চতুর্থ শ্রেণী
আমাদের পরিবেশ
পরিবেশ ও আমাদের দায়িত্ব
চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে থাকা প্রাকৃতিক উপাদান—যেমন গাছপালা, পানি, মাটি, বায়ু ও জীবজন্তু। এই পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ জীবনযাপনের মূল চাবিকাঠি।
আমরা যদি নিয়মিত গাছ লাগাই, পানির অপচয় রোধ করি এবং আবর্জনা সঠিকভাবে ফেলি, তাহলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। পরিবেশের সুরক্ষা মানেই পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা।
চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায়ভিত্তিক পরিবেশ বিষয়ক আলোচনা ও প্রশ্ন–উত্তর
এই প্ল্যাটফর্মে প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর, যা পরীক্ষায় সহায়ক হবে। যেকোনো অধ্যায়ে ক্লিক করলেই সেই অধ্যায়ের বিষয়বস্তু ও প্রশ্ন-উত্তর পেয়ে যাবে খুব সহজে।
সূচিপত্র
১.
|
পরিবেশের উপাদান: জীবজগৎ |
২. |
পরিবেশের উপাদান: জড়বস্তুর জগৎ
|
৩. |
শরীর |
৪. |
আবহাওয়া ও বাসস্থান |
৫. |
আমাদের আকাশ |
৬. |
প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা |
৭. |
জীবিকা ও সম্পদ |
৮. |
মানুষের পরিবার ও সমাজ |
৯. |
আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ |
১০. |
স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা |
চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্ব পূর্ণ বিষয় গুলি তুলে ধরা হল
১.পরিবেশের উপাদান: জীবজগৎ
চারপাশে নানাজীব
জীবের এত কাজ
একই রকম জীব যারা
আমরা সবাই মিলে বাঁচবো
জলের উদ্ভিদ আর ডাঙ্গার উদ্ভিদ
নানারকম প্রাণী
নানা প্রানীর নানা রূপ
জলজ প্রাণীর কথা
পাখির মতো উড়বো
হারিয়ে যাচ্ছে বাঘ
হারিয়ে গেছে যারা
হারিয়ে যেতে চলেছে যারা
আরও পড়ুন WB Class 3 Chapter 3 । তৃতীয় শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় “নিজের হাতে নিজের কাজ” প্রশ্ন ও উত্তর ।
২.পরিবেশের উপাদান: জড়বস্তুর জগৎ চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
পরিবেশের উপাদান
জড় বস্তুর জগৎ
সব কিছুর জন্য জায়গা লাগে
কেউবা কঠিন কেউবা তরল কেউবা গ্যাস
কোন কিছু ভারি কোন কিছু হালকা
কেন বরফ গলে জল হল
জল বাষ্প হল
কত কি মিশে আছে
আরও পড়ুন পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters
৩.শরীর
খাবার কোথা থেকে পাই
না মানুষের নানা খাবার
প্যাকেট করা নানা খাবার
দাঁতের যত্ন
দাঁত নিয়ে নানা কথা
খাবার হজম হলো
ওষুধ থেকে বাঁচতে খাবার
খাবার খেয়ে কি পাই
কাজ করার জন্য চাই খাবার
যে খাবার খেয়ে সুস্থ থাকব
খাবার পায় কোথা থেকে
গাছের খাবার
তৈরি খাবার থেকে শক্তি পাই কিভাবে
৪.আবহাওয়া ও বাসস্থান
জীবনের জন্য বাতাস
বাতাসের মধ্যে এত কিছু
কখনো গরম কখনো বৃষ্টি কখনো বা ঠান্ডা
কত রকম ফুল কত রকম উৎসব
বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব
আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী
কোথায় থাকে তারা
থাকার জায়গা যাচ্ছে হারিয়ে
অচেনা জায়গা
সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখি
চেনা তবু অচেনা
৫.আমাদের আকাশ চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
দিনরাত
চাঁদ ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল
মহাকাশ অভিযান ও ভারত
৬.প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা
প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা
বাঁচার জন্য জল আগুনের ব্যবহার
গাছ আমাদের প্রাণ
পোস্ মানা পশু পাখি
পাথরের ব্যবহার
ধাতুর ব্যবহার
প্রতিদিনের কাজে চাকা
কতই কাজে না লাগে লাঠি
আগুন থেকে সাবধান
চারপাশের পড়ে থাকা আবর্জনা
সাপের কামড় থেকে সাবধান
খুঁজবো গাছ সারাবো রোগ
এলাকার গাছ ওষুধ বারো মাস
হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে
আরও পড়ুন তৃতীয় শ্রেণী বাংলা অধ্যায় ২ “আমরা চাষ করি আনন্দে“
৭.জীবিকা ও সম্পদ
পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা
কত জায়গায় কত রকম জীব
নানা রকম হাতের কাজ ও জীবিকা
ডোকরা
কত রকম উপাদান
কোনটা বাড়িতে তৈরি কোনটা কারখানায়
না পড়ে শেখা নানা কাজ
দিনের শেষে গল্পগাথা
নানা ধরনের লোকগান
নানা জেলার নানা নাচ
সেকালের ছবি
নানা ছবির কথা
৮.মানুষের পরিবার ও সমাজ
মানুষের কত রকম সম্পর্ক
বিভিন্ন ধরনের সমাজ
চাষের সেকাল-একাল
মানুষ কিভাবে পশুকে পোষ মানালো
পালিত প্রাণীর ধরন
রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া
খাবার যেভাবে ছড়িয়ে পড়ল
খাবার জমিয়ে রাখা
একই খাবার নানা রূপে ও স্বাদে
৯.আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ
মাটি আর নেইকো খাঁটি
বাড়ির পাশের মাঠটা
জলই আমাদের জীবন দেয়
জল ছাড়া বাঁচবো কি করে?
জল নোংরা করি আমরাই
গ্রামের পাশের খালটা
বাতাসের ধুলো ধোঁয়া
জলবায়ু ও মাটি দূষণ
দূষিত জল
বিষম ফল
বিশ্ব নারীদের গল্প
১০.স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা
স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা
নানা রকম পুরনো বাড়ি
রাখাল দাদুর জাদুঘর
ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা
স্থাপত্য ভাস্কর্য সৌধ
চলো বাঁচাই আমাদের স্থাপত্য
নানারকম সংগ্রহশালা
মহাত্মা গান্ধীর কথা
চলো বানাযই সংগ্রহশালা
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ