ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ
অধ্যায় ৫
মাপজোক ও পরিমাপ
WB Class 6 Amader Poribesh Chapter 5 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের পঞ্চম অধ্যায় (মাপজোক ও পরিমাপ) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
নিচের বাক্যগুলো সত্য হলে ✓ এবং মিথ্যা হলে ✘ চিহ্ন দাও
১. যে রাশি কোনো রাশির উপর নির্ভর করে না তাকে লব্ধ রাশি বলা হয়।
২. তাপ পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার।
৩. মিশরে দৈর্ঘ্য পরিমাপের জন্য হাত ব্যবহার করা হত।
৪. ভর মাপার মূল যন্ত্র হল সাধারণ তুলাযন্ত্র।
৫. SI পদ্ধতিতে সময়ের একক মিনিট।
৬. খুব অল্প সময়ের ব্যবধান পরিমাপে স্টপক্লক ব্যবহৃত হয়।
৭. কেলভিন দিয়ে তাপমাত্রার নির্ভুল মাত্রা জানা যায়।
৮. ব্যক্তির বৃদ্ধির হার ভর ও আয়তন দিয়ে নির্ণয় করা যায়।
WB Class 6 Amader Poribesh Chapter 5
উত্তর:
১. ✘ ২. ✓৩.✓ ৪.✓ ৫.✘ ৬.✘ ৭.✓ ৮.✘

শূন্যস্থান পূরণ করো (Fill in the Blanks) WB Class 6 Amader Poribesh Chapter 5
১. তাপমাত্রার SI একক হল …………….।
২. …………………সাহায্যে সময় পরিমাপ করা হয়।
৩. উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ………………….।
৪. তাপ মাপার যন্ত্র …………………..।
৫. বৃদ্ধির হার নির্ভর করে………………………….–এর ওপর।
৬. সঠিক পরিমাপের জন্য প্রয়োজন হয় ………………….।
৭. ভার মাপা হয় …………….দিয়ে।
৮. আলোকবর্ষ হল একটি …………………….একক।
৯. সাধারণ তুলার সাহায্যে আমরা বস্তুর ………………মাপি।
১০. ক্ষেত্রফল একটি ……………..রাশি।
১১. আন্তর্জাতিক মানের মিটার তৈরি হয় ………………..খ্রিস্টাব্দে।
১২. মিশরে দৈর্ঘ্য মাপা হত …………….দিয়ে।
১৩. গড় সৌরদিনকে …………….দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ ঘণ্টা।
১৪. দুটি মূল একক মিলে তৈরি একটি লব্ধ একক হল ………………..।
১৫. তাপমাত্রার প্রচলিত একক …………………….।
১৬. তরলের আয়তন মাপা হয় ……………..এককে।
১৭. আয়তনের একককে বলা হয় …………………।
উত্তর:
১.কেলভিন ২.ঘড়ির ৩.অক্সানোমিটার ৪.ক্যালোরিমিটার ৫.বৃদ্ধি ও সময় ৬.এককের ৭.স্প্রিং তুলা ৮.মৌলিক ৯.ভর ১০.লব্ধ ১১. ১৮৮৯ ১২.হাত ১৩.২৪ ১৪.আয়তন ১৫.ডিগ্রি সেলসিয়াস ১৬.লিটার ১৭.লব্ধ একক
WB Class 6 Amader Poribesh Chapter 5
একটি বাক্যে উত্তর দাও
১. ভৌত বা প্রাকৃতিক রাশি কী?
উত্তর: যেসব রাশির মান নির্ণয় করা যায়, সেগুলোকেই ভৌত রাশি বলা হয়।
২. দুটি ভৌত রাশির উদাহরণ দাও।
উত্তর:দৈর্ঘ্য ও ভর।
৩. যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে কি বলা হয়?
উত্তর:স্কেলার রাশি।
৪. ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর:যেসব রাশির মানের সঙ্গে দিকও থাকে, সেগুলোকে ভেক্টর রাশি বলে।
৫. দুটি লব্ধ রাশির নাম লেখো।
উত্তর:ক্ষেত্রফল ও ঘনত্ব।
৬. কিলোগ্রাম একক দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ভর।
৭. SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী?
উত্তর:অ্যাম্পিয়ার।
৮. ক্যান্ডেলা একক ব্যবহৃত হয় কোন রাশি মাপতে?
উত্তর:আলোর তীব্রতা।
৯. ১ লিটার সমান কত ঘনসেন্টিমিটার?
উত্তর:১ লিটার = ১০০০ ঘনসেন্টিমিটার।
১০. ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর:ক্ষেত্রফল = π × ব্যাস² (অথবা n × ব্যাস × ব্যাস)।
WB Class 6 Amader Poribesh Chapter 5
১১. আয়তন মাপার যন্ত্রের নাম কী?
উত্তর:মাপনি চোঙ।
১২. দৈর্ঘ্য মাপার যন্ত্র কী?
উত্তর:স্কেল।
১৩. একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও।
উত্তর:রেডিয়ান বা সামতলিক কোণ।
১৪. সৌরদিন কোন রাশির একক?
উত্তর:সময়।
১৫. বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন ঘড়ি ব্যবহার করা হয়?
উত্তর:স্টপওয়াচ।
১৬. দৌড় প্রতিযোগিতায় সময় মাপতে কী ব্যবহার করা হয়?
উত্তর:স্টপওয়াচ।
১৭. বক্ররেখার দৈর্ঘ্য কীভাবে মাপা হয়?
উত্তর:সুতোর সাহায্যে।
১৮. সৌরদিনে মোট কয় সেকেন্ড?
উত্তর:২৪ × ৬০ × ৬০ = ৮৬,৪০০ সেকেন্ড।
১৯. উন্নতা (উচ্চ তাপমাত্রা) মাপার যন্ত্র কী?
উত্তর:থার্মোমিটার।
২০. তাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
উত্তর:ক্যালোরিমিটার।
WB Class 6 Amader Poribesh Chapter 5
২১. উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র কী?
উত্তর:অক্সানোমিটার।
২২. উদ্ভিদের কান্ডে গাঁটের মতো যে অংশ থাকে তাকে কী বলা হয়?
উত্তর:পর্ব।
২৩. মানুষের উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়?
উত্তর:সেন্টিমিটার স্কেলে।
২৪. তরলের আয়তন মাপার সাধারণ একক কোনটি?
উত্তর:লিটার
২৫. মূল এককগুলোকে মিলিয়ে যে রাশি গঠিত হয় তাকে বলা হয়—
উত্তর:আয়তন
২৬. প্রাচীন গ্রিসে দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হত—
উত্তর:বিঘত
২৭. মানুষের উচ্চতা সাধারণত মাপা হয় কোন স্কেলে?
উত্তর:সেন্টিমিটার স্কেল
২৮. যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাকে বলা হয়—
উত্তর:প্রাথমিক রাশি
২৯. SI একক ব্যবস্থার সূচনা হয়েছিল—
উত্তর:1960 খ্রিস্টাব্দে
৩০. SI পদ্ধতিতে চাপের একক হিসেবে ব্যবহৃত হয়—
উত্তর:পাস্কাল
WB Class 6 Amader Poribesh Chapter 5
৩১. আলোকবর্ষ মূলত ব্যবহৃত হয় কোন রাশির জন্য?
উত্তর:দূরত্ব
৩২. SI পদ্ধতিতে দৈর্ঘ্যের মূল একক—
উত্তর:মিটার
৩৩. দৌড় প্রতিযোগিতায় সময় মাপার জন্য ব্যবহৃত হয়—
উত্তর:স্টপওয়াচ
৩৪. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম—
উত্তর:থার্মোমিটার
৩৫. SI পদ্ধতিতে তাপমাত্রার একক হল—
উত্তর:কেলভিন
৩৬. বস্তুর ভর জানা যায় যে যন্ত্রের সাহায্যে—
উত্তর:সাধারণ তুলা যন্ত্র

WB Class 6 Amader Poribesh Chapter 5
দু–একটি বাক্যে উত্তর দাও
১. মৌলিক বা প্রাথমিক একক বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
উত্তর: যেসব রাশির একক অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যেগুলো থেকে সব লব্ধ একক তৈরি হয়, সেগুলোকে মৌলিক একক বলা হয়। যেমন: দৈর্ঘ্য (মিটার), সময় (সেকেন্ড), ভর (কিলোগ্রাম)।
২. লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: মৌলিক এককগুলোর সাহায্যে যে সব একক গঠিত হয়, সেগুলো লব্ধ একক। যেমন: ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদির একক।
৩।. আন্তর্জাতিক একক পদ্ধতি বা SI বলতে কী বোঝো?
উত্তর: বিশ্বব্যাপী পরিমাপের সমতা রক্ষার জন্য ১৯৬০ সালে চালু হওয়া মানসম্মত একক ব্যবস্থাকে SI পদ্ধতি বলা হয়। যেমন—দৈর্ঘ্যের SI একক মিটার, তাপমাত্রার একক কেলভিন।
৪. আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কী বোঝায়?
উত্তর: ১৮৮৯ সালে প্ল্যাটিনাম–ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে প্রমাণ মিটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা ফ্রান্সের সেভ্রে-তে সংরক্ষিত ছিল।
৫. গড় সৌরদিন কী? এবং এটি থেকে সময় কীভাবে নির্ণয় হয়?
উত্তর: পুরো বছরে দিনের দৈর্ঘ্য যোগ করে ৩৬৫ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে গড় সৌরদিন বলা হয়। এই গড় দিনকে ২৪ দিয়ে ভাগ করলে ১ ঘণ্টা পাওয়া যায়।
৬. গড় সৌরদিনের প্রয়োজন কেন?
উত্তর: সূর্যের কৌণিক গতির পরিবর্তনের কারণে প্রতিদিন দিনের দৈর্ঘ্য সমান থাকে না, তাই সময় মানক করতে গড় সৌরদিন ব্যবহার করা হয়।
৭. এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণসহ বলো।
উত্তর: যেসব রাশি একই ধরনের দুটি রাশির অনুপাত দ্বারা পাওয়া যায় এবং যার কোনো একক থাকে না, তাকে এককবিহীন রাশি বলে। যেমন: আপেক্ষিক গুরুত্ব।
৮. সবচেয়ে বেশি ব্যবহৃত মূল এককগুলি কী কী?
উত্তর: দৈর্ঘ্য (মিটার), ভর (কিলোগ্রাম) এবং সময় (সেকেন্ড) সবচেয়ে ব্যবহৃত তিনটি মৌলিক একক।
৯. ভর কাকে বলে? ভর মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: কোনো বস্তুর মধ্যে মোট যত পরিমাণ পদার্থ থাকে তাকে ভর বলে। ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে।
১০. ‘অক্সানোমিটার’ শব্দের উৎপত্তি কোথা থেকে?
উত্তর: গ্রিক শব্দ ‘auxein’ (অর্থ—বৃদ্ধি) এবং ‘metre’ (অর্থ—মাপা) থেকে “অক্সানোমিটার” শব্দটি এসেছে।
১১. মানুষের বয়স সেকেন্ডে প্রকাশ করা হয় না কেন?
উত্তর:সেকেন্ডে বয়স প্রকাশ করলে সংখ্যাটি অত্যন্ত বড় হয়ে যায়, ফলে তা ব্যবহার ও বোঝা কঠিন হয়। তাই বয়স বছর বা মাসে প্রকাশ করা সুবিধাজনক।
১২. একটি মাঠ ৩০ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া বলতে কী বোঝায়?
উত্তর: অর্থ–মাঠটির দৈর্ঘ্য ৩০ গুণ ১ মিটার, এবং প্রস্থ ২০ গুণ ১ মিটার।
WB Class 6 Amader Poribesh Chapter 5
সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর
১. একক কাকে বলে? এককের প্রয়োজনীয়তা কী?
উত্তর:
একক:
যে নির্দিষ্ট মান দিয়ে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয়, তাকে সেই রাশির একক বলা হয়। যেমন—দৈর্ঘ্যের একক মিটার।
এককের প্রয়োজনীয়তা:
- ভৌত রাশিগুলোর মান সঠিকভাবে তুলনা ও নির্ণয় করার জন্য।
- বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন ও সমীকরণ যাচাই করতে।
- বৈজ্ঞানিক তথ্যকে সর্বত্র একইভাবে প্রকাশ করতে।
- পরিমাপে ভুল কমানো ও একরূপ মান বজায় রাখতে।
২. রাশির পরিমাপের গুরুত্ব কী?
উত্তর: রাশির পরিমাপ না হলে কোনো প্রাকৃতিক ঘটনা বা বস্তুর প্রকৃত মান জানা যায় না।
- যেমন—‘এক বালতি জল’ বলা অস্পষ্ট, কিন্তু ‘৫ লিটার জল’ বলা সঠিক তথ্য দেয়।
- একইভাবে ‘লম্বা’ বা ‘খাটো’ বলা অস্পষ্ট, কিন্তু ১.৩৫ মিটার উচ্চতা বলা নির্দিষ্ট পরিমাপ।
সুতরাং, বিজ্ঞান, গণিত এবং বাস্তব জীবনের জন্য সঠিক এককে রাশি প্রকাশ করা অত্যন্ত জরুরি।
৩. বস্তুর আয়তন কী? ভর ও আয়তনের সম্পর্ক কী? আয়তনের SI একক লেখো।
উত্তর:
আয়তন:
কোনো বস্তু তিনটি মাত্রায় (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) যতটা জায়গা দখল করে, তাকে আয়তন বলে।
ভর ও আয়তনের সম্পর্ক:
ঘনত্ব = ভর / আয়তন
অর্থাৎ আয়তন = ভর ÷ ঘনত্ব
ভর ও ঘনত্ব জানা থাকলে আয়তন সহজেই নির্ণয় করা যায়।
SI একক:
আয়তনের SI একক হলো ঘনমিটার (m³)।
১ ঘনমিটার = ১০০০ লিটার।
WB Class 6 Amader Poribesh Chapter 5
Related Post
WB Class 6 Amader Poribesh Chapter 4 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success
WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success
WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success
আমাদের পরিবেশ ক্লাস 3 অধ্যায়সমুহ
WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download
পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters for Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


