wbclassroom.in

WB Class 6 Amader Poribesh Chapter 3

WB Class 6 Amader Poribesh Chapter 3 Questions and Answars Sure Success

ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ

অধ্যায়

মৌলিক, যৌগিক মিশ্র পদার্থ

 

WB Class 6 Amader Poribesh Chapter 3 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের তৃতীয় অধ্যায় এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত।তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সময় বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

সত্য মিথ্যা নির্ধারণ করো  WB Class 6 Amader Poribesh Chapter 3

১. কাঠকয়লা ও প্লাস্টিকের ওপর আলো পড়লে চকচক করে না।

২. দুধ হল একটি যৌগিক পদার্থ।
৩. বাতাসে অনেক নিষ্ক্রিয় গ্যাস থাকে।
৪. হাইড্রোজেন বাতাসের চেয়ে ভারী আর আগুন জ্বলতে সাহায্য করে।
৫. কালো রঙের কঠিন পদার্থ যা নিজেই জ্বলে এবং নানারূপে থাকতে পারে, তা হল কার্বন।
৬. কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বালাতে সাহায্য করে।
৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।
৮. জল একটি উত্তম দ্রাবক।
৯. হাইড্রোজেন সালফাইড যৌগটিতে হাইড্রোজেন ও সালফার পরমাণু থাকে।
১০. অ্যালুমিনিয়াম ও লোহাচূর্ণ পৃথক করার জন্য পাতন পদ্ধতি সবচেয়ে ভালো।
১১. ধাতু গরম করলে সহজেই উত্তপ্ত হয়ে যায়।
১২. জল একটি যৌগিক পদার্থ।
১৩. কার্বন কালো রঙের একটি ধাতব কঠিন পদার্থ।
১৪. সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা ভুলভাবে দেওয়া হয়েছে।

উত্তর

১. ✔২.✘ ৩.✔ ৪.✘ ৫.✔ ৬.✘ ৭.✔ ৮.✔ ৯.✔ ১০.✘ ১১.✔ ১২.✔ ১৩.✘ ১৪.✘

WB Class 6 Amader Poribesh Chapter 3

🔹 শূন্যস্থান পূরণ করো (Fill in the Blanks)

১. প্রাচীনকালে রূপোকে বলা হত …………..।
২. অ্যামোনিয়া অণুতে তিনটি ……………পরমাণু থাকে।
৩. দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায়, সেটি হল ……………. ।
৪. পুকুরের জলে ……………. গ্যাস দ্রবীভূত থাকে বলেই মাছ ও জলজ প্রাণী বেঁচে থাকে।
৫. নিষ্ক্রিয় গ্যাস …………………….অংশগ্রহণ করে না।
৬. দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে ………………….।
৭. ধাতুর সরু খণ্ডকে সহজেই ………………….. যায়।
৮. কার্বন হল একটি ……………..।
৯. যেসব পদার্থের মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না, তারা হল …………….।
১০. অক্সিজেন আমাদের ……………….সাহায্য করে।
১১. হাইড্রোজেন চেয়ে হালকা মৌল।
১২. অক্সিজেন বিভিন্ন ধাতু ও অধাতুর সঙ্গে বিক্রিয়া করে ……………গঠন করে।
১৩. যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে …………….।
১৪. পিতল হল একটি ……………।
১৫. আলোর প্রতিফলনে সক্ষম অধাতু হল …………।

উত্তর

১.আর্জেন্টাম ২.হাইড্রোজেন  ৩.দ্রাব ৪.অক্সিজেন ৫.রাসায়নিক বিক্রিয়ায়  ৬.যোজ্যতা ৭.বাঁকানো ৮.বিশুদ্ধ অধাতু ৯.বিশুদ্ধ পদার্থ ১০.শ্বাসকার্যে

১১.বাতাসের  ১২.অক্সাইড  ১৩.অণু ১৪.সংকর ধাতু ১৫. গ্রাফাইট

WB Class 6 Amader Poribesh Chapter 3

WB Class 6 Amader Poribesh Chapter 3
WB Class 6 Amader Poribesh Chapter 3

এক বাক্যে উত্তর দাও

১. পদার্থ কাকে বলে?
উত্তর:কোনো বস্তুর মধ্যে যে উপাদান থাকে, তাকেই পদার্থ বলে।

২. কামারশালায় কোন ধাতু গরম করে জিনিস তৈরি হয়?
উত্তর:লোহা।

৩. একটি তরল অধাতুর নাম লেখো।
উত্তর:ব্রোমিন।

৪. একটি তরল ধাতুর নাম লেখো।
উত্তর: পারদ।

৫. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি?
উত্তর:হিলিয়াম।

৬. একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো।
উত্তর:গ্রাফাইট (কার্বনের রূপভেদ)।

৭. একটি কঠিন অধাতুর উদাহরণ দাও।
উত্তর:আয়োডিন।

৮. একটি উজ্জ্বল চকচকে অধাতুর নাম লেখো।
উত্তর: হীরক।

৯. একটি তড়িৎধনাত্মক অধাতুর নাম লেখো।
উত্তর:হাইড্রোজেন।

১০. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
উত্তর:সোনা।

WB Class 6 Amader Poribesh Chapter 3

১১. জলের চেয়ে হালকা ধাতু কোনটি?
উত্তর:সোডিয়াম।

১২. প্রকৃতিতে স্থায়ী মৌলের সংখ্যা কত?
উত্তর: ৯২টি।

১৩. একটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
উত্তর:নিয়ন বা আর্গন।

১৪. বিশুদ্ধ পদার্থ কাকে বলে?
উত্তর: যে পদার্থে অন্য কোনো পদার্থ মিশে নেই, তাকে বিশুদ্ধ পদার্থ বলে। যেমন— বিশুদ্ধ লোহা, বিশুদ্ধ সোনা।

১৫. একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও।
উত্তর:বায়ু।

১৬. কার্বন ডাইঅক্সাইড জলের মিশ্রণে তৈরি মিশ্র পদার্থের উদাহরণ দাও।
উত্তর: সোডা ওয়াটার।

১৭. একটি হালকা দাহ্য গ্যাসীয় মৌলের উদাহরণ দাও।
উত্তর:হাইড্রোজেন।

১৮. খাদ্যলবণে কোন মৌলের পরমাণু থাকে?
উত্তর:সোডিয়াম ও ক্লোরিন।

১৯. পরমাণুকে আরও ভাঙলে কী পাওয়া যায়?
উত্তর: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।

২০. যে দুটি মৌলের লাতিন নাম ব্যবহৃত হয়, সেগুলি কী?
উত্তর: সোনা ও রূপো।

WB Class 6 Amader Poribesh Chapter 3

২১. নাইট্রোজেনের পারমাণবিকতা কত?
উত্তর: দুই।

২২. চিহ্নের দ্বারা কী বোঝানো হয়?
উত্তর:কোনো মৌলের নাম বা একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয়।

২৩. সংকেত দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে প্রকাশ করা হয়।

২৪. অ্যামোনিয়া (NH₃)-তে নাইট্রোজেনের যোজ্যতা কত?
উত্তর:

২৫. দ্রবণ কী ধরনের পদার্থ?
উত্তর: মিশ্র পদার্থ।

২৬. একটি শূন্যযোজী মৌলের উদাহরণ দাও।
উত্তর:নিয়ন, আর্গন ইত্যাদি নিষ্ক্রিয় মৌল শূন্যযোজী।

২৭. বিশুদ্ধ জল কোন পদ্ধতিতে পাওয়া যায়?
উত্তর: পাতন পদ্ধতিতে।

২৮. একটি অজৈব দ্রাবকের উদাহরণ দাও।
উত্তর:জল।

২৯. পরিস্রাবণের জন্য কোন বস্তু প্রয়োজন?
উত্তর:ফিলটার কাগজ।

৩০. একটি কেলাস গঠনকারী পদার্থের উদাহরণ দাও।
উত্তর: তুঁতে বা ফটকিরি।

WB Class 6 Amader Poribesh Chapter 3

৩১. লোহাচূর্ণ তামাচূর্ণ পৃথক করার উপায় কী?
উত্তর: চুম্বকের সাহায্যে।

৩২. দুটি কেলাস গঠনকারী যৌগের উদাহরণ দাও।
উত্তর: চিনি ও তুঁতে।

৩৩. প্রকৃতিতে যৌগিক পদার্থের সংখ্যা কত?
উত্তর:প্রকৃতিতে যৌগিক পদার্থের সংখ্যা কয়েক লক্ষ

৩৪. 4CO₂ দ্বারা কী বোঝায়?
উত্তর:এর মানে ৪টি কার্বন ডাইঅক্সাইড অণু

৩৫. কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত কী?
উত্তর:CCl₄

৩৬. নিচের কোন মৌলের একটিমাত্র যোজ্যতা রয়েছে?
উত্তর:অক্সিজেন

৩৭. শক্ত ধাতুর একটি উদাহরণ দাও।
উত্তর:সোনা একটি শক্ত ধাতু।

৩৮. সবচেয়ে কঠিন মৌল কোনটি?
উত্তর:হীরক (Diamond) পৃথিবীর সবচেয়ে কঠিন মৌল।

৩৯. আগুন জ্বলতে কোন পদার্থ সাহায্য করে?
উত্তর:অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে।

৪০. নিচের কোনটি মিশ্র পদার্থ?
উত্তর:চিনির শরবত একটি মিশ্র পদার্থ।

WB Class 6 Amader Poribesh Chapter 3

৪১. মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, তাকে কী বলে?
উত্তর:একে বলে পারমাণবিকতা

৪২. মৌলিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণাকে কী বলে?
উত্তর:তাকে বলে পরমাণু

৪৩. চিনিতে যে মৌলটি থাকে না, সেটি কোনটি?
উত্তর:ক্যালশিয়াম চিনিতে থাকে না।

৪৪. ধোঁয়া কিসের মিশ্রণ?
উত্তর:কঠিন গ্যাসের মিশ্রণ

৪৫. নিচের কোনটি মৌলিক অণু নয়?
উত্তর:চিনির অণু মৌলিক অণু নয়।

৪৬. পরিস্রাবণ প্রক্রিয়ায় কোন কাগজ ব্যবহৃত হয়?
উত্তর:ফিলটার কাগজ ব্যবহৃত হয়।

WB Class 6 Amader Poribesh Chapter 3

WB Class 6 Amader Poribesh Chapter 3
WB Class 6 Amader Poribesh Chapter 3

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

. বস্তু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:আমাদের চারপাশে যেসব জিনিস চোখে দেখা যায়, সেগুলিকে বস্তু বলে। উদাহরণ: লোহার কড়াই, কাঠের চেয়ার, বই ইত্যাদি।

. পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:যার ভর আছে, স্থান দখল করে এবং ইন্দ্রিয়গ্রাহ্য, তাকে পদার্থ বলে। উদাহরণ: জল, সোনা, বায়ু।

. কঠিন পদার্থ কাকে বলে?

উত্তর:যার নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, তাকে কঠিন পদার্থ বলে। উদাহরণ: চিনি, পাথর, তামা।

. তরল পদার্থ কাকে বলে?

উত্তর:যার আয়তন নির্দিষ্ট কিন্তু আকার ধারকের ওপর নির্ভরশীল, তাকে তরল পদার্থ বলে। উদাহরণ: দুধ, জল, তেল।

. মৌলিক পদার্থ কাকে বলে?

উত্তর:যে পদার্থ বিশ্লেষণ করলেও অন্য পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। উদাহরণ: তামা, নাইট্রোজেন।

. যৌগিক পদার্থ কাকে বলে?

উত্তর:একাধিক মৌল নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে নতুন ধর্ম তৈরি করলে সেটি যৌগিক পদার্থ। উদাহরণ: নুন, জল।

. মিশ্র পদার্থ কাকে বলে?

উত্তর:দুই বা ততোধিক পদার্থ নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে মিশলে তাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণ: বায়ু, শরবত।

. বিশুদ্ধ পদার্থ কী?

উত্তর:যেখানে অন্য কোনো পদার্থ মিশে নেই, সেটি বিশুদ্ধ পদার্থ। উদাহরণ: বিশুদ্ধ জল।

. ধাতু কাকে বলে?

উত্তর:যা চকচকে, ভারী, তড়িৎ ও তাপের সুপরিবাহী – সেটি ধাতু। উদাহরণ: লোহা, তামা।

১০. অধাতু কাকে বলে?

উত্তর:যা হালকা, অনুজ্জ্বল ও তড়িৎ কুপরিবাহী, তাকে অধাতু বলে। উদাহরণ: গন্ধক, অক্সিজেন।

WB Class 6 Amader Poribesh Chapter 3

১১. ধাতুকল্প কী?

উত্তর:যার ধর্ম ধাতু ও অধাতু উভয়ের মতো, তাকে ধাতুকল্প বলে। উদাহরণ: আর্সেনিক।

১২. অক্সিজেনের গুরুত্ব লিখো।

উত্তর:

(i) জীবের শ্বাসকার্যে প্রয়োজনীয়।
(ii) আগুন জ্বলতে সাহায্য করে।

১৩. জলের দুটি ধর্ম উল্লেখ করো।

উত্তর:

(i) জল বর্ণহীন, গন্ধহীন।
(ii) এটি কিছু জ্বলতে সাহায্য করে না।

১৪. পরমাণু কাকে বলে?

উত্তর:যে ক্ষুদ্রতম কণা মৌলটির ধর্ম বজায় রাখে, সেটি পরমাণু। উদাহরণ: Fe, N।

১৫. অণু কাকে বলে?

উত্তর:যে কণায় পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে ও স্বাধীনভাবে থাকতে পারে, সেটি অণু। উদাহরণ: N₂, CO₂।

১৬. মৌলিক অণু কাকে বলে?

উত্তর:একই মৌলের পরমাণু দিয়ে গঠিত অণু। উদাহরণ: N₂, He।

১৭. যৌগিক অণু কাকে বলে?

উত্তর:ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত অণু। উদাহরণ: H₂O, CO₂।

১৮. প্রতীক কাকে বলে?

উত্তর:মৌলিক পদার্থকে ইংরেজি অক্ষরে প্রকাশ করা হলে সেটি প্রতীক। উদাহরণ: H, Fe।

১৯. সংকেত কাকে বলে?

উত্তর:মৌল বা যৌগের একটি অণু সংক্ষেপে প্রকাশের পদ্ধতিকে সংকেত বলে। উদাহরণ: H₂O, CO₂।

২০. N₂, 2N₂ 2N-এর অর্থ কী?

উত্তর:

N₂ → ১টি অণু (২ পরমাণু)
2N₂ → ২টি অণু (৪ পরমাণু)
2N → ২টি পৃথক পরমাণু।

WB Class 6 Amader Poribesh Chapter 3

২১. জলের সংকেত H₂O থেকে কী জানা যায়?

উত্তর:জল হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোজন থেকে গঠিত; ১টি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমাণু থাকে।

২২. যোজ্যতা কাকে বলে?

উত্তর:একটি পরমাণু কত হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সেটিই যোজ্যতা। উদাহরণ: H=1, O=2।

২৩. পারমাণবিকতা কাকে বলে?

একটি অণুতে যত পরমাণু থাকে, সেটিই তার পারমাণবিকতা। উদাহরণ: N₂ → 2, P₄ → 4।

২৪. দ্রবণ কাকে বলে?

উত্তর:দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলে। উদাহরণ: নুনজল।

২৫. দ্রবণের উপাদান কী কী?

উত্তর:দ্রবণ = দ্রাবক + দ্রাব।

২৬. পরিশ্রুত অবশেষ কী?

উত্তর:

পরিশ্রুত → ফিলটার হয়ে পাওয়া তরল অংশ।
অবশেষ → ফিলটার কাগজে রয়ে যাওয়া কঠিন পদার্থ।

২৭. তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন উদাহরণ দাও।

উত্তর:জলে অক্সিজেন গ্যাসের দ্রবীভূত হওয়া।

২৮. দুটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন অণু সংকেত দিয়ে বোঝাও।

উত্তর:দুটি হাইড্রোজেন পরমাণু = 2H, একটি হাইড্রোজেন অণু = H₂।

২৯. অধাতু হয়েও তাপের সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও।

উত্তর:হিরে ও গ্রাফাইট।

৩০. H₂O সংকেত থেকে কী জানা যায়?

উত্তর:
i) জলের সংকেত H₂O।
ii) এক অণু জলে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু থাকে।

WB Class 6 Amader Poribesh Chapter 3

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর

. কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।

উত্তর:
কঠিন পদার্থের বৈশিষ্ট্য –
i) কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে।
ii) স্বাভাবিক উষ্ণতায় কঠিন পদার্থ হতে পারে নিয়তাকার (লবণ, চিনি) বা অনিয়তাকার (কাচ, পিচ)।
iii) তাপ দিলে এটি তরলে পরিণত হয় এবং ঠান্ডা করলে পুনরায় কঠিন হয়।
iv) বাহ্যিক বল প্রয়োগ না করলে এদের আকার বা আয়তন অপরিবর্তিত থাকে।

. পদার্থের তরল অবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর:
তরল পদার্থের বৈশিষ্ট্য –
i) তরলের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না।
ii) তাপ দিলে আয়তন বাড়ে, চাপ দিলে কমে।
iii) স্থির অবস্থায় তরলের উপরিতল সবসময় অনুভূমিক হয়।
iv) সাধারণ উষ্ণতায় তরলের উপরিতল থেকে বাষ্পায়ন হয়।

. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর:
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য –
i) গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
ii) অণুগুলির আকর্ষণ কম বলে গ্যাস সহজে প্রসারিত হয়।
iii) গ্যাসের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে।
iv) স্থির চাপে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে এবং কমলে কমে।
v) গ্যাসের ভর আছে, তবে ঘনত্ব কঠিন ও তরলের তুলনায় কম।

. যৌগিক পদার্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর:
i) একাধিক মৌল নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে।
ii) যৌগ তৈরির সময় তাপের উদ্ভব বা শোষণ হয়।
iii) উপাদান মৌলগুলির নিজস্ব ধর্ম থাকে না, নতুন ধর্ম তৈরি হয়।
iv) যৌগিক পদার্থ রাসায়নিক উপায়ে পৃথক করা যায়, ভৌত উপায়ে নয়।

. মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর:
i) উপাদানগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে।
ii) যে-কোনো অনুপাতে মিশে মিশ্র পদার্থ তৈরি হয়।
iii) সাধারণ পদ্ধতিতে মিশ্র পদার্থের উপাদান পৃথক করা যায়।
iv) মিশ্রণ গঠনের সময় তাপ উৎপন্ন বা শোষিত হতে পারে, আবার নাও হতে পারে।
v) মিশ্রণ সহজ ভৌত প্রক্রিয়ায় তৈরি হয়, তড়িৎ বা আলো প্রয়োজন হয় না।
vi) মিশ্রণ দুই প্রকার—সমসত্ত্ব ও অসমসত্ত্ব।

. পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে কাদাজলের উপাদানগুলিকে পৃথক করো।

উত্তর:
উপকরণ: ফিলটার কাগজ, ফানেল, কাচদণ্ড, কাচের পাত্র, কাদাজল।
প্রক্রিয়া:
১) ফিলটার কাগজ চারভাঁজ করে ফানেলে বসাও।
২) ফানেলের গায়ে কাচদণ্ড রেখে ধীরে ধীরে কাদাজল ঢালো।
পর্যবেক্ষণ:
কাদার কণা ফিলটার কাগজে আটকে যায় এবং পরিষ্কার জল নিচের পাত্রে জমা হয়।
সিদ্ধান্ত:
ফিলটার কাগজের ছিদ্র ছোটো হওয়ায় কাদার কণা আটকে যায় এবং বিশুদ্ধ জল (পরিশ্রুত) আলাদা হয়।

WB Class 6 Amader Poribesh Chapter 3

Related Post

WB Class 6 Amader Poribesh Chapter 2 Questions and Answars Sure Success

WB Class 6 Amader Poribesh Chapter 1 2025 Sure Success

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ

চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters for Sure Success

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters for Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index