wbclassroom.in

WB Class 6 Amader Poribesh Chapter 7

WB Class 6 Amader Poribesh Chapter 7 Questions and Answars Sure Success

ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ

অধ্যায়

তরল গ্যাসীয় পদার্থের স্থিতি গতি

 

WB Class 6 Amader Poribesh Chapter 7 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের সপ্তম অধ্যায় (তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

 

শূন্যস্থান পূরণ করো  WB Class 6 Amader Poribesh Chapter 7

১. কোনো তলের একক …………… ওপর প্রযুক্ত লম্ব বলকে চাপ বলে।

২. যেসব বস্তুর ………………..আছে, তারা চাপ প্রয়োগ করতে পারে।

৩. নির্দিষ্ট তরল ও গ্যাসস্তম্ভের চাপ জলের উচ্চতার সঙ্গে ……………………হয়।

৪. টিকটিকি বায়ুর ………………………এর জন্য দেয়ালে চলাফেরা করতে পারে।

৫. কোনো স্থানে লম্বভাবে প্রযুক্ত বলকে ………………….. বলে।

৬. জলের গভীরতাজনিত চাপের কারণে নদীবাঁধের তলদেশ …………… করা হয়।

উত্তরঃ

১.ক্ষেত্রফলের  ২.ওজন  ৩.সমানানুপাতিক  ৪.পার্শ্বচাপ  ৫.ঘাত  ৬.চওড়া

WB Class 6 Amader Poribesh Chapter 7

ঠিকভুল বাক্য চিহ্নিত করো ( / )

১. SI-তে চাপের একক নিউটন।

২. গভীরতা কমলে জলের চাপও কমে।

৩. পর্বতচূড়ায় 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।

৪. দোলের সময় পিচকারিতে তরলের চাপের প্রভাবে রং ভরা যায়।

৫. তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে।

৬. তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে।

উত্তরঃ

১.✗  ২.✓  ৩.✗  ৪.✗  ৫.✓  ৬

WB Class 6 Amader Poribesh Chapter 7 

WB Class 6 Amader Poribesh Chapter 7
WB Class 6 Amader Poribesh Chapter 7

এক কথায় উত্তর দাও

. চাপ কাকে বলে?

উত্তরঃ একক ক্ষেত্রফলের ওপর কার্যকর বলের মানকে চাপ বলা হয়।

. তরলের প্রবাহ কীসের ওপর নির্ভর করে?

উত্তরঃ তরলের প্রবাহ প্রধানত তার উচ্চতা বা স্তরের পার্থক্যের ওপর নির্ভর করে।

. কোন বিজ্ঞানী প্রথম দেখান যে বায়ুর ওজন আছে?

উত্তরঃ ১৬৫০ সালে জার্মান বিজ্ঞানী অটো ভন গেরিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বায়ুর ওজন রয়েছে।

. বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন কে?

উত্তরঃ ১৬৫৬ সালে অটো ভন গেরিক ম্যাগডেবার্গে বায়ুর সর্বমুখী চাপের বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন।

. কোন যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয়?

উত্তরঃ বায়ুর চাপ পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়।

. কোন যন্ত্র দিয়ে গ্যাসের চাপ মাপা হয়?

উত্তরঃ গ্যাসের চাপ পরিমাপের জন্য ম্যানোমিটার ব্যবহৃত হয়।

. চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তরঃ চাপ নির্ভর করে প্রয়োগিত বলের মাত্রা ও সেই বল যে ক্ষেত্রফলে প্রয়োগ করা হয় তার ওপর।

. কলকাতা দার্জিলিংকোথায় বায়ুর চাপ কম?

উত্তরঃ উচ্চতা বেশি হওয়ায় দার্জিলিং-এ বায়ুর চাপ কম থাকে।

. চাপের একটি বড় একক কী?

উত্তরঃ চাপের একটি বড় একক হলো কিলোপাস্কাল।

১০. তরল বায়ু কোন দিকে চাপ দেয়?

উত্তরঃ তরল ও বায়ু চারিদিকে সমানভাবে বা সর্বমুখীভাবে চাপ প্রয়োগ করে।

WB Class 6 Amader Poribesh Chapter 7

WB Class 6 Amader Poribesh Chapter 7
WB Class 6 Amader Poribesh Chapter 7

দুএকটি বাক্যে উত্তর দাও

. চাপ কাকে বলে? এর সমীকরণ লেখো।

উত্তরঃ কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর বল প্রয়োগ হলে যে পরিমাণ বল অনুভূত হয়, তাই চাপ।
চাপের সমীকরণ: চাপ = বল / ক্ষেত্রফল

. বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?

উত্তরঃ পৃথিবীর বায়ুমণ্ডল কোনো স্থানের প্রতি একক ক্ষেত্রফলে যে লম্ব বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে; এই চাপ বায়ুর ওজনের ফল।

. বার্নৌলির নীতি লেখো।

উত্তরঃ কোনো প্রবাহমান তরল বা গ্যাসের বেগ যেখানে বেশি হয়, সেখানে চাপ কমে এবং বেগ কম হলে চাপ বেড়ে যায়—এটাই বার্নৌলির নীতি।

. দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন?

উত্তরঃ দ্রুতগতির ট্রেন আশেপাশের বায়ুর বেগ বাড়িয়ে দেয়, ফলে সেই স্থানে চাপ কমে যায় এবং বাইরের উচ্চচাপের বায়ু দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়; তাই দুর্ঘটনার ঝুঁকি থাকে।

. ধারালো ছুরি দিয়ে সহজে কাটলেও ভোঁতা ছুরি দিয়ে কাটা যায় না কেন?

উত্তরঃ ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম হওয়ায় একই বল প্রয়োগে বেশি চাপ সৃষ্টি করে, তাই বস্তু সহজে কাটা যায়; কিন্তু ভোঁতা প্রান্তে ক্ষেত্রফল বেশি হওয়ায় চাপ কম পড়ে।

. শরীরে বায়ুচাপ পড়লেও আমরা তা অনুভব করি না কেন?

উত্তরঃ আমাদের শরীরের ভেতরের রক্ত ও গ্যাস বাহিরের বায়ুচাপের বিপরীতে সমান চাপ দেয়, ফলে উভয় চাপ পরস্পরকে সাম্যাবস্থায় রাখে এবং আমরা কোনো চাপ অনুভব করি না।

. প্রবাহী কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ যে পদার্থ বেশি চাপ থেকে কম চাপের দিকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বলে।
উদাহরণ: জলবায়ু

. ছুঁচ, পেরেকের মতো যন্ত্রের ধারালো অংশ কেন তৈরি করা হয়?

উত্তর: কার্যকারী অংশের ক্ষেত্রফল কমানোর জন্য।
ধারালো করলে চাপ বেশি সৃষ্টি হয়, ফলে যন্ত্র সহজে বস্তু ভেদ করতে পারে।

. 1 কিলোপাস্কাল (kPa) সমান কত পাস্কাল (Pa)?

উত্তর: 1000 পাস্কাল।
চাপের SI এককে, ১ কিলোপাস্কাল = ১০০০ পাস্কাল হিসেবে ধরা হয়।

১০. তরলের চাপ কোন বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর: তরলের গভীরতার ওপর।
পাত্রের আকৃতি বা পরিমাণ নয়, নিচে নামার সঙ্গে সঙ্গে তরলের চাপ বাড়ে।

১১. আমরা কী কারণে পানিতে সাঁতার কাটতে সক্ষম হই?

উত্তর: জলের ঊর্ধ্বচাপ বা আপথ্রাস্টের জন্য।
এই ঊর্ধ্বমুখী ভাসান বল মানুষকে ভেসে থাকতে ও সাঁতার কাটতে সাহায্য করে।

১২. 1 পাস্কাল (Pa) কী নির্দেশ করে?

উত্তর: ১ নিউটন বল যদি ১ বর্গমিটার ক্ষেত্রফলে প্রয়োগ করা হয়।
অর্থাৎ,
1 Pa = 1 N/m²

১৩. কোথায় বায়ুচাপ সবচেয়ে বেশি পাওয়া যায়?

উত্তর: সমুদ্রপৃষ্ঠে।
সমুদ্রপৃষ্ঠে উচ্চতা কম হওয়ায় মাথার ওপর বায়ুর স্তর বেশি থাকে, ফলে চাপও বেশি।

১৪. বিমান কোন বৈজ্ঞানিক নীতির মাধ্যমে আকাশে উড়ে?

উত্তর: বার্নোলির নীতি।
ডানার ওপর ও নীচের বায়ুর গতির পার্থক্য লিফট তৈরি করে, ফলে বিমান আকাশে ওঠে।

১৫. বাতাসের ওজন আছেএই তথ্যটি সবচেয়ে আগে কে প্রমাণ করেন?

উত্তর: অটো ভন গেরিক।
তাঁর বিখ্যাত “ম্যাডেবার্গ হেমিস্ফিয়ার” পরীক্ষায় বাতাসের চাপ ও ওজন স্পষ্টভাবে দেখানো হয়।

১৬. আদর্শ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?

উত্তর: 76 সেন্টিমিটার পারদস্তম্ভ (cm Hg)।
এটি স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফেরিক প্রেসার হিসেবে গণ্য করা হয়।

WB Class 6 Amader Poribesh Chapter 7

Related Post

WB Class 6 Amader Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 5 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ

চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters for Sure Success

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters for Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index