিকাস (মাশরুম) হলো খাদ্যযোগ্য ছত্রাক।
৮. গুপ্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য কী?
উত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকানো থাকে এবং এতে এক বা দুইটি বীজপত্র পাওয়া যায়; যেমন মটর।
৯. মোনেরা পর্বের দুটি বৈশিষ্ট্য কী?
উত্তরঃ মোনেরা পর্বের জীব এককোশী ও প্রোক্যারিয়োটিক, এবং তাদের কোষে কোনো পর্দাবদ্ধ অঙ্গাণু নেই; যেমন ভিব্রিয়ো কলেরি।
১০. গুপ্তবীজী উদ্ভিদ কত প্রকার ও উদাহরণ কী?
উত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদ দুটি—একবীজপত্রী (ধান) ও দ্বিবীজপত্রী (আম)।
WB Class 6 Amader Poribesh Chapter 10
১১. রোহিনী বলতে কী বোঝায়?
উত্তরঃ যেসব উদ্ভিদের নরম কান্ড মাটির ওপর সোজা দাঁড়াতে পারে না এবং অবলম্বন ধরে উপরে উঠে বৃদ্ধি পায়, তাদের রোহিনী বলা হয়; উদাহরণ—ঝুমকোলতা (Passiflora sp.)।
১২. ব্রততী কী?
উত্তরঃ দুর্বল কান্ডবিশিষ্ট উদ্ভিদ যেগুলো মাটির উপর গড়িয়ে বা বেয়ে বাড়ে, তাদের ব্রততী বলে; উদাহরণ—আমরুল (Oxalis corniculata)।
১৩. প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নাম দেওয়ার প্রয়োজন কেন?
উত্তরঃ বৈজ্ঞানিক নাম পৃথিবীর সব ভাষায় একইভাবে স্বীকৃত হওয়ায় প্রতিটি জীবকে সর্বজনীনভাবে চিহ্নিত করতে পৃথক বৈজ্ঞানিক নাম দেওয়া হয়।
১৪. দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ লেখো।
উত্তরঃ দুটি ব্যক্তবীজী উদ্ভিদ হলো—পাইনাস ও সাইকাস।
১৫. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীব কোন রাজ্যের অন্তর্গত?
উত্তরঃ ম্যালেরিয়া সৃষ্টিকারী অণুজীব প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত।
WB Class 6 Amader Poribesh Chapter 10

✅ শূন্যস্থান পূরণ (সঠিক উত্তর নির্বাচনসহ)
১. ছোলা হল একটি _____________ উদ্ভিদ।
২. ধানের খোসা ছাড়ালে ___________ বীজপত্র দেখা যায়।
৩. মটরের খোসা ছাড়ালে ___________ বীজপত্র দেখা যায়।
৪. পাতায় জালের মতো শিরা থাকলে সেটি ___________ উদ্ভিদ।
৫. পাতায় সমান্তরাল শিরা থাকলে সেটি ___________ উদ্ভিদ।
৬. কলাগাছ একটি ___________ উদ্ভিদ।
৭. অশ্বত্থ গাছ একটি ___________ উদ্ভিদ।
৮. বীজ ফলের মধ্যে থাকলে সেটি ___________ উদ্ভিদ।
৯. বীজ ফলের মধ্যে না থাকলে সেটি ___________ উদ্ভিদ।
১০. আম একটি ___________ উদ্ভিদ।
১১. পাইন একটি ___________ উদ্ভিদ।
১২. ___________–দের পাতা কচি অবস্থায় কুকুরের সোজা লেজের মতো হয়।
১৩. ___________–দের দেহে মূল, কাণ্ড, পাতা থাকে না।
১৪. স্পাইরোগাইরা বা জলরেশম হলো একটি ___________.
১৫. ঢেঁকিশাক একটি ___________.
উত্তরঃ
১.সপুষ্পক ২.১টি ৩.২টি ৪.দ্বিবীজপত্রী ৫.একবীজপত্রী ৬.একবীজপত্রী ৭.দ্বিবীজপত্রী ৮.গুপ্তবীজী ৯.ব্যক্তবীজী ১০.গুপ্তবীজী ১১.ব্যক্তবীজী ১২.ফার্ন ১৩.শ্যাওলা ১৪.শ্যাওলা ১৫. ফার্ন
WB Class 6 Amader Poribesh Chapter 10
Related Post
WB Class 6 Amader Poribesh Chapter 9 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 8 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 7 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 6 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 5 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success
WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


