অধ্যায় ৫
আমাদের আকাশ
চাঁদ ও মহাকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
WB Class 4 Amader Poribesh Chapter 5 চাঁদ, তারা এবং মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য নিচের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান পরীক্ষার জন্যও সহায়ক।
১. চাঁদের নিজের কি কোনো আলো আছে?
উত্তর:- না, চাঁদের নিজের কোনো আলো নেই। এটি সূর্যের আলো প্রতিফলিত করে।
২. চাঁদ কীভাবে আলো ছড়ায়?
উত্তর:- সূর্যের আলো চাঁদের ওপর পড়ে এবং সেখান থেকে আলো চারদিকে ছড়িয়ে যায়।
৩. চাঁদের গায়ে কালো দাগগুলিকে কী বলে?
উত্তর:- এই দাগগুলিকে ‘কলঙ্ক’ বলা হয়।
৪. আমরা কি চাঁদের পুরো অংশ দেখতে পাই?
উত্তর:- না, আমরা চাঁদের একপাশ বা একটি পিঠই দেখতে পাই।
৫. চাঁদের কলঙ্ক আমরা সারাবছর কেন দেখি?
উত্তর:- কারণ আমরা চাঁদের একই পিঠ দেখতে পাই যেখানে কলঙ্ক থাকে।
WB Class 4 Amader Poribesh Chapter 5
৬. চাঁদ কী?
উত্তর:- চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে।
৭. চাঁদ সরে সরে যায় কেন?
উত্তর:- চাঁদ সবসময় পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে।
৮. চাঁদকে কোন কোন আকারে দেখা যায়?
উত্তর:- কখনো গোল থালা, কখনো কাস্তের মতো, আবার কখনো কমলালেবুর কোয়ার মতো।
৯. পূর্ণিমার চাঁদ কেন গোল দেখা যায়?
উত্তর:- কারণ তখন চাঁদের সূর্যালোকপ্রাপ্ত দিকটি সম্পূর্ণ দৃশ্যমান হয়।
১০. রাতের আকাশে কী থাকে?
উত্তর:- রাতের আকাশে অসংখ্য তারা থাকে।
WB Class 4 Amader Poribesh Chapter 5
আরও পড়ুন চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়: শরীর – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা নোট)”

সপ্তর্ষিমণ্ডল ও তারারা
১১. সপ্তর্ষিমণ্ডল কোথায় থাকে?
উত্তর:- উত্তর-পূর্ব আকাশে।
১২. সপ্তর্ষিমণ্ডল দেখতে কেমন?
উত্তর:- প্রশ্নচিহ্নের মতো।
১৩. সপ্তর্ষিমণ্ডলে কয়টি তারা আছে?
উত্তর:- সাতটি।
১৪. সাতটি তারার নাম কী?
উত্তর:- ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি।
১৫. অরুন্ধতী কোন তারার পাশে থাকে?
উত্তর:- বশিষ্ঠ তারার গায়ে গায়ে।
ধ্রুবতারা ও মহাকাশ বিজ্ঞান
১৭. ধ্রুবতারা কোথায় দেখা যায়?
উত্তর:- উত্তর আকাশে মিটমিট করতে।
১৮. কোন তারা কখনও নড়ে না?
উত্তর:- ধ্রুবতারা।
২০. কোন তারাকে সারাবছর দেখা যায়?
উত্তর:- ধ্রুবতারা।
WB Class 4 Amader Poribesh Chapter 5
আরও পড়ুন চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters
মহাকাশ গবেষণা ও বিজ্ঞান WB Class 4 Amader Poribesh Chapter 5
২৪. মহাকাশে বিজ্ঞানীরা কী পাঠিয়েছেন?
উত্তর:- ক্যামেরা-সংবলিত যন্ত্র।
২৫. কৃত্রিম উপগ্রহ কীভাবে ঘোরানো হয়?
উত্তর:- চাঁদের মতো পৃথিবীর চারদিকে।
২৭. কত বছর আগে আর্যভট্ট পৃথিবীর ঘূর্ণন জেনেছিলেন?
উত্তর:- প্রায় ১৫০০ বছর আগে।
২৮. দূরবিন আবিষ্কার হয় কত বছর আগে?
উত্তর:- প্রায় ৪০০ বছর আগে।
২৯. কে নিজে দূরবিন তৈরি করেছিলেন?
উত্তর:- গ্যালিলিও।
৩০. গ্যালিলিও কোন গ্রহ দেখেছিলেন?
উত্তর:- বৃহস্পতি।
৩৫. চাঁদের বুকে প্রথম পা দেন কে?
উত্তর:- নীল আর্মস্ট্রং।
WB Class 4 Amader Poribesh Chapter 5
আরও পড়ুন “WB Class 4 Science Chapter 1 for success : পরিবেশের উপাদান ও জীবজগৎ প্রশ্ন ও উত্তর”
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. দিন-রাত্রি কীভাবে হয়?
উত্তর:- পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে যখন অর্ধেক অংশ সূর্যের দিকে থাকে, তখন সেই অংশে সূর্যের আলো পড়ে এবং দিন হয়। ঠিক সেই সময় পৃথিবীর অন্য অংশে সূর্যালোক না পড়ায় অন্ধকার থাকে, অর্থাৎ রাত হয়।
২. স্কুলের মাঠে পাক খেয়ে ঘোরার মাধ্যমে দিদিমণি কী বোঝালেন?
উত্তর:- তিনি বোঝালেন যে পৃথিবী পাক খেয়ে ঘোরে, আর সূর্যের দিকে মুখ করা অংশে দিন হয়, বিপরীত অংশে রাত হয়।
৩. বল ও টর্চের পরীক্ষায় কী প্রমাণিত হয়?
উত্তর:- এই পরীক্ষায় প্রমাণিত হয় পৃথিবী নিজের চারদিকে ঘোরে, এবং যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে দিন হয়, অন্য অংশে রাত হয়।
৪. চাঁদের বিভিন্ন আকার বোঝাতে কী পরীক্ষা করা হয়?
উত্তর:- দিদিমণি একটি বল ও টর্চ ব্যবহার করে দেখালেন যে চাঁদ সরে সরে যাওয়ার ফলে তার আলোকিত অংশ বদলে যায়। এজন্য আমরা চাঁদকে কখনো গোল, কখনো কাস্তে, আবার কখনো কোয়ার মতো দেখি।
৫. অমাবস্যায় চাঁদ দেখা যায় না কেন?
উত্তর:- অমাবস্যায় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে না, তাই আমরা তা দেখতে পাই না।
WB Class 4 Amader Poribesh Chapter 5
✅ শূন্যস্থান পূরণ করো: WB Class 4 Amader Poribesh Chapter 5
১। আমাদের ……….. যেদিকে পড়ে তার উলটোদিকে থাকে সূর্য।
২। দুপুর বারোটার সময় ………. সবচেয়ে ছোটো।
৩। সূর্যকে এক এক সময় এক এক …………. দেখা যায়।
৪। পৃথিবীর কোনো অংশ সূর্যের সামনে এলে ……….. হয়।
উত্তর:-
১। ছায়া ২। ছায়া ৩। দিকে ৪। দিন
আরও পড়ুন চতুর্থ শ্রেণী বিজ্ঞান: দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান – জড়বস্তুর জগৎ প্রশ্ন ও উত্তর
✅ ঠিক বা ভুল চিহ্নিত করো:
১। সূর্য উঠবার আগে হালকা আলোযুক্ত সময়কে গোধূলি বলে। → ✗
২। সূর্য মাথার ওপরে থাকলে ছায়া পায়ের গোড়ায় পড়ে। → ✓
৩। রাতের আকাশে সূর্য থাকে না। → ✓
৪। সূর্যের আলোয় পৃথিবীর সবদিক একসঙ্গে আলোকিত হয়। → ✗
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ