wbclassroom.in

আমাদের পরিবেশ

আমাদের পরিবেশ ক্লাস 3 অধ্যায়সমুহ Environmental Studies All Chapters for Success

তৃতীয় শ্রেণী

আমাদের পরিবেশ

পরিবেশ হলো আমাদের চারপাশের প্রকৃতি, যেমন গাছ, পানি, মাটি, বায়ু ও প্রাণী। পরিবেশ আমাদের বাঁচিয়ে রাখে। পরিষ্কার ও সবুজ পরিবেশ আমাদের স্বাস্থ্য ভালো রাখে। আমাদের পরিবেশ গাছ লাগানো, পানি বাঁচানো এবং আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষা করতে হয়। পরিবেশ ভালো রাখলে পৃথিবী সুন্দর ও বাসযোগ্য হয়।

নিম্নলিখিত অধ্যায় গুলি বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আমাদের পরিবেশ সঙ্গে পরীক্ষায় আসার মত প্রশ্ন ও উত্তর দেওয়া হচ্ছে যে।তোমাদের যে অধ্যায়ের প্রশ্ন ও উত্তর লাগবে সেটিতে ক্লিক করে প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।

                                                                          সূচিপত্র

১. শরীর

 

২. খাদ্য

 

 

৩. পোশাক

 

৪. ঘরবাড়ি

 

৫. পরিবার

 

৬. আকাশ

 

৭. সম্পদ

 

৮. সাবধানতা

 

 

প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্ব পূর্ণ বিষয় গুলি তুলে ধরা হল  

আমাদের পরিবেশ

১.শরীর

রোজ বিকেলে নানা খেলা

ঠিকঠাক খেলা আর ঠিকমতো সোনা,

গা হাত-পায়ের যত্ন

সকালবেলা উঠে মোরা দাঁত মাজি ভাই

নাক কান চোখ জিব চামড়া মিলেমিশে পাঁচজন আমরা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো

চোখের মত বন্ধু নেই

ইন্দ্রিয়  ছাড়া সহজে বুঝতে পারা

সাতরে চলা এপার ওপার

চারপাশ বারো মাস বন্ধুতে ভরা

কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও

মানুষের মত আরও যারা

আমাদের পরিবেশ

২.খাদ্য

জিভের জলের রহস্য

শাক পাতার খোঁজখবর

খাদ্যের ভালো-মন্দ

অনেক রকম শাকসবজি

শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি

ফল খাওয়ার সুফল

যেসব ফল খাবার নয়

প্রাণীজ খাবার

দুধ দই ছানা

ভাজা খাবার

উনুন আর আগুন

থালা-বাসন

চলল খাবার দেশে-বিদেশে

পশুপালন ও আগুনের ইতিহাস

৩.পোশাক

রংবাহারি পোশাক

পোশাকে যায় চেনা

ঋতুবদল পোশাক বদল

উল তুলোর হরেক রকম

পোশাক তৈরি

পোশাকের অতীত কথা

পোশাকের আরও গল্প।

৪.ঘরবাড়ি

বৃষ্টি এলো ঝেঁপে

সহজ করে বোঝা

সহজ একটা মানচিত্র

মিল আর অমিল এর আরো কথা

মানুষ যা গড়েছে

ঘরবাড়ির যুক্তি তর্ক

নির্মাণ শিল্পের কথা ও কাহিনী

বাড়িতে কত কিছু

বসতবাড়ির আশপাশ

বাড়ির গায়ে ঝরঝাপটা

খোলা আকাশের নিচে

৫.পরিবার

পরিবার ও পরিবারের শাখা-প্রশাখা

পরিবারের শাখা-প্রশাখা ও নিকট আত্মীয়

নাম দিয়ে পরিবারের শাখা-প্রশাখা

সকলের তরে সকলে আমরা

না মানুষের পরিবার

চিঠি পাওয়ার আনন্দ

ডাকঘরটা চিনতে শেখা

নতুন পথে চলা

বাড়ি বদলে যায়

জীবিকার আদি কথা

জীবিকার বাকি ইতিহাস

৬.আকাশ

নীল আকাশের রহস্য

সূর্য থেকে আলো সূর্য থেকে তাপ

দিনভর ছায়ার খেলা

চাঁদ মামার লুকোচুরি

তারায় তারায় আলোর নদী

তারার কথা মেঘের কথা

মেঘ-বৃষ্টিবাজ

আকাশে রঙের ছটা

মিলল আকাশ মাটির পরে

৭.সম্পদ

পাহাড়ে চলার মজা

স্বাস্থ্যই সম্পদ

চাই জল চাই বায়ু মাটি ও আকাশ

জল ধরো জল ভরো

জল বাঁচাতে চেষ্টা করো

সবুজ সম্পদের ডাক

একটি গাছ অনেক প্রাণ

হাতে গড়া শিল্প-সম্পদ

হরেক রকম শিল্পকথা

ঘরোয়া শিল্পের নানান কথা

৮.সাবধানতা

সজাগ থেকো ভুলে যেও না(১)

সজাগ থেকো ভুলে যেও না (২)

সজাগ থেকো ভুলে যেও না (৩)

প্রত্যেকে আমরা পরের তরে

রংবাহার

wikipedia link           পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Read Also….

তৃতীয় শ্রেণী বাংলা অধ্যায় আমরা চাষ করি আনন্দে

WestBengal Class 3 First Chapter Solution ।। পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় সত্যি সোনা সমাধান।

পশ্চিমবঙ্গ বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা অধ্যায় WBBSE Class 3 Bangla – All Chapters

WB Class 3 Chapter 3 তৃতীয় শ্রেণীর  বাংলা তৃতীয় অধ্যায়নিজের হাতে নিজের কাজপ্রশ্ন উত্তর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index